নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
শিল্পীর তুলির সামান্য আঁচড়, ছুরি-কাঁচি, মেধা, মনন যে কতটা সৃজনী শক্তির পরিচায়ক, তা’ নিচের এই শিল্পকর্মের ছবিগুলো দেখে কিছুটা ধারনা করা যায়!! সম্পূর্ণ ধারনা পাওয়া, সে শুধু এক অবাক-বিস্ময়! তাঁদের সম্মন্ধে বিস্তারিত কিছু লিখব আমি, আমার মাথায় সে মেধাই নেই!
------------------------------ সংগৃহীত
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি কালিজিরা ভর্তা খাবেন, আর আমি দেব না!! এইটা কোন কথা হইল !!!
তয় একলাই খায়েন না, জুন আপুকে দিয়ে খান!!
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
প্রামানিক বলেছেন: উপরের ছবি দেইখা টাসকি খাইছি। কোন বাদাইম্মা যে এমন কাজগুলা করছে? মাথাই নষ্ট।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: যে বাদাইম্মা এমন কাজগুলা করছে, তাকে সালাম জানাই। সুন্দর শিল্পী মন তার!!
আমাদের গোবর ভর্তি মাথা, তাই আমরা টাসকি খাই।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
ধমনী বলেছেন: প্রামানিক ভাই যেন প্রথম হওয়ার জন্যই উন্মুখ থাকেন!!
অসাধারণ শিল্পকর্ম....
এর মধ্যে আপনি কোনটা কোনটা তৈরী করতে পারেন?
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, প্রামানিক ভাইকে চিনেছেন তাহলে! সে জন্য আগে ধন্যবাদ জানাই।
এগুলোর মধ্যে একটাও করতে পারা আমার কম্ম নয়!!
আপনিই ট্রাই করতে থাকুন, পারলে আমাকে খবর দিয়েন।
বুঝতে পেরেছি বান্দরের গাছে ওঠাটা পারবেন আপনি!!!
৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
পরিশেষের অপেক্ষায় বলেছেন: একটা দেখছিলাম আর আগেরটার কথা ভুলে যাচ্ছিলাম!
অসাধারণ কাজ ও ছবি...
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
প্রামানিক বলেছেন: ভাই ধমনি আমি অকর্মা। আমার দ্বারা এগুলোর কিছুই হবে না।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমার দ্বারাও না!!!
৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
বৃতি বলেছেন: বাহ, চমৎকার !
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা !!!!
৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই অসাধারণ, ভালোলাগা জানিয়ে গেলাম
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেকদিন পরে আমার ব্লগে এলেন, প্রামানিক ভাই-এর সাথে কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেয়ে যান !!!!
৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: আপনিএরকম বিভৎস অট্টহাসি দিলেন কেন ভাই ?
৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: এইটা সুন্দর পাল তোলা নৌকা! হারিয়ে যেতে মন চায়!
১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
নেক্সাস বলেছেন: অসাধারণ ছবি। মক্কায় ষ্টার হোটেল জব করার সুবাদে আমি প্রথম এমন ফ্রুট আর্ট বা ফ্রুট কারভিং আর্ট এর সাথে পরিচিত হই। বুফে টেবল এই কাজগুলো করে রাখা হয়। অনেক সুন্দর লাগে। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: সেই সুন্দর ফ্রুট কারভিং আর্ট -এর ছবি তুলে সংগ্রহে রাখেন নাই?
কী সুন্দর না জানি দেখতে!!!
১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: এটিও খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ ভাই !!
১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: কিছু মনে করবেন না, আমি কয়েকটা তরমুজ দিয়া গেলাম
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: না না কিছু মনে করার কি হলো!! আমি এমন তরমুজ পেলে ধন্য হয়ে যেতাম!!!
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আর যদি কিছু মনে করেন তাহলে আপনার বাড়িতে আমার দাওয়াত
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাড়ীতে আপনার দাওয়াত ???? দাওয়াত দিলে আপনাকে খুঁজে পাওয়া যাবেতো ??
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
রাতুল_শাহ বলেছেন: ছবি গুলো ভাল লাগছে।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লেগেছে জেনে আমার সংগ্রহ আর শেয়ার করা সার্থক হলো !!
অনেক অনেক শুভেচ্ছা!!!!
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
সুলতানা রহমান বলেছেন: দারুণ!! তবে অনেক কঠিন।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই !! অনেক শুভেচ্ছা আপু!
