নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ডাঃ ডেভিড লিভিংষ্টোন এর ভাষ্কর্য
দেশটির নাম জাম্বিয়া, শহরটি লিভিংষ্টোন। স্কটল্যান্ড -এর একজন স্বেচ্ছাসেবি ডাক্তার, যিনি জাম্বিয়া এসে সে দেশের উপজাতিদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার জীবনের সবটুকু সময়। সেই জনদরদি ডাক্তারের নাম ডেভিড লিভিংষ্টোন। জাম্বিয়াবা্সী তারই সম্মানে, তার নামানুসারে শহরটির নাম রেখেছেন লিভিংষ্টোন। তার ভাস্কর্য তৈরী করে রেখেছেন সেই শহরে। সেই শহরেই পৃথিবী বিখ্যাত জলপ্রপাত ভিক্টোরীয়া অবস্থিত। অবশ্য ভিক্টোরীয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের উপর দিয়েই বয়ে চলেছে। তার মধ্যে জাম্বিয়া একটি দেশ। ভিক্টোরীয়া জলপ্রপাত বিশ্ব ঐতিহ্য ( ওয়ার্ল্ড হেরিটেজ)।
অতিব দঃখের সঙ্গে জানাচ্ছি, আমার জাম্বিয়া যাওয়া হয়নি এখনও। কর্তা আছেন জাম্বিয়াতে বছর খানেক হয়। তিনি ভিক্টোরীয়া জলপ্রপাতের কিছু ছবি পাঠিয়েছেন। এখন ভিক্টোরীয়া জলপ্রপাত জীর্ণ শীর্ণ। ওখানে বর্ষাকাল থাকবে ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল জুড়ে। তাই এখন এই শীর্ণকায় জলপ্রপাতের ছবিই দেখি আমরা!!
জীর্ণ শীর্ণ ভিক্টোরীয়া জলপ্রপাত
পর্যটকদের দেখার সুবিধার্থে এমন রাস্তা সহ রেলিং করা আছে
ভিউপয়েন্টগুলোতে এমন ছবি তোলা হয়, বহু প্রফেশনাল ক্যামেরাম্যন অপেক্ষায় আছে আপনার ছবি তুলে দেবার জন্য। আশে পাশে বিভিন্ন দোখানে জলপ্রপাতের ছবি্র সিডিও বিক্রি করা হয়! সবার ভাগ্যেইতো আর প্রমত্তা ভিক্টোরীয়া দেখা হয় না! যেমন আমি!!
জামবেজী নদী বয়ে চলেছে ব্রীজের নিচে দিয়ে। এপারে জাম্বিয়া আর নদীর
ওপারে জিম্বাবুয়ে।
এবার আমরা গুগোল মামুর কাছে থেকে ধার করা প্রমোত্তা ভিক্টোরীয়া জলপ্রপাতের ছবি দেখে নয়ন জুরাই!!
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
প্রামানিক বলেছেন: গিফট হোক আর কিছু হোক ছবিগুলো কিন্তু সুন্দর।
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১
কামরুন নাহার বীথি বলেছেন: একটা ওয়ার্ল্ড হেরিটেজ- এর ছবি, ভালো অবশ্যই হবে!!!
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ছবি ব্লগ । এই জলপ্রপাতের বুকে মিশে যেতে ইচ্ছে করছে !!!
শেয়ারে অনেক ধন্যবাদ ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!
এই জলপ্রপাতের বুকে মিশে যেতে ইচ্ছে করছে !!!
ঠিক তাই -------------
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
হাসান বিন নজরুল বলেছেন: ভালো লাগলো
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপনার জন্য!!
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ সুন্দর ছবি গুলো যেতে মন চাচ্ছে।
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, প্রকৃতি সব সময়ই সুন্দর হয়!! অনেক শুভেচ্ছা ভাই!!
