নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সমাচার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

'ভালোবাসা' ,এই এক শব্দ বিক্রি করে পুরো পৃথিবী চলছে ! কেউ ভালোবাসা বেচে মিলিওনিয়ার হচ্ছে আর কেউ তাদের খদ্দের হয়ে ভালোবাসা না পেয়ে জীবনটাই দেদারসে বেচে দিচ্ছে !

অনেক সময় অনেক জ্ঞানীগুনী লোককে বলতে শুনা যায় ' ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারেনা' । অবশ্যই ! ভালোবাসা না থাকলে মানুষ একে অন্যকে দেখলেই গুলি করত । মানুষ হিসেবে একে অন্যকে ভালোবাসে বলেই সহঅবস্হান করা সহজ হয় । আর আমাদের বাবা মা বা আত্মীয়স্বজন আমাদের ভালো না বাসলে আমরা টিকতেই পারতাম না । সেক্ষেত্রে উক্তিটি অনেকাংশেই সত্যি । তবে এক্ষেত্রে ভালোবাসার আরেক রূপ অর্থাত্‍ নরনারীর প্রেমের ব্যাপারটি চলে আসে । এই ভালোবাসা ছাড়া বাঁচা অসম্ভব কিনা সে প্রশ্নে যাচ্ছিনা ।তবে আমরা সাধারনত আমাদের চারপাশে এধরনের যেসব ভালোবাসা দেখি তা বাঁচার কারন না হয়ে অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারন হয়ে দাঁড়াচ্ছে !

যখন দেখা যায় পনের বছরের একটা মেয়ে ভালোবাসার কারন দেখিয়ে আত্মহত্যা করে তখন আমরা কি তাকে ভালোবাসা বলব ?
ভালোবাসায় বিফল হয়ে কত তরুন পথ হারাচ্ছে তার হিসেব নাই । একে কি আমরা ভালোবাসা বলব ?

আর এখনকার ভালোবাসাতো আরো ভয়ানক ।সঙ্গীনিকে নিয়ে কোন রেস্টুরেন্টে না গেলে ,তার সাথে তরঙ্গ বিনিময় না করলে দেখা যায় ভালোবাসার স্হায়িত্ব হাস্যকর অবস্হায় দাঁড়ায় । তখন এক প্রান্ত থেকে বলা হয় ' তোমাকে আর ভালোবাসি না' !
প্রশ্ন হচ্ছে ভালোবাসা কি এতই সস্তা বা ঠুনকো কোন বিষয় যে মূহুর্তের মধ্যে আমি কাউকে ভালোবাসা থামিয়ে দিতে পারব !

এই ভালোবাসার বানিজ্যিকিকরন ভয়ংকরভাবে চলছে সব জায়গায় । নাটক ,সিনেমা ,গান থেকে মোবাইল ফোনের বিজ্ঞাপন সবই ভালোবাসা নিয়ে ,প্রেম নিয়ে । আর এর মাধ্যমে যে ছেলে বা মেয়েগুলা মাত্র কিশোর হয়েছে বা মাত্র যৌবনে পা দিয়েছে তারা বেশ প্রভাবিত হচ্ছে । তারাও দৌড়াচ্ছে সেলুলয়েডের মত চকচকে ভালোবাসার খোঁজে !
এভাবেই আমাদের প্রজন্মের মাঝে ভালোবাসা উপস্হাপিত হচ্ছে ভুলভাবে । যার ফলে আত্মহত্যা থেকে শুরু করে সবরকম ক্ষতিই হচ্ছে ।

দেশে প্রতিবছর প্রায় বিশ লাখ লোক আত্মহত্যার চেষ্টা করে ,যার অর্ধাংশেরও বেশি ভালোবাসার রোগী । আর এসব ঘটনার পিছনে জোরালো ভুমিকা ভালোবাসা ব্যবসায়ীদের ।

ভালোবাসা হোক পবিত্র ,ভালোবাসা হোক সুন্দর ,ভালোবাসা যেন মাল্টিন্যাশনাল কোম্পানির রঙচঙে পন্য না হয় !
ভালো থাকুক ভালোবাসা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

আরণ্যক রাখাল বলেছেন: ভালো থাকুক ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.