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: সংগ্রাহক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ ।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: পাঠক, দর্শক ও মন্তব্যকারী দাদাকে অনেক অনেক শুভেচ্ছা !!!
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
Sahen Arafin বলেছেন: wonderful works!
www.smartsoft-bd.com
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই !!!
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
রিকি বলেছেন: আহা বড়ই সৌন্দর্য।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু !!!
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও একটা খাদ্য শিল্পকর্ম দিয়ে যাই। এইটা শতভাগ দেশী।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার ছবিটা ওপেন হলো না যে !
২০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: ওরে ভাই, এইটা দেখেতো পুরাই টাসকি !!!!
দোকানদারও মাশআল্লাহ্ !!!
২১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রথম ছবিটা তো ফাটাফাটি।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: ও আচ্ছা, আরগুলো পছন্দই হলো না!!!!!
পছন্দ বুইজালাইছি !!!
২২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
প্রামানিক বলেছেন: কামাল ভাই আপনি একলা একলা দাওয়াত নিবেন আর আমরা চাইয়া চাইয়া থাকমু- --
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: চাইয়া থাকবেন কেন, কামাল ভাই-এর ল্যাজ ধইরা আপনিও রওয়ানা দিবেন !!!
২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: চমৎকার এবং ভালো লাগা.....
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা !!!!
২৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: কোন কারিগর বানাইছে, দেইখা নয়ন জুড়াইয়া গেলো! চমৎকার সব ছবি (শিল্পকর্ম বলাই ভালো)! সংগ্রাহিকাকে ধন্যবাদ এমন কিছু দেখানোর জন্য ।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, শিল্পকর্ম বলাই ভালো নয়?
এমন কারিগর কি সবাই হতে পারে ? ধন্যবাদ আপনাকেও !!
২৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অসাধারণ পোস্ট.... কামরুন নাহার আপা
প্রামানিক ভাই আর সাদামন ভাইয়ের মন্তব্যের পর আর কোন কথা চলে না
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই আর সাদামন ভাইয়ের মন্তব্যের পর আর কোন কথা চলে না ----
হুম, উনারা একাই এক হাজার !!!
২৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
কিরমানী লিটন বলেছেন: উচ্ছিষ্ট কবি,উচ্ছিষ্ট নেতা,উচ্ছিষ্ট চামচাদের এই বসন্ত আওয়ামী হাইব্রিড মিথ্যার যুগে -আপনার উচ্ছিষ্ট দিয়ে তৈরি শিল্প কর্মের পোষ্টটি অনেক উপযোগী হয়েছে,চমৎকার ভালোলাগা...
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: উচ্ছিষ্ট দিয়ে তৈরি শিল্প কর্ম নয় ভাই, এইটা উপস্থাপনা করার জন্যই তৈরী !!!!
নেক্সাস বলেছেন: মক্কায় ষ্টার হোটেল জব করার সুবাদে আমি প্রথম এমন ফ্রুট আর্ট বা ফ্রুট কারভিং আর্ট এর সাথে পরিচিত হই। বুফে টেবল এই কাজগুলো করে রাখা হয়। অনেক সুন্দর লাগে। ----
অনেক ধন্যবাদ ভাই !!
২৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
গেম চেঞ্জার বলেছেন: বীথি আপু!!
আপনি এতগুলো কোত্থেকে জোগাড় করে ফেললেন?? আমার সংগ্রহে কয়েকটা ছিল। হার্ডড্রাইভে কোথায় রেখেছি মনেও করতে পারছি না।
কঠিন......কঠিন......
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
কামরুন নাহার বীথি বলেছেন: একদিনে কি জোগাড় করা যায় এমন শিল্পকর্ম!
দিনে দিনে জমিয়েছিলাম, আজ পোষ্ট করে দিলাম !!!
আপনারগুলো কোথায় খুঁজতে থাকুন, পেয়ে যাবেন !
২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
গেম চেঞ্জার বলেছেন: সত্যি কথা বলতে গেলে বিমোহিত হয়েছিলাম আইডিয়াবাজদের কান্ডকারখানা দেখে। এজন্য লাইক বাটন চাপতেও ভুলে গেছিলাম প্রায়।
কান্ডারী ভাইয়ের ছবিটা অচাম এবং ঝাক্কাসসসজ.....
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: তাড়াতাড়ি লাইক বাটনে অনেকগুলো চাপ দিন, আমি নামাজ শেষে আসছি!!!
কান্ডারী ভাই কেমন খাদক বুইজালাইছি !!!
২৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
জটায়ু. বলেছেন: অসাধারণ সব ছবি
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!
৩০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!
৩১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
মিলন হোসেন১৫৮ বলেছেন: অসাধারন ছবি ত্রবং দাত্তয়াত অামাদের দিবেন না।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: দাওয়াত দিলে অবশ্যই দাওয়াত পাবেন !!!
অনেক ধন্যবাদ ভাই!
৩২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
মুক্তমনা মানব বলেছেন: সুবহানআল্লাহ!
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: সুবহানআল্লাহ! ধন্যবাদ ভাই!
৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
ধমনী বলেছেন: আপনি দেখিয়ে দেয়ার পর কিছুটা পারি (যেটা বলেছেন সেটা)
কমলা ফুল!
আপনি দেখিয়ে দেয়ার পর কিছুটা পারি (যেটা বলেছেন সেটা)
কমলা ফুল!
স্যলাদ ( আমার ছোটবোনের করা)
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার ছোট বোনের সালাদ সাজানো দারুণ হয়েছে!! ওনাকে আমার শুভেচ্ছা জানাবেন!
আর আপনাকে কি আমি কমলা ফুল বানাতে বলেছি?
বলেছিলাম, বান্দরকে গাছে তুলতে !!! আপনি কি কানে খাটো, না পা-গোল !!!
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: এই দেখুন আমার শিল্পকর্ম!! আপনি কমলা দিয়া ফুল বানাইছেন!!
কমলা দিয়া ফুল বানানোই যায়, আমার মত করে বানান দেখি!!!!
৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
আবু শাকিল বলেছেন: তরমুজ দিয়া মনে হয় ভাল শিল্প হয়
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই!!! এটাকে আমরা তরমুজ শিল্প বলব!
৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
ধমনী বলেছেন: যান্ত্রিক ত্রুটিতে ছবি ২ বার এসেছে।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, ছবি পোষ্ট করতে গেলেই এমন সমস্যা হয় এখানে।
৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্লাস হবে অনেক সুন্দর
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: প্লাস-এ কিন্তু আপনার নাম আসেনি, তারমানে প্লাস হয়নি!!
৩৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
ধমনী বলেছেন: আমি সেটার কথাই বলেছি। কিন্তু সেটার কোনো ছবি নেই যে! কিভাবে দেবো?
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: ধমনী বলেছেন: আমি সেটার কথাই বলেছি। কিন্তু সেটার কোনো ছবি নেই যে! কিভাবে দেবো? ---
আমিও সেটার কথাই বলেছি। বান্দর বানান, তাকে গাছে উঠান, তারপর ছবি তোলেন, তারপরে পোষ্ট করেন !!
তা' না পারলে আপনারই গাছে চড়ে তোলা একটা ছবি পোষ্ট করেন!!!
তাহলেইতো বান্দরের গাছে ওঠা ছবি হয়ে যায়!!!
৩৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !!
৩৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
সাহসী সন্তান বলেছেন: এমন কইরা ফডু দিতে কইছে কেডা........?? দেইখা তো টাস্কি খাওনের যোগাড় হইছি? এইসপ ছপি দিয়া পোলা পানগো ভয় ধরানোর লাই পুস্টে মাইনাচ দিমু কইলাম? আজকা সাবধান কইরা দিলাম, পরের বার এমন ভুল চইলতো না!!
তয় কানে কানে কই, পুস্টে কইলাম পিলাচ হাকাইছি!!
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: এমন কইরা ফডু দিয়া দ্যাখলাম কয়জন টাসকি খায় !!!
একবার আমার পোষ্টে মাইনাস দিয়াই দ্যাখেন !!!!
তয় কানে কানে কই, পুস্টে কইলাম পিলাচ হাকাইছি!! --
ভুলভাল কথা কন ক্যরে ভাই, কানে কানে কওন যায় না, কানে মুখে কওন যায়!!!
কইতরি বেগম এক্কেরে টাসকি লাগাইয়া দিছে !!!!
৪০| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বাহ মানুষের মাথায় কত্ত বুদ্ধি।
কিভাবে করে এসব।
আপনাকেও ধন্যবাদ আপা এত সুন্দর কালেকশন আমাদের দেখানোর জন্য।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, এ যেন এক ভাস্কর্য !!! সবার পক্ষেই করা সম্ভব নয়!
অনেক শুভেচ্ছা ফেরদৌসা, ভাল থেক!