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০
সাহসী সন্তান বলেছেন: বীথিপু, বরাবরের মতই মন রাঙানো ছবি আর তার সাথে আপনার বর্ননা মিলিয়ে এক কথায় অসাধারণ! তবে আজকের ছবিতে কোন ফুলের ছবি না থাকায় মন খারাপ করা ইমো হবে! (কইতরি তরফ থেকে)
আপনার কর্তাকে ধন্যবাদ ছবি পাঠানোর জন্য, গুগলকে ধন্যবাদ আপনাকে হেল্পানোর জন্য এবং আপনাকে স্পেশালী থ্যাংস আমাদেরকে এমন একটা ছবি ব্লগ উপহার দেওয়ার জন্য!
ভাল থাকবেন এবং শুভ কামনা জানবেন!
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: কাল বা পরশু আমার বাগানের ফুলের পোষ্ট দেব!
দেখি কইতরি বেগম, কত্তই ফুলে ফুলে সাজে!!!
নভেম্বরে আমার জাম্বিয়া যাবার কথা ছিল।
সাংসারিক অনেক ঝামেলায় যাওয়া আর হলো না।
বিশেষ করে আমার বাগান এলোমেলো করে।
এখন দুঃখে যে মরে যাই, মরে যাই!!!!
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
সাহসী সন্তান বলেছেন: কিরণমালার স্পেশাল ভক্ত বুঝবার পারছি! নইলে মরে যাই, মরে যাই পাইলেন কইত্থন...??
আপনার বাগানের ফুলের পোস্টের অপেক্ষায় থাকলাম! সেই সাথে আপনার বাড়ি যাওয়ার লোকেশানও। কইতরিরে নিয়া আপনার বাগানে একটা ছোট-খাটো ট্যুর দিবার মুঞ্চায়......!! অবশ্য আমাগো বাড়িতেও ফুল বাগান আছে, খালি মালির অভাব এই যা!
১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: কিরণমালার স্পেশাল ভক্ত বুঝবার পারছি! :`< নইলে মরে যাই, মরে যাই পাইলেন কইত্থন...??
আমার বাড়ির বুয়াদের প্রিয় সিরিয়াল, মাঝে মাঝে বাক্যটি কানে আস!!
তয় আফনে শুনলেন কইত্থেন ???
ঠিক আছে আমার বাগান পুরোপুরি রেডী হোক, এটাকে আপনাদের জন্য সুটিং স্পট বানিয়ে দেব!!!
কিছুক্ষণের মধ্যে দু'একটা ছবি দিচ্ছি, (ছবি তুলে আনছি)।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর সুন্দর ছবি ভালো লাগল। ভাল থাকবেন আপা।
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আশিক ভাই!
অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম !!!
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
সাহসী সন্তান বলেছেন: ক্যান আপনে কি মোরে সন্দেহ করতাছেন? আরে নারে আপা না, আমার শোনা ঐ কইতরি মারফত! বাংলাদেশের ক্রিকেট খেলারদিনতো হেতির লগে আমার রিমোট নিয়া বিশ্ব যুদ্ধ বেঁধে যায়! অবশ্য পরবর্তিতে সমাধান হয় লটারির মাধ্যমে! যে জিতবে রিমোট থাকবে তার কাছে.......!! গুপন কথা আরো আছে, তয় খোলা মাঠে কওন যাইতো না! তাছাড়া কইতরি হুনলে শীতের রাতে বাইরে থাকা লাগতে পারে (প্রচন্ড ভয়ের ইমো হবে )
আপনার ফুলের ছবি দেখনের লাই ওয়েটান........!!
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: সাহসী সন্তান বলেছেন: ক্যান আপনে কি মোরে সন্দেহ করতাছেন? ------
অবশ্যই, সন্দেহ করার পেছনে যুক্তিসঙ্গত অনেক অনেক কারণ আছে!!
খোলা ময়দানে আমিও এতকিছু তুলে ধরলাম না!!
যাইহোক এখন আপনাদের সুটিং স্পট দেখাই!!!
এই সিড়ি দিয়ে উপরে উঠবেন আর নামবেন, সাথে গান গাইবেন------
কিছু আগেই হলে ক্ষতি কি ছিল দেখা হলোই যখন,
আরো মধুময় না হয় হতো এ দু'টি জীবন!!
