![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
ভুতের রানি প্যান প্যানানি
জোসনা খাওয়ার আহ্লাদে-
শূন্যে লাফায় ডিগবাজি খায়,
হল্লা জাগে তল্লাটে।
রাত দুপুরে তবলা বাজে
নাচছে রানি ধুম তা না;
তার নূপুরের শব্দ শুনে
ভাঙ্গল রাজার ঘুমখানা।
ঘুম ভাঙ্গানোর হয় না সাজা
কারন রানি ঝগড়াটে।
করলে বিচার পড়বে চাবুক
ভুতের রাজার মাঝ পিঠে।
তারচে’ রাজা দু’চোখ বুজে
মুগ্ধ হওয়ার ভান করে।
সেই সুযোগে প্যান প্যানানি
ঠুমরি সুরে গান ধরে।
গানের সুরে মুরগিগুলো
উঠল ডেকে কুক কু রু।
মুরগি দেখে শিয়াল বলে,
‘এই তো শিকার, হুক্কা হু’।
copyright Mohammad Kamrul Islam
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১
কামরুল ইসলাম সুখী বলেছেন: ফেসবুকে এক বন্ধু আছে আমার যার নাম প্যান প্যানানি। তাকে ভুত বললেও সে কিছু মনে করে না। তার কথা ভেবেই ছড়াটা লেখা কি-না, বলা মুস্কিল।