![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
জলের কনা ছুটতে মানা
তাও সে চলে ছুটে।
কোথায় গিয়ে জলের কণা
মুক্তা হ’য়ে ফোটে?
মুক্তামালা গলায় প’রে
মেঘ বালিকা হাসে;
আকাশ ফুঁড়ে শূন্যে উড়ে
মেঘের দেশে ভাসে
মেঘ বালিকা খুব আদুরে
জল পরীদের রাণী
ধুম কুয়াশার হিম চাদরে
জমাট বাঁধে পানি।
মেঘের রাণী নূপুর পরে
বিভোর হ’য়ে নাচে।
আকাশ জুড়ে বৃষ্টি পড়ে
সবুজ ঘাসের দেশে।
©somewhere in net ltd.