![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
গত ১লা জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলার মেয়াদ আর বাড়ানো না হলে, তা’ চলবে জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত। আমাদের, শের এ বাংলা নগরবাসীদের অবরুদ্ধ করে রেখেছে এই বানিজ্য মেলা। কোনদিক দিয়েই বেরোতে পারি না আমরা, ১৫ মিনিটের পথ পেরোতে আমাদের দেড় থেকে দু’ঘন্টাও লেগে যায়। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আরো ভয়াবহ অবস্থা! পুরো ঢাকাবাসীই যেন এই বানিজ্য মেলায়। খুব বেশী হলে ৪০% লোক যায় কেনাকাটা করতে, বাকিরা যায় শুধু আড্ডা দিতে। দলে দলে মেলা ফেরৎ লোকেদের মধ্যে দু’একজনার হাতে কিছু ব্যাগ দেখা যায়।
রাস্তা-ঘাটে এত লোকের যাতায়াত দেখে একদিন সকাল দশটার মধ্যে ঢুকেছিলাম বানিজ্য মেলায়, কর্মদিবসে। ছুটির দিনের ভিড়ের ভয়ে ওমুখো হইনি। মেলায় ঢুকে কেনার মত কিছু আর খুঁজে পাইনি। শুধু থাইল্যন্ডের ষ্টল থেকে কয়েকটা ব্রোচপিন কিনলাম। অলিম্পিক বিস্কিটের ষ্টলের ছবি দেখে লোভ হচ্ছিল। চীনাবাদামের ভিতরে সাজানো রয়েছে গোল গোল সুন্দর বিস্কিট। এক কার্টুন কিনে নিয়ে চলে এলাম। খেতে কী যে মজা ------ !!! ঘুরে ঘুরে কিছুক্ষণ কাটিয়ে চলে এসেছি।
------------------------------------মেলার টাওয়ার
------------------------------------মার্কস সামগ্রী।
পেঙ্গুইনগুলো দেখতে খুব ভাল লাগছিল, তাই এতগুলো ছবি তুললাম!!
------------------------------থাইল্যান্ডের ষ্টল। শেষে রাজা-রাণীর শুভেচ্ছা।
---------------------------------------------------------------হাতিল ফার্নিচার।
----------------------------------------------------------------নদিয়া ফার্নিচার।
---------------------------------------------------------------পার্টেক্স ফার্নিচার।
-----------------------------------------------------------ঢুকতেই কিয়ামের ষ্টল
----------------------------------------------------------------অলিম্পিক বিস্কিট।
----------------------------------------------------------পাশেই কোকোলা নুডুলস
--------------------------------------------------------------বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
এশিয়ান টেক্সটাইল, এ যুগের ষ্টাইল!! সামনে গোলাপি রঙের ফোয়ারা।
--------------------------------------------------------ইগলু আইসক্রিম।
-----------------------------------------------শীতকালীন ফুলের সমাহার।
---------------------------------আমি বেরিয়ে আসছি, সবাই ঢুকছে তখন।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: হুম , সব ভিড়ভাট্টা এড়িয়ে একটুখানি মেলায় ঘুরে এলাম।
প্রতিদিন এই মহা জ্যাম যজ্ঞ পার হয়েই ঘরে ফিরতে হয়! রাত ১১: ৪০ ৫০ বেজে যায়!!!
আপনিও আমার মতই ভুক্তভোগী!!! আসলেই খুব কষ্ট হয়!
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল আপনার ছবি ব্লগ। তারি সাথে দেখা ও হয়ে গেল বানিজ্য মেলার লোক।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: তারি সাথে দেখা ও হয়ে গেল বানিজ্য মেলার লোক। ---
পরিচিত কোন মুখ খুঁজে পেলেন কী?
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
নিমগ্ন বলেছেন: দারুণ দারুণ!!
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে, অাপু!
