| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম.কামরুল আলম
লেখালেখির জগতে প্রবেশ করেছি ১৯৯৭ সালে। লিখছি কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই। এ পর্যন্ত ছোটদের উপযোগী লেখাই বেশি লিখেছি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি। জাতীয় দৈনিকগুলোর ছোটোদের পাতায় একসময় নিয়মিত লিখতাম। এখনও মাঝে মাঝে হাজিরা দেওয়ার চেষ্টা করি। অনলাইন নিউজ পোর্টাল ‘সোনার সিলেট ডটকম’-এর সম্পাদকের দায়িত্বে আছি। পাপড়ি প্রকাশ-এর স্বত্ত্বাধিকারী।
অসময়ে টেলিফোনের শব্দে ঘুম ভেঙ্গে গেলো সাগরের। ডিমলাইটের মিটিমিটি আলোয় ঘড়ির কাঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। লাইট জ্বেলে ঘড়ির দিকে তাকালো সে। রাত একটা বেজে চল্লিশ। এত রাতে কে ফোন করেছে অনুমান করতে পারলো না সে। টেলিফোনটা একাধারে বেজেই যাচ্ছে ক্রিং..., ক্রিং..., ক্রিং...।
ঘুম ঘুম চোখে রিসিভারটা কানে লাগালো সাগর। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো।
-হ্যালো, সাগর সাহেব?
-জ্বি বলছি।
-চিনতে পেরেছেন?
-জ্বি না, কে বলছেন প্লিজ?
-আমি নদী।
-দুঃখিত চিনতে পারিনি। আপনার আসল নাম কী?
-এটা যে আমার নকল নাম তা আপনাকে কে বললো?
-কেউ বলেনি। আপনার ফোন করার কারণটা বলেন।
-কারণ তো অবশ্যই একটা আছে!
-কি সেটা?
-আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ সাগর!
-ও আচ্ছা। এই সামান্য কথাটি জানাতে এতরাতে ফোন করেছেন?
-জানাতে নয়, জানতে চাই আপনিও আমাকে ভালোবাসেন কি না?
-আমি তো আপনাকে চিনতেই পারিনি, ভালোবাসতে যাবো কেন?
-আমি শারমিন। শেফালি আক্তার শারমিন। এবার চিনতে পেরেছেন?
-পেরেছি।
-এবার বলেন তাহলে।
-কি বলবো?
-আমাকে ভালোবাসেন কি না?
-হ্যাঁ, ভালোবাসি।
-আমি জানতাম। তাহলে কাল আমাদের দেখা হবে?
-কোথায়?
-পার্কে...।
-না, আমার ভালোবাসা পবিত্র। পার্কে বসে নষ্টামি করা আমার পক্ষে সম্ভব নয়।
(চলবে)
©somewhere in net ltd.