![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
গত ২রা অক্টোবর শ্রদ্ধেয় দাঁড় কাক ভাইয়ের লেখা ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া- দিয়াবাড়ি কাশবন –পড়ে শখ হলো এত কাছের সেই কাশ বন দেখার। উনি ওনার এই পোষ্টে আমাকে প্রতিমন্তব্য করেছিলেন, ”আর সপ্তাহ খানেক থাকবে এই আদিগন্ত কাশবন। ঘুরে আসুন। ভালো লাগবে।“ আমি গিয়েছিলাম সপ্তাহ খানেকের মধ্যেই সেই দিয়াবাড়ি কাশ বনে। কিন্তু তখন কাশ ফুলগুলো অনেকটাই ঝিমিয়ে পড়েছে, শরতের শেষ যে, তাই।
ভাল লাগলো তবুও। চারিদিকের কাশবনের মাঝে সুন্দর একটা লেক, লেকের উপরে ব্রিজটার আর্কিটেক্টও নজর কাড়ে। লেক-এ ছোট ছোট প্যাডেল চালিত নৌকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বৈঠা বাওয়া নৌকাও আছে দু’একটা। ছোট ছোট ছাউনি তৈরী করা আছে বসার জন্য। চটপটি ফুচকার দোকানও রয়েছে বেশ কয়েকটা। সে বিকেলের ক’টা ছবি পোষ্ট করব যেঃ-
লেক এর ছবিঃ-
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা দাদা।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯
সাহসী সন্তান বলেছেন: দারুন ছবি আপু! আপনার ছবি ব্লগ দেখে একটা কবিতার কিছু অংশ মনে পড়ছে, তবে সবটা মনে আসছে না বলে বলছি না!
অাপনার সাধ্যমে কিছু কাঁশবনেে ছবি দেখতে পেয়ে অনেক ভাল লাগছে! শুভ কামনা জানবেন!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: কবিতা যতটুকু মনে পড়েছিল ,ততটুকুনই লিখতেন ।
আমার পোষ্টটা আরো সমৃদ্ধ হতো !!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!!
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও !!!!
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯
প্রামানিক বলেছেন: এত সুন্দর জায়গা অথচ দেখেও দেখি না। সারাদিনই ঐ দিক দিয়ে চলাচল করি তারপরেও অজানা রয়ে গেছে। ধন্যবাদ নাহার আপা কয়েক দিনের মধ্যে আমিও যাচ্ছি।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম আমারো সেই অবস্থাই ছিল, সারাদিন যেতাম ঐদিক দিয়ে, কিন্তু দেখা হয়েছিল না।
কয়েকদিনের মধ্যে গেলে আর কি কাশফুল পাবেন ?
মনে হয় না। আমিইতো ভাল পেলাম না।
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩
প্রামানিক বলেছেন:
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: চলন্ত গাড়ি থেকে তোলা মনে হচ্ছে।
তবুও সুন্দর।
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কাশ বনের কন্যা'' ছাড়া কাশ বনের ছবি ব্লগ অসম্পূর্ণ । তবে ভাল লেগেছে ।
ইয়ে চটপটি ফুচকা এল্কা এল্কা খাইলেন ?
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
কামরুন নাহার বীথি বলেছেন: কাশবনের কন্যা একদিন সত্যিই ধরে নিয়ে আসব, দেখবেন!!!!
এল্কা এল্কা গেছিলাম জন্য, চটপটি- ফুচকা খাইই নাই!!!
সাথে কেউ গেলে খেতাম!
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !!
৮| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কাশবনের ছবিময় বিকেল ভালো লাগলো... কামরুন নাহার আপা
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: কাশবনে গেলে কি আর ছবি না তুলে ফেরা যায়!!
আমারও ভাল লেগেছিল, তাই শেয়ার করলাম!
৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫
রাবার বলেছেন: কাশবন দেইখা মুগ্ধ হইয়া গেলাম আপা
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার মন্তব্যে আমিও মুগ্ধ ভাই !!!!