নিচে এমন বাগানে কিছুক্ষন ফুল দেয়া-নেয়া চলবে !!!
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: আরও আকর্ষণ আছে, কইতরি বেগমের জন্য বিশেষ উপহার মেহেদি গাছ!!!
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: ভীষণ সুন্দর।
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!!
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
ফেরদৌসা রুহী বলেছেন: আপা জাম্বিয়া চলে আসেন, সাথে আমাদের এখানেও উঁকি দিয়া যাইয়েন।
জাম্বিয়ার এই জলপ্রপাত দেখি অনেক সুন্দর।
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমার আসা আর হলো কই, এক বছরতো পার হয়ে গেল!!
তুমি যেয়ে ঘুরে আস, তোমার থেকে তো অনেক কাছে!!
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
শাহাদাত হোসেন বলেছেন: মুগ্ধ করার মতো সব ছবি
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
নিমগ্ন বলেছেন: ভীষণ ভীষণ ভাললাগার মতো একটা ফোটোব্লগ। আপুনী ৫ম +
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: ৫ম প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ!!!!
১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জামবেজী নদি কে আমার কাছে নর্দমার মত মনে হয়েছে ।
আমি চমৎকৃত হয়েছি আপনার বাগান দেখে !!!
সাস এর রিপ্লাইয়ে বাগানের রেলিং গাছ ফুলের ছবি না এলে পোস্টে মাইনাস দেয়ার ইচ্ছা ছিল ।
ওহ ! কবিরাজ লিভিং মিয়ার না কার ছবি , ওটা ভাল লেগেছে ।
শুভকামনা জানবেন কাহরুন নামার বীথি ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জামবেজী নদি কে আমার কাছে নর্দমার মত মনে হয়েছে ।
ওদের বর্ষাকালেও কি নর্দমার মত মনে হচ্ছে।
তাই যদি হয় তাহলে চশমার পাওয়ার বদলান!!!
আমি চমৎকৃত হয়েছি আপনার বাগান দেখে !!!
বাগান দেখে চমৎকৃত হবার মত গাছ এখন নেই আমার বাগানে।
অনেক অনেক গাছে মরে গেছে, আমাকে নতুন করে আবার শুরু করতে হচ্ছে!!!
শুভকামনা আপনার জন্যও!!!
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: স্যরি ভাই, আমি আমার মন্তব্য মুছতে যেয়ে আপনার মন্তব্য মুছে ফেলেছি !!
আমি খুব খুব দুঃখিত!!!
১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখতে না পারলে যা হয় আরকি !
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: দেখতে না পারলে একটা ডিলিট করতাম, এখানে দুইটাই ডিলিট করেছি।
স্বিকার করছি আমার অক্ষমতা, কবে- কোন চোখে ডাক্তারের কাছে যেতে হবে বলুন!!!
১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কামরুন নাহার আপার পোস্ট মানেই অমূল্য কিছু ছবির সাক্ষাৎ পাওয়া।
স্কটিশ মিশনারি ডেভিড লিভিংস্টোন সম্পর্কে আগেই কিছু জানা ছিল, কিন্তু জাম্বিয়ায় তার ভাস্কর্য এবং ভিক্টোরিয়া জলপ্রপাতের অমূল্য ছবি দেখে মুগ্ধ হলাম। কর্তার প্রতি কৃতজ্ঞতা।
সেই সাথে আপনাকেও ধন্যবাদ...
আশা করছি, আপনি যখন যাবেন তখন আরও ছবি এবং বর্ণনা পাবো... সেই সাথে ফুলের ছবি
অনেক শুভেচ্ছা.... কামরুন নাহার আপা
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: কর্তার প্রতি কৃতজ্ঞতা।
সেই সাথে আপনাকেও ধন্যবাদ...
আশা করছি, আপনি যখন যাবেন তখন আরও ছবি এবং বর্ণনা পাবো... সেই সাথে ফুলের ছবি ------
হা হা হা ----- আমি মানেই ফুলের ছবি!!! -------ভাল!!
