![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
পীরেরবাগের আজব বুড়ো
লাফ দিয়ে ছোঁয় পাহাড় চুড়ো,
লোহার কড়াই ভাঙ্গে দাঁতে পিষে-
চাঁদের বুড়ির দাওয়াত খেয়ে
বাঘের সাথে গল্প করে এসে।
গিলতে পারে কঠিন পাথর,
টেবিল চেয়ার বালতি চাদর;
এক ঘুষিতে উল্টে ফেলে গাড়ি-
আলট্রা মডার্ণ রকেট হেঁকে-
বুড়োটা দেয় সৌরজগত পাড়ি।
দু’আঙ্গুলে তুড়ি মেরে
আফ্রিকান এক সিংহ ধ’রে
লেজটি দিয়ে চুলকে নিয়ে কান-
গোখরা সাপের স্যুপটা খেয়ে
আজব বুড়ো ধরে চটুল গান।
CopyrightMohammad Kamrul Islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮
কামরুল ইসলাম সুখী বলেছেন: কেউ এমন বুড়োর খবর পেলে জানাবেন।