১০| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০২
প্রামানিক বলেছেন: কাশফুল প্রায় কাটা শেষের দিকে, ঐখানে একটা বৌদ্ধ মন্দীর আছে সেটা দেখতে যাবো।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: বৌদ্ধ মন্দির কোথায়, আমাকে ঠিকানা দিয়েন, আমিও দেখতে যাব!
১১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: বাঙ্গালী যেখানে ,চটপটি-ফুচকা সেখানে।। এই অপরূপ সৌন্দর্যের জন্যই কিন্তু এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি...।।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, বাঙ্গালী যেখানে ,চটপটি-ফুচকা সেখানে।
ঢাকায় লোকসংখ্যা বেশী, বেড়ানোর জায়গা কম।
তাই এরকম অখ্যাত জায়াগায় মানুষের ভিড় লেগেই থাকে।
এইখানে শুক্র-শনিবারে নাকি ভিড়ে চলাই যায় না।
আর যেখানেই ভিড় , সেখানেই চটপটি-ফুচকা!!!
বাংলদেশটা যে কত সুন্দর আর সবুজ, সেটা দেশের বাইরে না গেলে বোঝা যায় না!!
এই দুর্নীতি আর খুন-খারাবি না থাকলে, বাংলদেশ সর্বশ্রেষ্ঠ বাসোপযোগী দেশ।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫১
ধমনী বলেছেন: আপনার তোলা ছবি আরো ভালো হয়। কাশবনের কিছু ছবির আলোর ধরনটা কেমন যেন কৃত্রিম লাগছে। আরো ছবি ব্লগ আশা করছি।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: লাল, নীল, সবুজ সব রঙেরই ছবি আছে এখানে, আর সেটা দিনের আলোর উপরেই নর্ভর করে।
অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দৃষ্টিনন্দন সব ছবি।
++++++++্
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনার এত্তগুলো প্লাস-এর জন্য।
তবে প্লাসগুলো লাইক-এ দিলেই ভাল !!!
গেম চেঙ্গার ভাই-এর এই লেখাটি পড়ে দেখতে পারেন
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
ছবিতেই সুন্দর লাগছে । এখন দিব্যচোখে এর মাধুর্য্য আর নেই । কাশফুল ঝরে গেছে । শরৎ শেষ ।
যেটুকু ছিলো তার কিছুটা তুলে এনে ব্লগবন্দি করে রাখলেন । ধন্যবাদ সেজন্যে ।
শুভেচ্ছান্তে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, আমি যখন গিয়েছিলাম, তখনই ফুলগুলো অনেকটাই ঝিমিয়ে গেছে।
গাছগুলো লাল হয়ে গেছে!!
আল্লাহ্ বাঁচিয়ে রাখলে আগামী শরতে আবার যাব, শরতের শুরুতে একবার মাঝে একবার।
অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
গেম চেঞ্জার বলেছেন: গিয়াস ভাই'র কাশবনের কন্যা নিয়া ব্যাফুক কৌতুহল দেখলাম!!
ঘটক পাখি ভাইরে খবর দিমু নাকি?
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, ব্যাফুক মানে কী !!!!! এক্কেরে--- কঠিন ব্যাফুক !!!!!
ঘটক পাখি ভাই নয়, পাখি জামার--- পাখি আপারে খবর দ্যান!!!
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
জুন বলেছেন: কামরুন্নাহার আপনার কাশবনের ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। যারা যারা কাশবন ঘুরে আসছে তাদের প্রতি একটু সুক্ষ ঈর্ষা অনুভব করছি। নিজেকে কেমন জানি বঞ্চিত মনে হচ্ছে প্রকৃতির এই শোভা উপভোগ করা থেকে
আগামি বছর অবশ্য বেচে থাকলে যাবোই যাবো। এবারই যেতাম, উপরে কে জানি জি এস ভাই মনে হয় বল্লো কাশফুল মরে গেছে পরে আছে স্মৃতি।
এ বছর আপনার ছবি দেখেই মন প্রান পুর্ন করে নেই
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, আগামী বছর আমরা সবাই যাব ইনশাল্লাহ্ !!!!