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পোস্টে এ ++++
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
সাথিয়া বলেছেন: সুন্দর ছবিতে মেলা দেখা হলো
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা, মেলা দেখা হনি এখনও?
আর দু'দিন পরেইতো শেষ হয়ে যাবে!
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
ফেরদৌসা রুহী বলেছেন: আপনি নিরবে ঘুরে এসেছেন, ভাল কাজ করেছেন। ৩টার পর থেকেই ভিড় বাড়তে থাকে।
গতবছর মেলা শুরুর দিকে একবার গিয়েছিলাম, এরপর তো দেশের অবস্থা খারাপ হয়ে গেল, আর যাইনি।
ছবিগুলি দেখে ভাল লাগছে।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: আমি গেলে সকালেই যাই, বিকেল হলেই ভিড় বেড়ে যায়।
ভিড় সইতে পারি না আমি।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ছবি গুলো। ধন্যবাদ আপু
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও!!
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বহু বছর বানিজ্যমেলায় যাই না। অনেক অনেক ধন্যবাদ আপু, মেলার ছবিগুলোর জন্য। আগের চাইতে স্টলের সজ্জা অনেক অনেক উন্নত হয়েছে, দেখে ভালো লাগলো।
+++
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, আগের চাইতে স্টলের সজ্জা অনেক অনেক উন্নত হয়েছে কিন্তু ব্যবস্থা জগাখিচুড়ি হয়েছে!
এক দেশের ষ্টলে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের জিনিসে ভর্তি।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: হাহাহা..ভালো ছবি তুলেছেন। আমি গিয়েছিলাম দুপুরের পর -- প্রচুর লোক.........ছবি তেমন তুলতে পারিনি !!
যাক আপনার ছবিগুলো দেখে নিলাম....
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার চেয়ে আমার মাথায় বুদ্ধি বেশি আছে দেখলেনতো!!
ভিড় হবার আগেই আমি বেরিয়ে এসেছি!
ছবিও তুলতে পেরেছি, আর যেটুকুই কিনেছি, প্রথম কাষ্টমার!!
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
নীলসাধু বলেছেন: বাহ। দারুণ এক ঝলকে দেখা হয়ে গেল।
আমি বহুদন এ মেলায় যাইনা। যাওয়া হয়না। সামনে বইমেলা বলে তাই নিয়েই সময় কাটে। যাইহোক এবার আপনার চোখেই ঘুরে দেখা হয়ে গেল।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নীলদা!!
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪
ধমনী বলেছেন: কেবল ব্রোচপিনের কাস্টমার পেলে মেলা তো জাতে উঠবে!
বিস্কুট ও আইসক্রিমের স্টলের ডিজাইন বেশ আকর্ষণীয়।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: কেন ব্রোচপিনের কাস্টমার কি বনেদী কাস্টমার??
মেলার সব ষ্টলগুলোই মোটামুটি আকর্ষণীয়!!!
দেখে আসুন।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২০
মনিরা সুলতানা বলেছেন: বাহ মেলার স্টল গুলো তো অনেক সুন্দর
আপনার কল্যানে ঘড়ে বসে মেলায় ঘুরলাম ধন্যবাদ আপু
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: আপু আপনি বৈদেশী না হলে দেখে আসুন, এখনও তিনদিন সময় আছে!!
অনেক শুভেচ্ছা আপু!
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকেও ভাই!
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
সাহসী সন্তান বলেছেন: আমার জন্য এটা অবশ্য আজকের হবে না, হবে গত কালকের! তো গতকালকের ঢাকার চিত্রটা তাইলে এই ছিল? আপু গতকালকের ঢাকাতে কি কোন যানজট ছিল না? নাকি আপনার সামনে পড়িনি? আহরে যানজটের একটা ছবিকে বড্ড মিস করছি! আমার মনে হয় ঐ ছবিটা থাকলে ছবি ব্লগটা একদম পূর্ণাঙ্গ রুপ পেতো!
