নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐতিহাসিক বা নাগরিক চেতনা ধারন করতে পারিনি ,অনেকটা আদিম ,বর্বরই রয়ে গেছি ।আমার লেখা আমার এই আদিম ,বর্বর জীবনের প্রতি বাঁকেরই প্রতিফলন

কাল্পনিক সত্ত্বা

মনোপ্রকাশ

কাল্পনিক সত্ত্বা › বিস্তারিত পোস্টঃ

শূন্য

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০


রাইত হইলে পাগলা উদাস হয়,
শূন্য চোখে কি যেন খুঁজে,
রাইত হইলে পাগলা কষ্ট পায়
নিয়ন বাত্তির আলো খুঁইজা
শ্যাষে বাসি একটা রজনীগন্ধা নিয়া
হাঁটতে হাঁটতে যায়,
পাগলা কই যায়?

অনেক রাইতে ঘুম থেইকা উইঠা পাগলা চাঁদ খুঁজে,
রঙচঙা চাঁদ;
হলুদ চাঁদ
নীল চাঁদ
আচ্ছা চাঁদটা লাল হইলে ক্যামন হয়?
চাঁদ কই?
রঙ কই?

খালি রাস্তায় পাগলা দক্ষিণে তাকায়,
উত্তর দিকে চায়ের দোকানে দুঃখের ধোঁয়া উঠে,
পাগলা দুঃখ গুনে,
ধোঁয়া গুনে ;
এ শহরের সবাই দুঃখী?
দিন শ্যাষ হইলে সবাই একটা দীর্ঘনিশ্বাস ফ্যালে!
পাগলা দুঃখ গুনে,
সুখ খুঁজে।

পাগলা নষ্ট হয়,
মাথা ঘোরায় ক্যান?
পাগলার খালি খালি লাগে,
কেউ নাই ক্যা,
এত কষ্ট হয় ক্যা?

পাগলা শান্ত হয়,
বুঝে;
বুকের মধ্যে নিজে না আইলে
জোর কইরা আনা যায় না,
চোখটা খালি ভিজা যায়!
কষ্ট পায়,
পাগলা কষ্ট পায়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫

গ্যাব্রিয়ল বলেছেন: পাগলের এত কষ্ট ক্যারে?

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২

কাল্পনিক সত্ত্বা বলেছেন: পাঠক খুঁজুক!

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৯

ধ্রুবক আলো বলেছেন: পাগলের এতো কষ্ট কেন???!

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩

কাল্পনিক সত্ত্বা বলেছেন: পাঠক খুঁজুক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.