আপনার দলে আমাকে নেবেনতো ????
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
গেম চেঞ্জার বলেছেন: ছবি গুলো জাস্ট অসাধারণ!!!!!!
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন:
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০
গেম চেঞ্জার বলেছেন: ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯ ০
লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনার এত্তগুলো প্লাস-এর জন্য।
তবে প্লাসগুলো লাইক-এ দিলেই ভাল !!!
গেম চেঙ্গার ভাই-এর এই লেখাটি পড়ে দেখতে পারেন
এই যে বীথি আপু!! গেম চেঞ্জার হবে
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: এই যে বীথি আপু!! গেম চেঞ্জার হবে -----
আপনার পাঠক সংখ্যা বাড়িয়ে দিলাম!
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
প্রামানিক বলেছেন: বৌদ্ধ মন্দীর পূর্বপাশের গ্রামগুলোর ভিতরে। অনেক পুরানো বৌদ্ধ মন্দীর। কয়েক বছর আগেও একটা সাইনবোর্ড ছিল এখন সাইন বোর্ড দেখতেছি না।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: তাহলে ------------------
আপনি আগে দেখে আসুন।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
আমিনুর রহমান বলেছেন:
মুগ্ধতা ছবি ব্লগে।
২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !!
২১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবির জন্য ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২২
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ সব ছবি । খুব ভাল লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !!
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
কেএসরথি বলেছেন: খুবই সুন্দর ছবিগুলো।
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
কামরুন নাহার বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে!!
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার।
ভাল থাকুন। সবসময়।
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!! ভাল থাকবেন।
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১
দর্পণ বলেছেন: কাশের গুচ্ছ। পোস্টে +
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!!
২৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
কাবিল বলেছেন: কাশবনের ছোঁয়া লাগলো। সুন্দর।
২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!
২৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: কাশবন এর সাথে লেকের ছবি বেশ চমৎকার। বর্ণনা তো আছেই।
শুভ কামনা।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা বাবলা ভাই!!!!!
(আপনি কি আমাদের কক্সবাজারবাসী বাবলা ভাই?????)
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি দেখে মনে হলো
সময়টি সন্ধ্যা;
প্রকৃতিও ঝিমিয়েছে
কাশবনে মন্দা।
শুনে জ্বলি ঈর্ষায়
যেতুম যদি বেড়াতে;
প্যাডেলের নাও আহা
চড়া যেত মজাতে।
সেই সাথে চটপটি
টক ঝাল ফুচকা;
একা একা কেনো যাও
আছি আমি পুঁচকা
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: সেই সাথে চটপটি
টক ঝাল ফুচকা;
একা একা কেনো যাও
আছি আমি পুঁচকা -----------
ঠিক আছে পরবর্তী শরতে পুঁচকা ভাইকে সাথে নিয়েই যাব!!
২৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা দিলে নিয়ে যাবে
ঠিক যেনো থাকে;
চটপটি খাওয়াবে
কোক দিও ফাঁকে।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক আছে, ঠিক আছে, সাথে কাঠি লজেন্সও কিনে দেব!!!!
হাজার হোক,পুঁচকা ভাইকে সাথে নিয়ে যাব!
৩০| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুঁচকা বলেছি বলে
করো নাকো হেলা;
তলে তলে মহা পাজি
গার্লফ্রেন্ড মেলা
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: তাই নাকি!!!!
তাহলেতো মহা সেয়ানা!! :O
৩১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাই নাকি!!!!
তাহলেতো মহা সেয়ানা!! :O
আবার জিগায়,তাই জানোনা
কানে কানে কই,
মগডালেতে ডেটিং করি
লাগেনা মোটে মই
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা -------- কাকের সাথে, না বকের সাথে?