৪১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
সাহসী সন্তান বলেছেন: কইতরি বেগম এক্কেরে টাসকি লাগাইয়া দিছে !!!!
-হেতেরে লইয়াতো মুই পুরা দৌঁড়ের উপরে আছি। মোর জানডা পুরাই তেঁজপাতা হইয়া গেছে!
আপু, আপনার বাড়িতে একটা সমস্যার কথা শুনছিলাম। এখন সব কিছু ঠিক-ঠাক আছে তো? আপনি কি এখনও গ্রামের বাড়িতে?
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম,আগেই বুঝলাম কেমন তেজপাতা হইছেন।
আমি ঢাকায় চলে এসেছি ভাই, তখন রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল বলে গ্রামের বাড়ী বেশীদিন থাকা হয় নাই।
আমি শনিবারেই চলে এলাম, সে রাতেই দু'জনার ফাঁশি কার্যকর করা হলো।
ফাঁশি হয়ে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে ভেবেই তাড়াতাড়ি চলে এসেছি।
৪২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
প্রামানিক বলেছেন: ধমনীর মাথায় তাইলে মাটি মুটি কিছু আছে। আমার মাথায় গোবর।
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, অনেক বুদ্ধি আছে আর সেটা কাজেও লাগিয়েছে !!!
৪৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোষ্ট ,অনেক ধন্যবাদ এবং পোষ্টটি প্রিয়তে নিলাম ।
২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও!!!!!
৪৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
ওয়াও........................
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: ইয়ে য়ে য়ে য়ে ------------
৪৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারে ফাঁকি দেয়ার সুযোগ নাই , আমি কিন্তু সত্য সত্যই প্লাস হাকাইছি !!!
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমাকে ফাঁকি দেয়ার সুযোগ নাই কে বললো ???
আমি বোকার হদ্দ !!!!
৪৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ সব চিত্রকর্ম !!!
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!
৪৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ সুন্দর শিল্পকলা ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভাল থাকবেন!
৪৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: মন-মেধা এবং মননের সুন্দর সমাবেশ।। আর যার সংগ্রহ করে শেয়ার করার ইচ্ছে,তারও।।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই !!!
৪৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫
সচেতনহ্যাপী বলেছেন: অবাক করলেন সিরিয়ালে এতো দেরী তারপরও............। ধন্যবাদ।।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১০
কামরুন নাহার বীথি বলেছেন: এসেছেনতো !!! আর চমৎকার মন্তব্যের জন্য এটুকু যে আপনার পাওনা -----!!
৫০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫০
বাংলার ফেসবুক বলেছেন: সব ছবি মনে হয় ফেসবুক থেকে সংগ্রহ। অনেক সুন্দর এবং রুচিশীল ছবি তাই ধন্যবাদ জানাই আগামীতে আরো অন্য ভাল কিছু দিবেন সেই অপেক্ষায়।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপুনি, ফেসবুক থেকেই সংগৃহীত!!
ফেসবুকই বন্ধ হয়ে গেল, আর কোত্থেকে সংগ্রহ করব !!!
অনেক অনেক শুভেচ্ছা ও আমার ব্লগে স্বাগতম !!!
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: শুধু এই ছবিটা আমার এক আফগানী বন্ধু আমাকে পোষ্ট করেছিল!!!
৫১| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৭
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন ছবি ব্লগ।দারুণ ভালো লাগা। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপুনি ++++++++++
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, একে অসাধারনই বলা যায়, কেননা এমনটা সবাই করতে পারে না!
অনেক শুভেচ্ছা ভাই!
৫২| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!
৫৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪
জুন বলেছেন: আমি লেট লতিফ আসলাম লেট করে এই অনাবদ্য পোষ্টখানি দেখতে কামরুন্নাহার বিথী।
খুবই সুন্দর কালেকশন। তবে আমি নিজ চোখে এগুলোর অনেকগুলোই বানাতেও দেখেছি বিশেষ করে বিভিন্ন হোটেলে।
সুন্দর শেয়ার।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, আমিও দেখেছি। এটাকে একটা আর্ট মনে করি আমি!
আমি তাই জমা করেছিলাম এগুলো।
আর আজ শেয়ার করলাম সবার সাথে !!!
৫৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিল্পীর তুলির সামান্য আঁচড়, ছুরি-কাঁচি, মেধা, মনন যে কতটা সৃজনী শক্তির পরিচায়ক, তা’ নিচের এই শিল্পকর্মের ছবিগুলো দেখে কিছুটা ধারনা করা যায়!! সম্পূর্ণ ধারনা পাওয়া, সে শুধু এক অবাক-বিস্ময়! তাঁদের সম্মন্ধে বিস্তারিত কিছু লিখব আমি, আমার মাথায় সে মেধাই নেই!
