নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ চাদরে পাপ ঢেকে ,
ধোঁয়ামুক্ত ,নেশামুক্ত হয়ে
আমি তোমার কাছে যাই ,
মস্তিষ্কের বিক্রিয়া থামিয়ে
তোমার দিকে তাকাই ,
ছন্নছাড়া দৃষ্টি আর অপরিপক্ক ভালোবাসা তোমার কাছে উহ্য ।
ভালোবাসা ,ভালোবাসা বলে আমরা ,তোমরা যে রব তুলি
তা চিরচারিত মোহও নয় ,
একটা মানসিকতা !
স্হিরতা আসলে ভালোবাসা উধাও !
আমি আত্মকেন্দ্রিক বড় ,
উড়ি বলে তোমায় ধরিনি
সর্পিল উড়ালসেতুতে তুষার জমে আছে ,
একসাথে করা প্রতিজ্ঞাগুলো রাস্তার ধারে পড়ে আছে ,
প্রজম্মান্তরে ভালোবাসা নামক শব্দ বিক্রির হিড়িক ,
মাল্টিন্যাশনাল ব্যবসা !
দিনশেষে প্রতিজ্ঞাগুলো বাহুল্য হয়ে রয় ,
আবেগগুলো ছেলেমানুষি হয়ে ধরা দেয়
আর স্মৃতিগুলো সামনে চলার জ্বালানী জোগায় !
তুমি বহির্কেন্দ্রিক হয়ে
আমায় জড়াও ,
চতুর্পাশ চীনের প্রাচীর হয়ে ধরা দেয় !
আমার রাতজাগা কবিতা পড়ে থাক সৃজনশীল আস্তাকুঁড়ে !
মোনালিসা হয়ে ধরা দাও আবার ,
অস্পষ্ট অনুভূতি বিশ্লেষনে মন দেই ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
কাল্পনিক সত্ত্বা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
আনারকলি নিরু বলেছেন: সুন্দর লিখেছেন।