নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতপ্রহরীরা ঘুমাল কেবল ,
জীবনের ক্যালকুলেটরে Syntax error নিয়ে !
মনের মধ্যে ক্ষত থাকলে
দীর্ঘনিশ্বাসের সাথে কিছু জীবন বেরয় ,
তোমরা তারে কথা বল !
ভয়াবহ একটা টান ছিল
মধ্যাকর্ষনের মত ,
অস্বীকার করার জো নাই ,
তবুও তুমি ঘুমাও
আমি নাহয় দেখি !
ইশ !
মেঘ না থেকে যদি আকাশে আজ জোত্স্না থাকত ,
সবুজের মাঝে তোমার মুখ আলতো ঝলসে দিত মায়ায় !
আমি নাহয় দেখতাম
ভুল ,ভুল বলে
ব্যর্থতাতো আর ঢাকতে পারবনা ,
আত্মপোলব্ধি খারাপ জিনিস
ভয়ানক কষ্ট দেয় !
কষ্ট দূর করারতো আর কোন রসায়ন নাই ,
আমার হিসাবও Syntax error !
আমি নিজেরেই পাত্তা দিতাম না ,
আমি নিজেরেই জীবন দিতাম না !
আমাদের হিসাব নাহয়
Syntax error ই থাক !
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৩
কাল্পনিক সত্ত্বা বলেছেন: করছিলাম এককালে ।
প্রোগ্রামিং বাদ দেন ,কবিতা নিয়া বলেন
২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০২
হন্টক হিমু বলেছেন: চমৎকার!
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৪
কাল্পনিক সত্ত্বা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৫
সায়েল বলেছেন: কবিতা চমৎকার হয়েছে!!
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৭
কাল্পনিক সত্ত্বা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৭
হাসান মাহমুদ তানভীর বলেছেন: আমাদের হিসাব নাহয়
Syntax error ই থাক !
............... সত্যিই কি আমরা তা চাই?
............... আমরা বাধ্য কিংবা বন্দী, শত রহস্যের বেড়াজালে
`দীর্ঘনিশ্বাসের সাথে কিছু জীবন বেরয় ,
তোমরা তারে কথা বল !`
`সবুজের মাঝে তোমার মুখ আলতো ঝলসে দিস মায়ায় !
আমি নাহয় দেখতাম`
লাইনগুলো মনে হচ্ছে ঠিক মন:পূত হলো না। একটু উনিশ-বিশ করলে হয়তো ভালো লাগবে।
সর্বোপরি, কবিতার জন্য ভালো লাগা রইল। সাথে শুভকামনা।
৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:০১
কাল্পনিক সত্ত্বা বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
৫| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
বিজন রয় বলেছেন: Syntax error মানে কি?
৬| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭
আতোভাইলু বলেছেন: ভাল যে logical error হয় নাই
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ভালো বলেছেন
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৭
সায়েল বলেছেন: প্রোগ্রামিং করেন নাকি?