কর্তাকে আপনার শুভেচ্ছা পৌছে দিলাম।
আর আমি গেলে, আপনার বাসনা পূরণ করব ইন শা আল্লাহ্ !!!
অনেক শুভেচ্ছা মইনুল ভাই!!
১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
সুমন কর বলেছেন: দারুণ শেয়ার।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!!!!
১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই মাত্র আমার মনে হল দেখতে না পারলে যা হয় আরকি ! :-
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: এই মাত্র আমার মনে হল দেখতে না পারলে যা হয় আরকি ! --
এইমাত্র মনে হয়নি, আপনি সেই কখন থেকেই একই কথা বলে চলেছেন।
আপনার জন্য সাইকিয়াট্রিষ্ট এর প্রয়োজন !!!!
১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
সাহসী সন্তান বলেছেন: ওয়াও আপু......মোগাম্ব বহুত খুশ হুয়া! আনন্দে তো ব্রেক ড্যান্স দিবার মুঞ্চায়.....!! আপনি স্যুটিং স্পট রেডি রাখেন, খুব তাড়াতাড়ি অভিনেতা এবং অভিনেত্রী দ্বয় আপনার লোকেশনে পৌঁছে যাবে!
ও একটা কথা, এর পর থেকে কোন ছবি ব্লগ পোস্ট করলে সাথে আপনার বাগানের দু'একটা ফুলের ছবি জুড়ে দেবেন? ফুল আমার ব্যাপক ফেভারিট......!! তাছাড়া কইতরির ব্যাপারটাতো বাদই দিলাম! রাখবেন না, আমার কথা......??
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: স্যুটিং স্পট অচিরেই রেডী হয়ে যাচ্ছে, তৈরী থাকুন!!!
আর আমার বাগানের ফুল প্রয়োজন ছাড়া কেন পোষ্ট করব শুনি!!!
পোষ্ট করার মত বহু ছবি আছে আমার ঝুলিতে ।
২০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
আলোরিকা বলেছেন: খুব সুন্দর আপু
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে !
২১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩
গেম চেঞ্জার বলেছেন: বিথী আপু!
জাস্ট ভাললাগার একটি দারুণ ছবি ব্লগ।(তবে অসাধারণ নয়, ফাঁকিবাজি আছে। )
আপনার মাধ্যমে জামবেজি' নদী দেখলাম। কোনদিন যাওয়া হবে যে সে আশা নেই। তবে জিম্বাবুয়ে এর নাম এই নদী থেকে আসতে পারে বলে ভাবছি।
আমি তো ভাবছিলাম জিম নামে কোন লোকের নামকরণে জিম্বাবুয়ে দেশের নামকরণ করা হয়েছে। হাঃ হাঃ
জামবেজী নদি বয়ে চলেছে ব্রীজের নিচে দিয়ে। এপারে জাম্বিয়া আর নদির
ওপারে জিম্বাবুয়ে।
টাইপোঃ নদি < নদী
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
কামরুন নাহার বীথি বলেছেন: তবে অসাধারণ নয়, ফাঁকিবাজি আছে। -------
ফাঁকিবাজি কোথায় পেলেন আপনি, আমার তোলা ছবি নয় তাই????
এখনকার ভিক্টোরীয়ার যা অবস্থা সেটাই দেখিয়েছি!!!
টাইপোঃ বিথী < বীথি
২২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ( দুঃখিত আমার বাকি কমেন্ট আসেনি )
এই মাত্র আমার মনে হল দেখতে না পারলে যা হয় আরকি ! কথাটির ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে ।
আমি আসলে দেখতে না পারা বলতে , ''যারে দেখতে না'রি তার চিরদিন চলন বাকা হয় ।'' দেখতে না'রি মানে অপছন্দ করা । আমি ফান করে এটাই বুঝিয়েছি । যার সাথে দৃষ্টির কোন সম্পর্ক নাই ।
যা আমি ফান করে
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমি আসলে দেখতে না পারা বলতে , ''যারে দেখতে না'রি তার চিরদিন চলন বাকা হয় ।'' --
বালাই ষাট!!! আমি আপনাকে কেন দেখতে পারব না!!!
