![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
আমি ক্ষুধার্ত,
আমায় তোমরা খেতে দাও।
"ক্ষুধা"মুখ ভেঙচিয়ে বলে,
তোমাদের মাঝে আমার বাস
আমার জন্যই তো সব,
রাস্তায় নামিয়েছি তোমাদের
নিঃশেষ ও করে দিতে পারি।
আমার যন্ত্রনায় ঘুরবে তোমরা,
কখনো হাতে নিয়ে থালা কখনো বা অস্ত্র।
কখনো বা উপর দিকে হাত তুলে বলবে,
""হে ঈশ্বর""
আর ঈশ্বর!
সেতো নির্বাক,চেয়ে আছে শুধু,
কে জোগাবে অন্ন?
ধর্মগুরু,,ধর্ম বেচে খায়,
তারা বলে,
পাপ করেছিস,তাই মরছিস,
মর পাপীরা,
আমি বলি,
আমি ক্ষুধার্ত,আমায় অন্ন দাও,
না হয় আমি ছিনিয়ে খাবো,
হয়তো বা মেরে খাবো।।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: আরো একটু ভালো করার সুযোগ ছিল। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: কবিতার ভাবটা সুন্দর কিন্তু উপস্থাপনাটা দূর্বল