আপনার ছবি ব্লগটা অনেক ভাল লাগলো! শুভ কামনা জানবেন!
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: যানজট অবশ্যই ছিল। কিন্তু সেটার ছবি তুলতে কোন বাড়ীর ছাদ অথবা ফুট ওভার ব্রীজ দরকার হয় আমার। মেলার আশেপাশে কোন ফুট ওভার ব্রীজ নেই। তাই আপনার শখের যানজটের ছবি দেখাতে পারলাম না বলে দুঃখিত আমি!
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছবিতে মেলা দেখিয়ে ভালো করেছেন, কামরুন নাহার আপা
এবার যাবো যাবো করেও যাওয়া হয় নি।
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: এখনও শেষ হয়ে যায়নি। আজ শুক্রবারেই ঘুরে আসুন!!
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
আবু শাকিল বলেছেন: স্টল গুলি সুন্দর করে সাজিয়েছে।মেলায় যাওয়া হয়নি।মেলাকে এখানেই দেখে নিলাম।
ধন্যবাদ।
আপু আপনার ব্লগ বাড়িতে বেড়াতে আসলাম।মেলা থেকে
চীনাবাদামের ভিতরে সাজানো রয়েছে গোল গোল সুন্দর বিস্কিট দিয়ে আপ্যায়ন করবেন না
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: দেখা হয়নি। এখনও তিনদিন সময় আছে, ঘুরে আসুন মেলাতে।
আপু আপনার ব্লগ বাড়িতে বেড়াতে আসলাম।মেলা থেকে
চীনাবাদামের ভিতরে সাজানো রয়েছে গোল গোল সুন্দর বিস্কিট দিয়ে আপ্যায়ন করবেন না --
কেন করব না এক কার্টুন বিস্কিট কি আজই খেয়ে শেষ করেছি!!
এক প্যাকেট দিয়ে দিলাম, একাই বসে বসে খান!!
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
জুন বলেছেন: এই একটা রেকর্ড করলাম এ বছর ট্রেড ফেয়ারে না গিয়ে ।
এর প্রতিষ্ঠালগ্ন থেকে যাই নি এমন কোন বছর নাই কামরুন্নাহার বিথী
আপনার দেয়া ছবিগুলো দেখে দুধের স্বাদ ঘোলে মেটালাম
গতবারের সিলম টি এর স্টল আমার মুপাইলে
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: তাই? আমি মাঝে মধ্যে যাই। আমি ভিড়ের মধ্যে স্বাচ্ছন্দ বোধ করি না।
তাই গেলেও সকালে যাই, দেখা যায় দোকানীরা সবে দোকান ঝারামোছা শুরু করেছে!
আপু আপনার তোলা ছবিটাও খুব সুন্দর।
আমার সব ছবিই মুপাইলে তোলা B
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঝুনাপা....! আপনি এবারের মেলায় না গিয়ে সমগ্র মেলাদারকে অপমানিত করেছেন... ইহা আমরা সহ্য করতে পারি না। আপনি যেখানেই থাকুন অতিসত্ত্বর মেলায় এসে হাজির হোন এবং বিগত বছরের নিয়ম রক্ষা করেন। এ আমার ওয়াদা... না মানে... আপনার ওয়াদা!
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
ডি মুন বলেছেন:
যাওয়া হয়নি
আপনার পোস্টের কল্যাণে সুন্দর সুন্দর স্টলের ছবিগুলো দেখে ভালো লাগল।
ধন্যবাদ
ভালো থাকা হোক
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
কামরুন নাহার বীথি বলেছেন: যাওয়া হয়নি তো কি? আজই চলে যান!
তিনদিন সময় হাতে আছে এখনও!!
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
-সাইরাস বলেছেন: মেলায় যাবো যাবো ভাবছি । ছবিগুলো দেখে আর ভাবাভাবি নাই, আজকালই একটা ঢু দেব নিশ্চিত !