আপনার সাথে আমার কিসের শত্রুতা !!!!
তবে, একবার শত্রুতা হয়েছিল! এ এ এ এ----- ই, উলটাপালটা শত্রুতা !!!
এখন আর তা' নেই !!!!
২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কথাটা ছিল মুলত ফান ।
এই পোস্টের প্রথম মন্তব্যে আমি আপনার নামটা উলটে পালটে দিয়েছি । আপনি ধরতে পারেন নি ।
আপনি তবে, একবার শত্রুতা হয়েছিল! এ এ এ এ----- ই, উলটাপালটা শত্রুতা !!! বলতে যে উলটাপালটা শত্রুতার কথা বলছেন তা আমি বেশ উপভোগ করেছি । এবং এটাকে সেরা মন্তব্য বলে উল্যেখ করেছিলাম ।
আজকে খারাপ একটা অভিজ্ঞতার সম্মুখিন হলাম ।
আমার ''ফান'' আপনাকে না বুঝাতে পারার দায়ভার একান্তই আমার ।
আমি লজ্জিত, মর্মাহত ও ক্ষমাপ্রার্থী ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: না ভাই, আমি কিন্তু কোন কিছুকেই সিরিয়াসলী নেইনি!!!
আমি যখন আপনার মন্তব্যের জবাব দিয়ে ফেলেছি, তখনই উলটাপালটা ব্যাপারটা নজরে আসলো।
তাই আমার মন্তব্য মুছে নতুন করে লিখব ভেবে ক্লীক করে, ভুলে আপনার মন্তব্যই মুছে ফেলেছি!!!
এটাই মূল ঘটনা!!!! তা' ছাড়া অন্য কিছু নয়!!
২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
কালনী নদী বলেছেন: চমৎকার
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই নদী!!!
২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
মাহমুদ০০৭ বলেছেন: অনেক সুন্দর /। শেয়ার করার জন্য ধন্যবাদ রইল
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
সচেতনহ্যাপী বলেছেন: ভিক্টোরিয়া জলপ্রপাতের যৌবন এবং অসুস্থ রূপ দেখা হলো আপনার কল্যানে।। আর জামবেজীর শীর্নকায়া রূপ দেখে মনে পড়ে গেল সিলেটের খাল,নদীগুলির কথা।। বর্ষাকালে যেগুলি প্রমত্ত রূপ ধারন করতো।।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: ভিক্টোরিয়া জলপ্রপাতের যৌবন এবং অসুস্থ রূপ দেখা হলো আপনার কল্যানে।। আর জামবেজীর শীর্নকায়া রূপ দেখে মনে পড়ে গেল সিলেটের খাল,নদীগুলির কথা।। ------
ঠিক তাই!!! অনেক ধন্যবাদ ভাই!!!
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
ধমনী বলেছেন: কর্তা ভাইকে ধন্যবাদান্তে আপনার লেন্সে ধরা পড়া পরবর্তী সুন্দরের অপেক্ষায় রইলাম।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার অপেক্ষার পালা অচিরেই শেষ হোক!!
২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: তবে অসাধারণ নয়, ফাঁকিবাজি আছে। -------
ফাঁকিবাজি কোথায় পেলেন আপনি, আমার তোলা ছবি নয় তাই????
এখনকার ভিক্টোরীয়ার যা অবস্থা সেটাই দেখিয়েছি!!!
টাইপোঃ বিথী < বীথি
আমি আসলে আপনার বানানটি জানি। ভুল হয়ে গেল।
ফাঁকিবাজি বলেছি কারণ, আরো লেখা দেয়ার আশা ছিল। ছবি + লেখা অনেক কম হয়েছে। ভিক্টোরিয়া, জাম্বেজী নদী নিয়ে আরো লিখতে পারতেন। ঐ যে কাবুল নিয়া ২টি পোস্ট পড়েছিলাম না? ঐগুলো পড়ে চাহিদার পারদ উপরেই থেকে গেছে। হাঃ হাঃ হাঃ
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: ভাইরে, নিজের চোখে দেখলে মনের মাধুরী মিশিয়ে বর্ণনা দেয়া যায়!!
