নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সুপ্ত ছিলাম ,
নিবার্ক মনের প্রহরীরা হঠাত্ জেগে উঠল , বলতে লাগল
' কথা বল ,ফিরে চল ' !
আমি পুরনো কাব্যাটা মাথায় নিয়ে
চুপচাপ বসে অনুভূতিটা ব্যবচ্ছেদ করি ,
নিয়তি ,অতীত আর স্পর্শগুলোর হিসেব মিলাই ,
মিলে না !
হিসাব মিলে না !
অনেকটা ধর্ষিত তরুনীর ময়নাতদন্ত রিপোর্টে কিছু খুঁজে না পাওয়ার মত !
না আমি কর্মক্লান্ত না ,
তবে মনটা যে ভীষন ক্লান্ত তাতে সন্দেহ নাই ,
বেচারা কেবল ছুটছে আর ছুটছে ,
নীল কষ্ট ,হালকা উষ্ঞতা , কম্পমান স্পর্শ আর বিভাজিত ভালোবাসায় বেচারা ভীষন ক্লান্ত !
দুদন্ড বিশ্রাম নিবে সে সুযোগ কই ?
আবার যে তুমি অস্পষ্ট অর্ধাকৃতির পূর্নাঙ্গ ভালোবাসা দিলে !
সেদিন এক অস্পষ্ট বিকালে কবিতা লিখতে বসেছিলাম ,
তড়িতাহিত শহরের মায়া ছেয়ে নতুন জামা পরা বাচ্চাটার মত গ্রামের পরিবর্তন টপকিয়ে লিখতে বসেছিলাম ,
হয়না !
কবিতা আসেনা !
কবিতাও কি তবে ছেড়ে গেল ?
আর কত ব্যর্থতা বরন করব ?
থাক ,
কবিতা নাহয় চলে যাক !
অভিমানতো তারও হয় ,
তোমার দেয়া কষ্টগুলো থেকেইতো তার জন্ম !
আজ সে তোমার উপরই রুষ্ট হয়ে চলে গেল ,
ব্যর্থতাটা কি তোমারও না কিছুটা?
শহরের রাস্তায় হুডখোলা রিক্সায় বসলেই কেবল আনমনা হয়ে যাই ,
কি জানি !
রিক্সাটাও হয়তো তখন মনে মনে হাসে !
গোলাপ ফুটে আছে মরা গাছগুলার কাছেই ,
পাশের শুকনো ডালপালার দিকে যেন অবজ্ঞার হাসি হেসে সে রূপ ছড়িয়ে দিচ্ছে ,
ঐ গোলাপটাইতো তোমাকে দিয়েছিলাম সাথে আরেকটা সাদা কি লালচে গোলাপও ছিল ,
তুমি বোধ করি গোলাপের মত আমাকে শুকনো ডালপালাই ভাবলে !
তাই কি ?
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১
কাল্পনিক সত্ত্বা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১
রাজসোহান বলেছেন: সুন্দর। কবিতায় নিজেকে নিয়ে ব্যবচ্ছেদ করেছেন, ভালো লেগেছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
কাল্পনিক সত্ত্বা বলেছেন: অসংখ্য ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৬
বিজন রয় বলেছেন: কিছু খুঁজে পাওয়া যায় না।
ভাল লিখেছেন।
+++