![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
মামদো ভুতের আস্তানা
খুঁজে পাওয়া সস্তা না
হাত মেলাতে ভুতের সাথে
পরতে হবে দস্তানা
খাতির করে খামছে ধরে
খুব ধারালো নখ দিয়ে
চড় খেলে সে তেড়ে আসে
আগুন ঝরে চোখ দিয়ে
সেই আগুনের জেল্লাতে
নাচতে হবে আহ্লাদে
থামতে গেলে ভুতের ছেলে
কোব বসাবে কল্লাতে
মামদো ভুতের চাচ্ত ভাই
রাম গড়–রের গোস্ত খায়
দিন কাটে তার বউয়ের মাথার
উকুন মারার ব্যস্ততায়।
copyright@mohammad kamrul islam
©somewhere in net ltd.