![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
আমার বাগানের একাংশ
পিটুনিয়া
স্নো বল/ চন্দ্র মল্লিকা প্রজাতির
ভার্বিনা
নয়ন তারা
ডায়ানথাস
কসমস
চন্দ্র মল্লিকা
ডালিয়া
দোপাটি
ক্যালেন্ডুলা
অপরাজিতা
পেঁয়াজ ফুল
দোলনচাঁপা
গন্ধরাজ
চায়না বেলী
শিউলি
বেলী
জুঁই চামেলী
জবা
টগর
যে ফুলগাছগুলো স্থায়ী, সেগুলো বাগানে সব সময়ই আছে, আর যেগুলো অস্থায়ী(seasonal), সেই গাছগুলোকে নার্সারী থেকে প্রতি ঋতুতেই কিনতে হয় আমাকে। এখন সব ফুলই বাগানে নেই, আছে আমার স্মৃতির এলবামে।
******************************************************
১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু, অবশ্যই ঘুরে দেখবেন একদিন।
২| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:১০
রিকি বলেছেন: অনেক অনেক ভালো লাগল আপু--- এক সাদা রঙেরই কত রকমের ফুল--- পোস্টে ভালো লাগা
১৪ ই জুন, ২০১৫ সকাল ১১:০০
কামরুন নাহার বীথি বলেছেন: আরো অনেক অনেক রঙের ফুল আছে আমার বাগানে, আরো বেশী আছে আমার এলবামে।
ভাল লেগেছে জেনে সত্যিই ভাল লাগছে!!
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!
৩| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৭
সুমন কর বলেছেন: চমৎকার সব ফুল।
১৪ ই জুন, ২০১৫ সকাল ১১:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
৪| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমত এত্ত রকমের সাদা রঙের ফুল!!! তার উপর আবার নিজের বাগানের... হ্যাটস অফ... সাথে মনের মাঝে একটা অজানা ঈর্ষা জাগছে (মিসিং ইমোজ...)।
পোস্টে ভালোলাগা সাথে +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক মন্তব্যের জন্য!
আর মনের মাঝের অজানা ঈর্ষার জন্য নিজেই গর্বিত আমি।
আরও ফুল নিয়ে আসছি আগামীতে!!
৫| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: এতগুলো ফুলের নামও শুনিনি! আপনি দেখিয়ে দিলেন। (মুচকি হাসির একটা ইমো মনে মনে দেখে নিয়েন)
১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: নামও শোনেন নাই, আর আমি দেখিয়ে দিলাম!
তার পরেও মুচকি হাসি, অট্টহাসি নয়!!!
কালে কালে দুনিয়ায় কত প্রকারের কিপটাই যে দেখব!!
৬| ১৩ ই জুন, ২০১৫ রাত ১১:৩১
কালের সময় বলেছেন: অসাধারণ ফুলের একটি ফটো ব্লগ ভালো লাগলো আপু অসাধারণ ফুলের একটি ফটো ব্লগ ভালো লাগলো আপু
১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!
৭| ১৪ ই জুন, ২০১৫ রাত ১:১৩
এস কাজী বলেছেন: এত্তগুলা সুন্দর
১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: এত্তগুলো শুভেচ্ছা!!!
৮| ১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:০১
আলী আকবার লিটন বলেছেন: কবি বলেছেন... ও ফুল তুমি ফুটবে কবে ...সারা জীবন শুধু রয়েই গেলে টবে।
ও ফুল তুমি ফুটবে কবে...
চন্দ্র মল্লিকা আর শিউলি ফুল আমার ভীষণ পছন্দের । ধন্যবাদ ...
১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: চন্দ্রমল্লিকার অনেকগুলো রঙ আমার আছে।
একদিন নিয়ে যাব আমার মল্লিকা বনে!!!
৯| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৮
মো: আশিকুজ্জামান বলেছেন: অনেক ফুলগাছ চিনতাম না। চিনলাম আর কি। শুভেচ্ছা রইল।
১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আশিক ভাই আপনাকে!!
১০| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
জামাল হোসেন (সেলিম) বলেছেন: মেয়েদের সামনে অট্টহাসি হাসতে নেই বলে জানতাম। অনেকে নাকি ভয় পেয়ে যায়। মুচকি হাসির কদর বেশী। কিন্তু আপনি তো দেখি উল্টা!
১৪ ই জুন, ২০১৫ রাত ১১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার অট্টহাসি দেখে ভয় পাবার বয়স আমি সেই কবেই পেরিয়ে এসেছি!!!!
