নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরটায় চুপচাপ মন খারাপ করার মত সময়ও নেই কারো,
সময় পেলে একটু মন খারাপ করো,
সময় পেলে একটু উদাস হয়ো!
অজস্র আকাশ কত রঙে রাঙা
কত সবুজ ধরে ধরে ধরনী চিরসবুজ,
অম্লান কিন্তু নিঃশেষ আলো কত সন্ধ্যা নামায় এই শহরে,
কত আবেগ অপচয় হয়ে গুমরে কেঁদে উঠে!
আমার জানালায় চাঁদ নেই
ছিলও না কখনো,
তোমার চোখেই দেখতাম চাঁদ,
পূর্নিমা আরো আলোকিত হতো ক্রমে,
মাঝেমাঝে ওই চোখদুটির টলটল দৃষ্টিতে পূর্ণিমাও অমাবশ্যা হয়ে ধরা দিত,
কি গভীর চোখ,
কি অপরিপক্ব ভালোবাসা!
যখন আরো গভীর,মহাসাগরের মত গভীর হলো,
ঝাপটা হয়ে ঝড় ভেঙে দিতে চাইল সব,
সমুদ্রেতো ঝড় হবেই,
নিভৃতচারী কবির মত কবিতাহীন দিন যায়
আবার,
কবিতাহীন তোমাকে পাই,
জটিল সব আবেগ বাস্তবতার সামনে দাঁড়ায়!
অনেক শব্দ হাতড়ে কবিতা লিখতে গিয়ে এ শহরে আমি শব্দহীন, নিরব অথবা নিরাকার কবি,
তালার পর তালার উপর সূর্যাস্তের রেখা সোজা বুকে গিয়ে বাঁধে,
ঘরে ফিরা কাকের দল চিতকার করে বলে
কেন?
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৯
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ!
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: কবিতায় ভালোলাগা।
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩০
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ!
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১
কাল্পনিক সত্ত্বা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক শব্দ হাতড়ে কবিতা লিখতে গিয়ে এ শহরে আমি শব্দহীন, নিরব অথবা নিরাকার কবি,
ভালো লাগলো।