অন্যের ছবিতে পারিনা আমি, বোঝাতে পারলাম কি?
২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮
গেম চেঞ্জার বলেছেন: আরো লেখা দেয়ার আশা ছিল < আরো লেখা পড়ার আশা ছিল
১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: এমন জোকের মত ধইরেন না ভাই, সুপার পোষ্ট ইজ কামিং সুন!!!!
৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
উল্টা দূরবীন বলেছেন: অসম্ভব সুন্দর ছবিব্লগ।
আচ্ছা, এই জলপ্রপাতের জলে ভাসতে ভাসতে কিনারে এসে যদি ইয়ালি বলে নিচে লাফ দেই তাহলে কি মরে যাবো? অন্তত একবার খুব লাফ দিয়ে মিশে যেতে ইচ্ছে করছে জলপ্রপাতের গহীনে।
শুভকামনা রইলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: আচ্ছা, এই জলপ্রপাতের জলে ভাসতে ভাসতে কিনারে এসে যদি ইয়ালি বলে নিচে লাফ দেই তাহলে কি মরে যাবো? অন্তত একবার খুব লাফ দিয়ে মিশে যেতে ইচ্ছে করছে জলপ্রপাতের গহীনে। ---
না না না , একবার লম্ফ দিয়েই দেখুন!!!
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১২
কালনী নদী বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক সুন্দর পাখি, ভাল লেগেছে!!!
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
রিকি বলেছেন: বাহ বাহ আবারও অসাধারণ ছবি ব্লগ
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু!!!
৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
সাহসী সন্তান বলেছেন: পোস্টে ছবি দিবেন কারণ এইটা পাঠকের দাবি! আর ফুলের ছবি না দিলে পোস্টে মাইনাস দিমু না! দেখছেন না লিটন ভাই আগেই হুমকি দিয়া গেছে, আমার মন্তব্যের প্রতিউত্তরে ফুলের ছবি না দিলে পোস্টে মাইনাস দিতো?
এছাড়াও পোস্টে ফুলের ছবি না পাইলে সাঙ্গ-পাঙ্গ আইনা পোস্ট ভাংচুর করাম না (হুমকি).....??
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলের ছবি না দিলে পোস্টে মাইনাস দিমু না! --------
ব্যস, মিটে গেল !!! ফুলের ছবি দিলাম না!!!
এছাড়াও পোস্টে ফুলের ছবি না পাইলে সাঙ্গ-পাঙ্গ আইনা পোস্ট ভাংচুর করাম না (হুমকি).....?? ----
আহা, মামলাতো মিটলো না!!!!
৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: জলপ্রপাতের ছবিগুলো সুন্দর। আপনার ফুলের বাগানও খুব সুন্দর।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, আমার ফুলের বাগানের ছবি দেব শীঘ্রই !!
৩৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, দারুণ লাগল আপনার ছবি ব্লগ। তা আপনি একবার জাম্বিয়া ঘুরে আসছেন না কেন??
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: জাম্বিয়া যেয়ে ঘুরে আসবার ইচ্ছে আছে ভাই, দেখা যাক কবে যাওয়া যায়!!!
৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ছবি
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!
৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন একটি পোস্ট।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু !!!
৩৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
বাবুই পািখ বলেছেন: বর্ণনা সহ খুব সুন্দর ছবি. গতকাল আমি আফ্রিকার এক দেশে রাস্তার পাশে এই ছবি তুলেছি ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: কৃষ্ণচুড়া !!! আফ্রিকায় !!! আশ্চর্য্য!!! ভাল লাগল!!!!