পোষ্টখানি বেজায় সরস
খানায় কতো শিল্প;
কান্ড দেখে পুরোই বোবা
বোকাও অল্পস্বল্প।
বোকা হলুম এই কারণে
না খেয়ে সব খানা;
আঁকিবুকি শিল্পকর্ম
ছিলো কি সব কানা?
ছোট্ট মাথার ছোট্ট বুদ্ধি
রাগ করোনা মোটে;
একেকটা সব দেখার মতোন
মাষ্টারপিস বটে !!!
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: বোকা হলুম এই কারণে
না খেয়ে সব খানা;
আঁকিবুকি শিল্পকর্ম
ছিলো কি সব কানা? -------
আসলেই বোকা আপনি, এগুলো এমন করে সাজিয়ে, খাবার জন্যই পরিবেশন করা হয়েছে!!
কই ছিলেন আপনি এতদিন?
৫৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!
ছবি দেখেই আমি হয়ে গেলাম কবি।
কালকেই ডলফিন আর কুকুরছানা বানিয়ে ছবি তুলে আমিও তোমাকে দেবো।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, চেষ্টা চলতে থাকুক!!
করতে পারলে ক্রেডিটটা কিন্তু আমার !!!
৫৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
কাবিল বলেছেন: ভাল সংগ্রহ।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!
৫৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন: চমৎকার শেয়ার। ভাল্লাগছে। ++
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!
৫৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা নাহার আপা।
বেশ কিছু দেখা কিছু রয়েছে অদেখাও।
নাইস কালেকশান, ধন্যবাদ জানবেন।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলদা !
কালেকশনে থাকলে পোষ্ট করে দিন এখানে !!
৫৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবাক হলুম ছবি সকল দেখিয়া...
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, অবাক হবার মতই যে!!!
৬০| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর পোস্ট , অবাক করা কিছু ছবি এ গুলি ,
মানুষের মাথা রে বাবা ।
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, মানুষের অসাধ্য কিচ্ছু নেই!!
অনেক শুভেচ্ছা ভাই!
৬১| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
অগ্নি সারথি বলেছেন: দারুন সব ফ্রুট আর্ট। ভাললাগল।
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, দারুন বলেই জমিয়ে রেখেছিলাম,আর আজ তা' শেয়ার করেছি।
অনেক ধন্যবাদ ভাই!
৬২| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
লালপরী বলেছেন: কি চমৎকার ছবি
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: আরে, লালপরী যে, এতদিন পরে!!!!! অনেক অনেক শুভেচ্ছা!!
৬৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: আমি একে বারে মুগ্ধ ।
কন্যা কোথায় তোমার বাড়ী কোথায় তোমার ঘর ।
এত সুন্দর সৃষ্টি দেখে মনটা গেল খানিক বেকে মাথার উপর।
দারুন পোস্ট । অনবদ্য ।অনবদ্য ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: কন্যা কোথায় তোমার বাড়ী কোথায় তোমার ঘর ।
এত সুন্দর সৃষ্টি দেখে মনটা গেল খানিক বেকে মাথার উপর।
-----------
কোথায় পাই আমি এই কন্যাকে!!!! দেখি খুঁজতে বেরোই!!!
৬৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
যাযাবর রাজা বলেছেন: খুব ভাল তবে অবাক করা নয়
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: আমার ছোট্ট একটুখানি মন যে, তাই অবাক হয়েছি!!!!!!
৬৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫২
উল্টা দূরবীন বলেছেন: সব খাবারের ছবি। যে কোন খাবারই আমার কাছে শিল্পের মত লাগে :প
সুন্দর ছবি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, রন্ধনও তো একটা শিল্পই !!!
এখন রন্ধন শিল্পের প্রতিযোগীতা হয় আমাদের দেশে!!
আপনাকেও ধন্যবাদ ভাই!
৬৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪১
মিল্লাত খান বলেছেন: [sbসুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ!
৬৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:
আসলেই বোকা আপনি, এগুলো এমন করে সাজিয়ে, খাবার জন্যই পরিবেশন করা হয়েছে!!
কই ছিলেন আপনি এতদিন?