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা হ্যা, আর দেরী নয়। এক্ষুনী চলে যান!!
অনেক শুভেচ্ছা ভাই!
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কামরুন নাহা আফা!!! আর কেমনে যাই! এত দ্রুত পিলান কইরা যাওনের মতো তাকত আমার নাই!
ঝুনাপা....! আপনি এবারের মেলায় না গিয়ে সমগ্র মেলাদারকে অপমানিত করেছেন... ইহা আমরা সহ্য করতে পারি না। আপনি যেখানেই থাকুন অতিসত্ত্বর মেলায় এসে হাজির হোন এবং বিগত বছরের নিয়ম রক্ষা করেন। এ আমার ওয়াদা... না মানে... আপনার ওয়াদা!
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০
কামরুন নাহার বীথি বলেছেন: তাইলে আর কি হইল!!! তিন দিনের মধ্যেও পিলান করা সম্ভব না!!!
এত তাড়াতাড়ী কি যৌবনের তাকত শ্যাষ????
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
আমিই মিসির আলী বলেছেন: অনেক সুন্দর ছবি তুলেন তো!
বিস্কিট কাহিনী এমন করে না লিখলেও পারতেন!
মানুষ শুধু লোভ লাগায়
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: বিস্কিট কাহিনী এমন করে না লিখলেও পারতেন!
মানুষ শুধু লোভ লাগায় -------
মিথ্যে অভিযোগের তীব্র প্রতিবাদ জানাই!!!
আমি কি শুধু লোভই লাগিয়েছি, খেতেও দিয়েছি ।
শাকিল ভাই জীবন্ত সাক্ষী!!!
অনেক ধন্যবাদ ভাই, সেই সাথে স্বাগতম আমার ব্লগবাড়ীতে!!
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২
বনমহুয়া বলেছেন: দারুন পোস্ট। আমাদের যাওয়া হয়নি নানা ব্যাস্ততায়। আমি আর পার্থ কাল যাবো।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভালভাবে বেড়িয়ে আসুন!
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯
অন্ধবিন্দু বলেছেন:
বাণিজ্য মেলায় যাওয়া তো সম্ভব নয়। আপনার ছবি-ব্লগে ঘুড়ে ঘুড়ে দেখে নিলুম। খুব বেশী হলে ৪০% লোক যায় কেনাকাটা করতে, বাকিরা যায় শুধু আড্ডা দিতে। হাহ হাহ। এই দেখ তো, এমনি করে ঘরের কথা পরের কাছে বলে দিলে হবে!
খাবার/নাস্তা পানির দামপত্র নিয়ে অভিযোগ শুনি। আপনার অভিমত কি ?
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: বাণিজ্য মেলায় যাওয়া তো সম্ভব নয়। আপনার ছবি-ব্লগে ঘুড়ে ঘুড়ে দেখে নিলুম। ----
কেন, আপনি কি বৈদেশী ভাই ?
, এমনি করে ঘরের কথা পরের কাছে বলে দিলে হবে! ---
মনের দুঃখে বলেছি ভাই!! আগারগাও, শ্যামলী এলাকা দিয়ে রাত ১২ টায়ও ভিড়ের চাপে চলাচল করা যায় না!
ফিরছে সবাই, তবে দু'একজনার হাতে কিছু হয়তো আছে,আর সবাই শুণ্য হাতে।
হ্যা ভাই খাবার/নাস্তা পানির দামপত্র নিয়ে অভিযোগ সব সত্যি। দু'চার জন বন্ধু অথবা পরিবার নিয়ে হালকা কিছু খাবেন, ৫।৬ হাজার টাকা বেরিয়ে যাবে। আর খাবারে মান?
ধানমন্ডি স্টার কাবাবে সেদিন যেয়ে দেখলাম, বড় বড় করে লেখা আছে "বানিজ্য মেলায় আমাদের কোন ষ্টল নাই "- বুঝুন এবার!!