৩২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপু তুমি বড্ড পঁচা
করলে অপমানটি;
কেসটা ছিলো পরকিয়া
পাশের বাড়ীর আন্টি
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, পাশের বাড়ীর আন্টীর আর খেয়েদেয়ে কাজ নেই -------------------------------
৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: হুম্ম, পাশের বাড়ীর আন্টীর আর খেয়েদেয়ে কাজ নেই ------------------------------
তুমি দেখি বোকার হদ্দ
কোন খোঁজই রাখোনা;
কাজ নেই বলেইতো
প্রেমে পরে ললনা।
যারা করে কাজকাম
থাকে ব্যাতিব্যাস্তি;
তারা কভু খোঁজেনাকো
আজাইরা মাস্তি।
আমি বাপু কূঁড়েরাজ
সারারাত বই পড়ি;
ডায়ালগ শিখে শিখে
ভাবী পটাই,প্রেম করি
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: স্যালুট বিশ্বপ্রেমিক, প্রেমরাজ,--------------------
(আমি নেপাল নিয়ে লেখেছি, পড়ুন ভাল লাগবে!)
৩৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুহ আবার সেল্যুট দিচ্ছে
বড্ড তুমি ন্যাকা;
এ জীবনে নিরবধি
খেলুম খালি ছ্যাঁকা
লিখেছো নেপাল নিয়ে
হিমালয় কন্যা;
গিয়েছিনু বহু আগে
লাগে খুশি বন্যা।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: বলেছেন: আচ্ছে আমি ন্যাকা হতে যাব কেন, আমি আরো কত সুন্দর সুন্দর বিশেষণ দিলাম!!!
আ হা হা ---- কে ছ্যাঁকা দিল আমার ভাইটারে?????
তাকে একবার যদি পেতাম, মাথা মুড়ে, ঘোল ঢেলে, গাধায় চড়িয়ে রাজ্য থেকে বের করে দিতাম!!!
৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
অগ্নি সারথি বলেছেন: অনেক সুন্দর।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!!!!!!!!!!!
৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢেঁড় আছে কটা বলি
সিনেমার মৌসুমি;
প্রেমে মজে সানীতে
কই রাখি দুখ আমি?
দুখ আছে আরো কতো
বলিউডে মাধূরী;
ভালবেসে অনুনয়ে
কত তার পা ধরি।
তাও বেটি হাউস কতো
ডকটর নেনে চাই;
সেই দুখে বিষ খেয়ে
হসপিটালেতে যাই।
আরো বলি একখান
কেট উইনস্লেট;
টাইটানিকে প্রেমে পড়ে
ব্লেড দিয়ে কাটি পেট।
এইভাবে আপুমনি
রোজ রোজ কত শত;
নির্দয় বদ মাইয়ারা
হৃদয়েতে দেয় ক্ষত
২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১
কামরুন নাহার বীথি বলেছেন: আ হা রে --------------
ভাই, আপনার উচ্চতা কত ফুট, আপনি বামুন ননতো?
শুনেছি বামুন হয়ে নাকি চান্দে হাত দেয়া যায় না!!!!!!!
৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইবার আপু তুমি
করলে ঠিকি অপমান;
আমার রাজ্যে আমিই রাজা
হৃদয় দিলে ভেঙ্গে খানখান।
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: আচ্ছা!!! অপমান মনে করলেই হ্যা,না করলেই নয়!!
দুনিয়ায় মৌসুমি, মাধুরী বা কেট -এর মত হাজারো সুন্দরী মেয়ে আছে!!
আমি / আপনি সাধারণ মানুষ, আপনি কেন বিষ খেয়ে হাসপাতালে যাবেন ওই সেলিব্রেটিদের জন্য স্বপ্ন দেখে!!!
৩৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার দৃষ্টিনন্দন ছবির সমাহার।
ধন্যবাদ আপনাকে
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি এতদিন পরেও আমার এই পোষ্ট খুঁজে বের করে দেখছেন!!!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: কাশবনের ছবিগুলো দারুণ লাগল।