১১| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: প্রাণ ভরে দেখলাম। চমৎকার ফুলের সমাহার। শুভেচ্ছা রইল।
১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা!!!!
১২| ২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৭
এমজেডআই বলেছেন: সাদা রংয়ের ফুলের সুগন্ধের জন্য এদের প্রতি আমার বিশেষ দূর্বলতা আছে। আপনার বাগান ভালো লাগলো।
আমার মনে হয় --- "চায়না বেলী" আর "জুঁই" ফুলদুটির নামে উলটপালট হয়ে গেছে। সঠিক মনে হলে বদলে দেবেন।
২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!
চায়না বেলী আর জুঁই -চামেলি আমি লিখতে ভুল করিনি।
ভুল হলে, সেটা আমার জানার ভুল হতে পারে। আমি হয়তো জানিই না কোনটার কি নাম।
আসলে আমি এই ফুলগাছগুলোর নাম জানি নার্সারি ওয়ালাদের কাছ থেকে।
ওদের কাছ থেকে যখন গাছ কিনি, ওরা ভুল বললে আমি ভুলই জানি।
ভুল শুধরে দেবার কেউ নেই আমার
১৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হিউজ কালেকশন তো। এর মধ্যে অপরাজিতা দেখে পরাজিত হয়ে গেলাম।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: অপরাজিতা আসলেই খুব সুন্দর একটি ফুল!!!
ধন্যবাদ আপনাকে!
১৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪
প্লাবন২০০৩ বলেছেন: অবাক হয়ে গেলাম আপনার কালেকশন দেখে, সত্যিই খুব ভালো লাগল ।
০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগবাড়ীতে আপনাকে পেলাম!!
আমার বাগানটিকে এই বর্ষায় নতুন করে সাজানোর ইচ্ছে আছে, দোয়া করবেন ভাই!
শুভকামনা নিরন্তর -----
১৫| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:২১
প্লাবন২০০৩ বলেছেন: হাজার হাজার দোয়া রইল, যেন লক্ষ লক্ষ ফুলে ভরে উঠুক আপনার বাগান - এই বর্ষায়, শরতে আর সব সব সময় ।
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: সব ঋতুতে বাগান আলো করে রাখবার মত ফুল আমার বাগানে আছে!!
গ্রীষ্মঋতুর মাধবীলতা ; বর্ষার গন্ধরাজ, হাসনুহেনা, কাঠগোলাপ ; শরতের শিউলি ; হেমন্ত -শীতের মল্লিকা ; বসন্তের বেলি সহ আরো অনেক অনেক ফুল!!
এখন শুধু গুছিয়ে নিতে হবে খানিকটা!!!
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন!!
১৬| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফুলগুলি দেখে মনটা ভাল হয়ে গেল ।
আপনার নিজের বাগানের শুনে বেশি ভাল লাগছে ।
আপনার রুচিবোধের তারিফ করছি মহাশয়া ।
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: খুব ছোটবেলা থেকেই আমার ফুলের বাগান করার শখ!
এক সময় গ্রামের বাড়ীর বিশাল আঙিনা জুরে বাগান ছিল আমার!
ঢাকায় অতবড় যায়গা আমার নেই, তাই ছাদের টবেই আমি আমার স্বপ্ন রোপণ করেছি!!
অনেক শুভেচ্ছা রইল,ভাল থাকবেন!
১৭| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৪
নাইট রাইটার বলেছেন: খুব সুন্দর ছবি। আচ্ছা, আপনার মতে কোন ফুলটি সবচেয়ে বন্ধুত্বপূর্ণ?
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমার প্রিয় ফুল বেলি!! তাই আমি বলব বেলি ফুলই বন্ধুত্বপূর্ণ!!
১৮| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৮
ভ্রমরের ডানা বলেছেন: সাদা ফুলদের দেখি মেলা বসেছে। আহা! মন ভরে গেল আপু। অনেক সুন্দর পোস্ট।
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমার ঝুলিতে যা ছিল, মানে আমার বাগানে এ পর্যন্ত যত সাদা ফুল ফুটেছে, সেগুলো সব এখানে পোষ্ট করেছি!!
ভাল লেগেছে বলে আমার বাগান সার্থক!!
অনেক ধন্যবাদ আপনাকে!!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৮
উর্বি বলেছেন: খুব সুন্দর... ঘুরে দেখতে চাই একদিন![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)