![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
ইয়াবা,বাবা,গুটি,বড়ি আরো কতো কি নাম এর।
এই নেশাদ্রব্য গ্রাস করে নিয়েছে যুবক,কিশোর সবাইকে।
স্কুল কলেজের ছাত্ররাও আজ এই মরণ নেশাতে।কখনো বন্ধুর পাল্লায় পড়ে, কখনো সহপাঠীর পাল্লায় পড়ে ইয়াবা ধরলেও আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে। এক সময় সেখান থেকে আর ফিরে আসতে পারে না।
এই নেশাদ্রব্যের ব্যবসায়ীরা দিনেরাতে প্রকাশ্যভাবে এগুলো বিক্রি করছে।ওরা নতুন ক্রেতা তৈরি করে পুরনো নেশাখোরদের বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে।এলাকার সমাজের লোকেদের ও কোন প্রতিবাদ নেই,পুলিশ ও চুপ।পুলিশের কিছু স্পাই থাকে তারা এসে দৈনিক বিক্রেতার থেকে টাকা নিয়ে যায়।এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পরছে নেশা গ্রহণকারী। আমাদের পুলিশ প্রশাসন যদি ঠিক না হয়,আমরা আমাদের ভাই অথবা সন্তানদের এই মরণনেশা থেকে বাচাঁতে পারবোনা।দেশ ভরে যাবে বিভিন্ন অপরাধে।
০৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:৩১
কালসৃষ্টি বলেছেন: আরে দাদা,বড় ব্যবসায়ী বললে ভুল হবে,ছোট ছোট পথশিশুরা পর্যন্ত এসব ব্যবসায়ে নেমে পড়েছে।
২| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ২:১৭
মেঘ প্রিয় বালক বলেছেন: দেশের এম পি মন্ত্রীরাই যদি এর সাথে জড়িত থাকতে পারে,তাহলে তো আম পাবলিকরা লায় পাবেই। যেমন: এমপি বদি
এসব নেশাখোরদের বাড়ী ঘর বলতে কিছু নেই।
০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৭
কালসৃষ্টি বলেছেন: ঠিক বলেছেন দাদা।
৩| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের এমন কোনো এলাকা আছে যেখানে ইয়াবা পাওয়া যায় না?
৪| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
ইনাম আহমদ বলেছেন: ইয়াবা সরকারীভাবে অনুমোদন করে ফার্মেসীগুলোতে বিক্রি করা দরকার। সরকারের উচিত এগুলোতে হালকা মাত্রায় সায়ানাইড মিশিয়ে দিয়ে ভর্তুকি সহ বিক্রি করা। যাদের এতো বেশী নেশার কুড়কুড়ি তারা একবারে খেয়ে মরে যাক।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
চাহিদা কি বাড়ছে? তৈরির চেষ্টা করলে পোষাবে?