৩৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
আবু শাকিল বলেছেন: ভিক্টোরিয়া জলপ্রপাতের ছবি গুলা জীর্ণ -শীর্ণ হলেও দেখতে ভাল লাগছিল।
প্রকৃতি সব সময় চির-যৌবনা।
ধন্যবাদ আপু
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!
৪০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
চৌধুরী ইপ্তি বলেছেন: ওয়াও!! কি নাইস!! আপু ছবিগুলো কে গিফট করছে? (মৃদু হাসির ইমো পাচ্ছি না)
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: কে গিফট করেছে, আপু তুমি বোঝনি????!!!!!!
৪১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
সাহসী সন্তান বলেছেন: মামলা পোক্ত করণের ধান্দা করতাছেন নাকি.....?? নাহঃ আজকাল হুমকিতে কেও ভয় পায় না ক্যারে.......??
বুঝছি, গেটআপ চেঞ্জ করণ লাগবো! আপু, তখন কিন্তু দন্ডায়মান থাকবার পারবেন না (এইটাও হুমকি হিসাবে নিবার পারেন )
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: হুমকি, হুমকি-ধমকি, আহঃ ভয়ে যে আমি কম্বলের মধ্যে ঢুকেই গেলাম!!!
কাল সকালে আবার দেখা হবে---------------- বা----ই!!!
৪২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
কালনী নদী বলেছেন: |ছবিটার যে লিঙ্ক থেকে পেয়েছি।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: ওই লিংক থেকে সুন্দর একটা ছবি পেলাম!!!
৪৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কালনী নদী বলেছেন: ছবিটা যে লিঙ্ক থেকে পেয়েছি
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: আরেকটা-------------------
৪৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
সাহসী সন্তান বলেছেন: তাইলে আজকের মত ছাইড়া দিলাম!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: এহ !!! আমি কম্বলে ঢুকে আছি, তাই বলে কি কথা বন্ধ রেখেছি?????
ফুলের স্বপ্ন দেখতে থাকুন!!!
৪৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
সাহসী সন্তান বলেছেন: গান মনে পড়ছে আপু,
ঘুমিয়ে থাকো গো সজনী, ফুলেরও বিছানায়.........!!
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, গাইতে থাকুন! ফুল পছন্দ হয়েছেতো ?????
৪৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১
সাহসী সন্তান বলেছেন: বীথিপুর দেওয়া ফুল, আমার পছন্দ না হয়ে কি পারে? তাছাড়া এইটা কইতরি জানবার পারলে আমারে আচ্ছা মত......! থাক কইলাম না......!
অনেক ভাল লাগছে আপনার ফুল গুলো পেয়ে! অনেক অনেক ধন্যবাদ!
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: কইতরি বেগমের হাত ধরে এর মাঝে গাইতে থাকুন,"দেখা এক খোয়াব তু -----------!"
৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
কিরমানী লিটন বলেছেন: নন্দন মুগ্ধতার দারুণ সব ছবির সমারোহ- সত্যিই অসাধারণ,অনেক অভিবাদন প্রিয় বীথি আপুকে- একঝাক ভালোলাগার ঝলক চোখের সামনে তুলে ধরার জন্য, শুভকামনা জানবেন,অ নে ক ...
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: দারুন কাব্যিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাই!!!!!
ভাল থাকবেন সব সময়!!!
৪৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: আপনার জন্য
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা ভাই!!!!
৪৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে... যাইতে মুঞ্চায় আপনি তো যে কোনদিন বেড়িয়ে আসবেন, কিন্তু আমাদের মত গরীবদের কি হপে?
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনাদের মত গরীবরা আমার চেয়ে বেশী বেড়ান!!!
(আমার কর্তা দেশে এসেছেন গত কালকেই। আপনার কাশ্মীর পোষ্ট সব পড়ে শোনালাম!!! ওনার মন্তব্য, "এনাদের সাথে যোগাযোগ করে দেখ, একবার চল ঘুরে আসি।"
৫০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
দুর্বার ২২ বলেছেন: তথ্যটি জেনে ভাল লাগল
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো।