![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
আজ আমি চমৎকার, কয়েক রঙের লিলি ফুলের ছবি পোষ্ট করছি, যা আমি নেপাল থেকে তুলেছিলামঃ-
*************************************************************************************************************
স্মৃতির এলবাম থেকে ----- ১ (ফটোব্লগ)
২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!!!!
২| ২৪ শে মে, ২০১৫ রাত ১০:০৮
এলা বলেছেন: ফুলগুলো খুব সুন্দর, আর আপনি ছবিও তুলেছেন সুন্দর করে।
শুভকামনা আপনার জন্য।
২৪ শে মে, ২০১৫ রাত ১০:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে!
আসলে ফুল আমার অত্যন্ত প্রিয় বিষয়! আর নেপালে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল! তাই ছবিও তুলেছি প্রাণভরে!
৩| ২৫ শে মে, ২০১৫ রাত ১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
২৫ শে মে, ২০১৫ সকাল ১১:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র শুভেচ্ছা!!!
৪| ২৬ শে মে, ২০১৫ সকাল ১০:০১
সুমন কর বলেছেন: কিছুটা একই রকম হয়ে গেছে। তবে সুন্দর।
২৬ শে মে, ২০১৫ সকাল ১১:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: একই ফুল যে আমি কতভাবে ছবি তুলি, তার ইয়ত্তা নেই!
তাই হয়তো পোষ্ট করতে গিয়ে কোনটাকে ছেড়ে আসতে পারিনি।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!
৫| ২৮ শে মে, ২০১৫ সকাল ৯:৫৬
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। অনেক ভাল লাগল। ধন্যবাদ
২৮ শে মে, ২০১৫ দুপুর ১:১২
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগায় আমি আনন্দিত!!! শুভেচ্ছা প্রামানিক ভাই!
৬| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর সব ছবি
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: এতদিন পরেও দেখতে এসেছেন !!! অনেক ধন্যবাদ আপু !!
আজকেও চমৎকার একটি ছবি পোষ্ট করেছি, দেখবেন ভাল লাগবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লাগা আপনার পোস্টে ।