![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
পুটলিখানি মাথায় চেপে
রাত না হ'তে ভোর;
চলছে পথে উল্টো রথে -
আন্ডা মিয়া ঃ চোর ।
দৃষ্টি রাখে চতুর্দিকে
তীক্ষè প্রখর কান;
মিষ্টি করে আস্তে ধরে
মালকা বানুর গান।
রাত দুপুরে সবার যখন
দু'চোখ ভরা নিদ;
আন্ডা এসে কাটতে বসে
পরের ঘরে সিঁধ।
অনাথ শিশু চান্দু যে তার
পায় না খেতে দুধ;
অশ্র“ মুছে আন্ডা সাজে
মধ্যরাতের ভুত।
হরহামেশা পড়ছে ধরা
খাচ্ছে জবর মার;
পঙ্গু হয়ে জীবন নিয়ে
হচ্ছে পগার পার।
নাম রটেছে আন্ডা চোরা
কেইবা দেবে কাজ !
করছে চুরি জারি জুরি
যাচ্ছে জেলে আজ।
copyright@ mohammad kamrul islam
©somewhere in net ltd.