![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
মামদো ভুতের পুঁচকে ছানা
মওকা পেলে টুক করে-
টাটকা রসগোল্লা খেতে
রাত দুপুরে নক করে।
দরজা খুলে কানটা মলে
হ্যাচকা জোরে টান মারি,
কান দু’খানা লালচে হলে
টপ্পা সুরে গান ধরি।
মধ্য রাতে দেয় সে হানা
ফ্রীজ কিবা ঐ পাক ঘরে,
মশার ভয়ে ভিমরি খেয়ে
নিজের উপর রাগ করে।
লংকা এঁকে অংক শেখে
উহ সে কী যে ঝকমারি!
রোজ রাতে সে খাচ্ছে বসে
মটরসুটির তরকারি।
দেখতে ভারি হাবলু হাবা
কিন্তু ব্যাটা খুব পাজি!
মওকা পেলে গাপ করে দেয়
টাটকা ইলিশ মাছ ভাজি
copyright@mohammad kamrul islam
©somewhere in net ltd.