২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: আমার জন্য গতকালের ঢাকা !! হা হা
মেলায় দেখার জন্য অভিনব সাজের দোকানগুলোই যথেষ্ট । আর আপনি তা ক্যামেরা বাঁধাই করে নিয়ে এসেছেন । ভাল লেগেছে ছবিগুলো ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: হোকনা গতকালের, একদিনে কি এমন অশুদ্ধ হলো!
হাতে একটা সেলফোন থাকলে যে শুধুই ক্লিকবাজী করতে মন চায়।
২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
তার আর পর নেই… বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে।
মেলা আমার ভাল্লাগেনা। ভীড়, মানুষজনের চাপাচাপি অসহ্য লাগে। পুরো জীবনে আমি এক কি দুবার মেলায় গেছি।
২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমারও ভাল্লাগেনা। তাই ভিড় হবার আগেই যেয়ে ঘুরে এসেছি!
২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
মোঃ এস. আর. শাকিল বলেছেন: খুব ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!!
২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শেষ প্রশ্নের উত্তর হলো: কথা সইত্য
আর কত!
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: আর কত!!!!
২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
অগ্নি সারথি বলেছেন: ঢাকায় নেই তাই আপনার চোখে ফিরিতে বানিজ্য মেলা দেখে নিলুম। ধইন্যাপাতা লন।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: ধইন্যাপাতা আপনার জন্যও!!!
৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
সায়েম মুন বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। আপনি তাহলে নিরিবিলি দেখে এসেছেন।
আমি গতকাল অফিস থেকে ফেরার পথে রাস্তায় জ্যাম দেখে গাড়ী থেকে নেমে মেলায় ঢুকে পড়েছিলাম। দুই বছর পর মেলাতে ঢুকা হলো। কেনার মত তেমন কিছু পাইনি। মেলায় ঢুকে খালি হাতে আসবো এই ভেবে একটা ব্লেজার আর প্রাণের কিছু কুরুত মুরুত কিনে ঘন্টা তিনেক কাটিয়ে বাসায় এসেছি। এবার একটা জিনিস দেখে ভাল লেগেছে "সুন্দরবন ইকোপার্ক" নামের কৃত্রিম পার্কটা মেলায় বানানো। এটা দেশের ট্যুরিজমকে প্রমোট করার জন্য কিছুটা হলেও কাজে দিবে।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালই ঘোরাঘুরি করেছেন।
একমাত্র আপনাকেই পেলাম, যিনি মেলায় গিয়েছিলেন!
"সুন্দরবন ইকোপার্ক" -আমি দেখিনি।
৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো দারুণ। বিনেপয়সায় মেলাভ্রমণ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
কামরুন নাহার বীথি বলেছেন: বিনেপয়সায় নিয়ে গেলাম তাই, ভাইয়েরাতো আর নিয়ে যাবে না!!
৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বড় আপাদের দায়িত্ব এইটা।
আমরা শূন্যযুক্ত পকেট নিয়ে আপাদের পিছনে দাঁড়ায় থাকবো। আর এটা সেটা ওটা খাবো।
৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: বড় আপারাতো প্রাচীনপন্থী!! ছোট ভাইয়েরা হালের খাবার দাবার কিনে এনে খাওয়াবে!!!
তারপরে না বলবে," আপা তোকে সেদিন যে খাবার খাইয়েছিলাম, ওটা তুই আমাকে খাওয়াবি!! চল যাই বানিজ্য মেলাতে ষ্টল আছে ওদের!!" --
৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: খাউ দাউ মুটা হউ
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: আমি কি এত্তকিছু খাব, আমি শুধু চাপাতি রুটি আর সব্জি খাই!!!
এগুলো যে খায়, সেই চট করে এনে হাজির করেছে!!
৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: আপনি জামাত পরিচালিত ইসলামি ব্যাংক বাংলাদেশের ছবি দিয়েছেন কেন?
