![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
প্রিয় মুখ
ঘুমিয়েছো নাকি?
তোমাকে না দেখেও
সব মুখ তোমারই মনে হয়,
তাই আলো নিভিয়ে দিই।
চোখ কি
তোমারই কথা বলে?
এমনই হয়,
তোমাকে দেখার পর,
পরস্পর তুমি ও আমি
এক সঙ্গে জাগি ও ঘুমাই,
আর রাত আবর্তিত হয়
আমার ভিতর তোমাকে
জাগিয়ে রাখতে।
জমিয়ে রাখা রোগ গুলো
রসিকতা করে বলে,
""জীবনে না হয় না হোক,
মৃত্যু তোমাদেরই প্রেম হোক""
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪১
কালসৃষ্টি বলেছেন: ঈদ শুভেচ্ছা,,, শুভকামনা রইল।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
কালসৃষ্টি বলেছেন: শুভকামনা রইল
৫| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে
কবিতা ভাল লেগেছে