নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুদ্ধ যে কন্ঠ তোর ,
সে কন্ঠে কম্পন কি বলে?
শুদ্ধ যে হৃদয় তোর ,
সে হৃদয়ে কোন ঢেউ ওঠে -
কোন নদীতে মন তোর
আপনাকে খুঁজে?
কখনো কি মনে হয়না
অমনকিছুর চেয়ে হারিয়ে ফেলা সময় দামী ?
অস্তিত্ব নাহোক পরিবেশ প্রতিবেশতো প্রিয় ছিল ।
অথবা ,
সময়কে কি মূল্যে না মেপে
স্মৃতিতে মাপো?
ঝড় উঠে মাঝে মাঝে -
উত্তাল নদীকে দ্বিগুন উত্তল করে তোলে ,
বিপদসংকেত না পাওয়ায়
মুষড়ে পড়ি ,
ভেঙে যাই -
জলোচ্ছাসে যেমন ঘরবাড়ি সব খড়কুটো হয়ে মিশে যেতে চায় বাতাসে ,
তেমন খড়কুটো হয়ে যায়
আমিও ভেসে যাই !
তখন মনে পড়ে -
এমন আরো জলোচ্ছাস দেখা বাকি ,
কত রকম পূর্বাভাস দেয়া হবে ,
আশ্রয়কেন্দ্রের সন্ধান হবে ,
বেঘোর টিকে থাকার লড়াইটা মনে করিয়ে দিবে আবার !
উঠে দাঁড়াই ,
হাঁটি ,
হাঁটতেই থাকি !
নিরব রাত্রিতেতো আর হাঁটা যায় না
বিশেষ করে এমন জোত্স্না যখন আকাশে থাকে ,
চাঁদটা ক্যামন বাস্তবতা চুরি করে নিয়ে যায়
আবার নির্ভরতার একটা পরশ দিয়ে যায় ,
দাঁড় করিয়ে দেয় আমার আমি'র সামনে
এই রাত আমি কই পাব?
এই আবহ কোথায় আর পাব?
তোমার ছাদে হয়ত আলোর নাচে-
ছন্দ নিয়ে হয়ত খেল তুমি ,
রঙিন সুতোতে হয়ত তুমি বুন নানারঙের ভবিষ্যত ,
সেখানে কালো রঙ হয়েও আমি থাকিনা ;
ইদানীং হয়ত তোমার নিজেকে সুখীদের একজন মনে হয় ,
কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে
সৃষ্টিকর্তার কাছে -
আনন্দ অশ্রু হয়ত তুমি হাত দিয়ে ছুয়ে দেখ !
তবু
অপরদিক ;
না ,তোমার অপর আমি
সে কথা বলছিনা ,
অত ধৃষ্ঠতা আমি কখনোই দেখাই নি !
যাহোক,
সূর্য যেমন একদিকে আলো দিলে
পৃথিবীর অপরদিক আঁধার থাকে ;
তা ই বলছিলাম ,
এদিকটায় চাঁদেরা অনেক দিন আলো দেয় না
অন্ধকারই চিরস্হায়ী নাকি ভাবি অনেক সময়ই ।
তবু শুদ্ধ থাকি
অযথাই রুদ্র হয়ে তসলিমা আঁকি !
©somewhere in net ltd.