![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
আমার প্রিয় শহর জলের নিচে
এখন আমি ভাবছি,
আমি ভাবছি আমার সন্তানদের কথা।
আমি ভাবছি তাদের খাবারগুলি ভেসে যাচ্ছে
যা ময়লার স্তুপে সযত্নে থাকে।
হে ঈশ্বর
তুমি যদি তাদের মতো রক্তপিপাসু হও-
আমি আবারো মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়ে
তোমায় বলছি,
তুমি আমার সন্তানদের মেরোনা,
ওরাতো রাস্তায় থাকে,
কুঁড়িয়ে খায়
ওদের তুমি কষ্ট দিওনা।
হে ঈশ্বর
তুমি যদি থাকো!
তবে সমাজের উচুঁতলার মানুষদের মনে
করুণা দাও।
যারা পার্লামেন্টে গলা ছাড়ে,
বক্তৃতায় বলে বড় বড় কথা
আর আমাদের রক্ত চুষে খায়।
যারা আমাদের মেরে
দেশকে দারিদ্রমুক্ত করতে চায়।
তুমি ঈশ্বর যদি হও তবে,
বাচাঁও আমাদের,,বাচাঁও আমার সন্তানদের।।
২| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
তপোবণ বলেছেন: আবহমান কালের সেরা কবিতা লিখেছেন। আমার কাছে এটা শ্রেষ্ঠ কবিতার সকল উপাদান দিয়ে গড়া একটা প্রচ্ছন্ন স্টেটম্যান মনে হলো।
"আমি ভাবছি তাদের খাবারগুলি ভেসে যাচ্ছে
যা ময়লার স্তুপে সযত্নে থাকে।"
স্যেলুট আপনাকে, আপনার ভাবনার কমনীয়তাকে।
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
কালসৃষ্টি বলেছেন: অনেক ধন্যবাদ,,শুভকামনা রইল।
৩| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
তারেক ফাহিম বলেছেন: খুব সুন্দর কবিতা
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
কালসৃষ্টি বলেছেন: ধন্যবাদ,,,
৪| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা। ভালো লিখেছেন নিঃসন্দেহে। বিশেষত আপনার ভাবনাটা
৫| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন +
৬| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
ঈশ্বর থেকে উত্তর টুত্তর পেলেন?
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
ঈশ্বরকে বলে তার মারাঠাদের নিজের কাছে ফিরিয়ে নিতে