আমার আর বেঁচে থাকা
আছি বড় কষ্টে;
শায়মাপু পঁচা পঁচা
গালি দেয় পোষ্টে।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: আমার আর বেঁচে থাকা
আছি বড় কষ্টে;
শায়মাপু পঁচা পঁচা
গালি দেয় পোষ্টে। -----
-----
আহারে শায়মাপু এতই পচা? আচ্ছা সমাধান দিচ্ছি----------------
শায়মাপুর বাসায় এই প্যাঁচা পাঠিয়ে দিন, ভয় দেখানোর জন্য!!
ঠিক ভাল হয়ে যাবে শায়মাপু!! আর বকা দিবে না!!
৬৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
রক্তিম দিগন্ত বলেছেন: আহারে তরমুজের ড্রামস সেটটা যদি আমারে কেউ দিত!!!!
নিয়াই রাক্ষসের মত গিল্লা ফালতাম।
আপু, এত এত খাবারের ছবি দেইখা পেটেরও শিল্পকর্মের প্রতি লোভ বাড়ছে। জিভরে ইঙ্গিত দিতেছে খালি।
আপনিই রক্ষা করেন আমারে।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: তাই!!! অপেক্ষা করতে থাকুন! অবসান নিশ্চয়ই হবে!
৬৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আমার আর বেঁচে থাকা
আছি বড় কষ্টে;
শায়মাপু পঁচা পঁচা
গালি দেয় পোষ্টে। -----
-----
আহারে শায়মাপু এতই পচা? আচ্ছা সমাধান দিচ্ছি----------------
শায়মাপুর বাসায় এই প্যাঁচা পাঠিয়ে দিন, ভয় দেখানোর জন্য!!
ঠিক ভাল হয়ে যাবে শায়মাপু!! আর বকা দিবে না!!
তোমার ঐ কথা শোনে
যেই দিনু প্যাঁচা;
চুল টেনে আছড়িয়ে
দিলো কতো ক্যাচা।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: তোমার ঐ কথা শোনে
যেই দিনু প্যাঁচা;
চুল টেনে আছড়িয়ে
দিলো কতো ক্যাচা। ---------
তাই? তাহলে আর সমাধান আমার কাছে নাই!!!
৭০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১
অর্বাচীন পথিক বলেছেন: হায় হায়
এই গুলা কি খাবার জন্য না কি দেখার জন্য আপু ? !
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: দেখেই চোখের তৃষা মেটান আপু!!
৭১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
আরজু পনি বলেছেন:
ভাগ্যিস আমার কন্যা এখন ঘুমাচ্ছে ।
নইলে এই সব ছবি দেখে আমাকে বানানোর জন্যে অস্থির করে ফেলতো ।
কন্যার জন্যে প্রিয়তে নিলাম, কখনো ডিজাইনে কাজে লাগবে হয়তো ।
দারুণ শেয়ার, নিঃসন্দেহে ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু, মামনীর জন্য আদর রইল!!!!!
৭২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
মো: আশিকুজ্জামান বলেছেন: অসাধারণ সব শিল্পকর্ম। আপনার কল্যাণে দেখতে পেলাম। ভাল থাকবেন।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ শুভেচ্ছা ভাই!!
৭৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭
গেম চেঞ্জার বলেছেন: পদচিহ্ণ রেখে গেলাম আপু!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্য হলাম!!!
৭৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
নির্বাসিত_নির্বাক বলেছেন: অসাধারণ শিল্প। ফেসবুকে এক বান্ধবীর পোস্ট দেখে আমি তরমুজ দিয়া কি জানি একটা বানাইতে গেছিলাম.। ঐদিনে বুঝছি আমার দ্বারা এইসব হইবে না.। ভাল্লাগছে আপনার ছবির কালেকশন।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা ------------আমার দ্বারাও এইসব হইবে না! শুধুই দেখানো!!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!
৭৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটি ছবিই অসম্ভব সুন্দর।
এগুলো তো খেতেও কষ্ট লাগবে।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই!!!! অসংখ্য ধন্যবাদ!!!
৭৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
রোমেল রহমান বলেছেন: ছবিগুলো মনমুগ্ধকর। অনেক মাবারকবাদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকেও!!!
৭৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: আমি এতদিন পর দেখলাম...
সব ছবি ই সুন্দর আপু
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভাল থাকবেন!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
প্রামানিক বলেছেন: আমি প্রথম হইছি কালিজিরা ভর্তা দিয়া ভাত দেন। সিরাজগঞ্জের কালিজিরা ভর্তা খায়া জুন আপা পাগল হইছে।