নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী হাতছাড়া হয়ে যাচ্ছে দিনকে দিন,
অবাধ্য যাত্রার লক্ষ্য ঠিক করে কে?
একটা ডানা ভেংগে গ্যাছিলো শিলাবৃষ্টিতে
আরেকটা ছিল অকেজো,
পাখি কল্পনা করত উড়ছে আকাশে-
নীলের নিচে শাদা আকাশে,
এ আকাশে কার্বন অনেক
অবুও আকাশটা প্রিয়!
অকেজো ডানাটাও খুলে পড়েছে-
উড়তে হলে লাগাতে হবে কলের ডানা;
যার নিজের স্পন্দন নেই,
দরকার হলে উড়বে
নাহয় থাকবে বরফ নিথরI
মৌমাছি হয়ে অর্ধেক তুমি
ফুল হয়ে অর্ধেক;
নিজের সম্পূরক নিজেই-
ভাবো,
শুষ্ক মনে জল ঢালার উপায় আছে অনেক-
সেচ প্রকল্প হাতে নিতে পারো ঠিকই
তবে হাত দিয়েও ছিটানো যায় পানি;
তাতে থাকে যত্ন, হারাবার ভয়-
ডিজেলের দাম অনেক;
সেচ প্রকল্পের বিরুদ্ধে শাহবাগে অনশনে মস্তিষ্কের আমজনতাI
'অবিলম্বে এই শোষনের শেষ হোক'
জনতা নেতিয়ে পড়ছে-
সারাদিনের অনশন শেষে ক্লান্ত আশায় আছে অনশন ভাংগাবে কর্তৃপক্ষ;
না! তা হয়তো হচ্ছেনা-
জনতার কথা কে ভেবেছে কবে!
তুমি আয়নায় বস-
তাকাও
মুচকি হাসো
কপালে টিপ লাগাও
লাল টিপ;
ঠোঁটে হালকা লাল দাও
চোখে কালো
নিকষ কালো!
তুমি বনে যাও
জংগলে যাও-
পাহাড়ের নীরব ঝর্ণায় নগ্ন চুল ছড়িয়ে দাও
পাথরকে বালিশ করে ঝিরিপথকে বানাও বিছানা;
তুমি ঢেউ অনুভব কর
এই ঢেউ তরংগ হয়ে ছিল সবসময়ই;
তুমি দেখো নিI
চাইলে তুমি সমুদ্রে যেতে পারো-
নোনা জল ছিল সবসময়ই
এবার তাতে গাহন কর;
শৈবাল পাথরের নিচে লুকিয়ে থাকা কাকড়া দেখুক তোমাকে,
নিজেকেই তুমি দেখনি
কাকড়া দেখলে ক্ষতি কি?
জনতার অনশন মোড় নিচ্ছে গনআন্দোলনে-
ঝাকে ঝাকে পরিচিত অপরিচিত জনতা যোগ দিচ্ছে;
খালিপায়ে যোগ দিয়েছে ফুলবিক্রতা মেয়েটিও;
'এক দফা এক দাবি-
সেচ প্রকল্প রহিত কর'
২| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: কবিতা তো কিছুই বুঝলাম না।
৩| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: কবিতার নাম পাল্টালে মনে হয় আরও সুন্দর হত কবিতাটা
৪| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভাল হয়েছে।