![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
মা,ওমা চোখ মুছো কেন?
বুঝেছি,
তোমার হৃদয়ে জমে থাকা
মেঘ গুলো অশ্রু রুপে
ঝড়ছে,,
যাকে দশমাস তোমার উদরে রেখে,
সয়েছো অসহ্য যন্ত্রণা।
নিজে মৃত্যু পথে থেকে
জন্ম দিয়েছো যাকে,
কত শিশি অার
হাগু দিয়েছে তোমার কোলে,
নোংরা থেকে যাকে
শিখিয়েছো পরিষ্কার হতে ,
গড়ে দিয়েছো তার ভবিষ্যৎ।
উঠাবসা তার
সমাজের উঁচু মাপের মানুষের সাথে,
অারো কত কি,
""আজ তার ৩২তম জন্মদিন""
বাড়িতে পার্টি,
কতো বড় মাপের মানুষরা আসবে,
সখ করে ঘরে
বউ এনেছিলে,
খুব ভালো মেয়ে,
দেখাশোনা করবে সবার,
হ্যা তো!
এতগুলো অতিথি আসবে
দেখাশোনা করতে হবেনা সবার!
তাইতো পার্লারে সাঁজতে গেছে সে,
""মানানসই অতিথির ভিড়ে,
তুমি আজ বড্ড বেমানান""
""রান্নাঘর ই আজকে
তোমার মানানসই জায়গা""
©somewhere in net ltd.