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: জামাত পরিচালিত ইসলামি ব্যাংক, বাংলাদেশের ট্রেড ফেয়ারে স্থান দেয় কে?
আরো আছে, একসময় পাকিস্তানি পণ্য বর্জনের শ্লোগান উঠেছিল, কিন্তু প্রতিবারই বানিজ্যমেলায় অন্তত তিন চারটে ষ্টল দেবার পারমিশন দেয় কে?------ জাতিকে এই প্রশ্নের জবাব আদায় করে দিন!
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু আপনার কথা শুনে আমার এক্সপ্রেশন
একদিনে বেশি খাওয়িোন কনার সামর্থ্য নেই।
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: বাহ, দারুন এক্সপ্রেশন!!! বেশি বেশি খেলে চেহারা এমনই হয়!!!!
৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: জাতির কাছে কেমনে কী আদায় করুম? আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র আমার প্রতিবাদ। আন্তর্জাতিক কূটনীতিতে কোন এফেক্ট ফেলার ক্ষমতা নাই। শুধু পারি ফাকিস্তানি পণ্য বর্জন করতে, ইসলামি ব্যাংকের সাথে লেনদেন না করতে, তাদের পরিচালিত সংগঠনের প্রচার না করতে...ইত্যাদি। তা আফা, খালি ইসলামি ব্যাংকের ছবি দিলেন কেন? কয়েকটা ফাকিস্তানী স্টলের ছবিও দিতেন, তাইলে মন ভরতো। ওকা খুদাপেজ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমিওতো এই জাতিরই একজন!!
কেন যেন আমি পাকিস্তানের ষ্টলের ছবিই তুলি নাই।
৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: বাণিজ্য মেলায় এই পর্যন্ত একবারই গিয়েছি। আশা করছি সেটাই আমার শেষ যাওয়া হয়ে থাকবে। কেন যেন এই বাণিজ্য মেলায় যাওয়ার প্রতি আমার কোনো রকমের আগ্রহই জাগে না।
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমি অবশ্য বাসায় কেউ বেড়াতে এলে তাদের সাথে যাই।
ঢাকার বাইরে যারা থাকেন, তাদের শখ থাকে বানিজ্যমেলা দেখবার।
৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
আমি তুমি আমরা বলেছেন: সুযোগ করে যেতে হবে। ছবি ব্লগে ভাল লাগা রইল
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: আর মাত্র একদিন ------
৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
আমি তুমি আমরা বলেছেন: কামরুন নাহার বীথি
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছি: ৪৯টি
মন্তব্য করেছি: ২৪৬৮টি
মন্তব্য পেয়েছি: ২৫৬১টি
ব্লগ লিখেছি: ১ বছর ৫ ঘন্টা
অনুসরণ করছি: ৭৭ জন
অনুসরণ করছে: ১৪৩ জন
সামুতে দেখি আপনার এক বছর হয়ে গেল।প্রথম বর্ষপূর্তির অভিনন্দন
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার চোখেই প্রথম পড়ল, আমার এক বছর হয়ে গেছে!!!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!
৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
জাদিদ বলেছেন: বানিজ্য মেলায় একদিনই গিয়েছিলাম বাধ্য হয়ে।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, অনেক সময় বাধ্য হয়েও যেতে হয়!! অনুরোধে ঢেঁকি গেলা!!!
৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
আরণ্যক রাখাল বলেছেন: আনটি, আপনি ইস্লামি ব্যাংকের ছবি দিলেন ক্যান। টাকা জমা রাখছেন নাকি? হায় হায় আপনারে ভাল করছিলাম। ইস্লামি ব্যাংকের প্রচারের দায়িত্বে আছেন?
আমি আজ একটা কবি ছাগুকে ডিটেক্ট করলাম!
আল মাহমুদ আপনার গুরু?
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: আমি যা দেখেছি সেটারই ছবি তুলেছি। সাথে বঙ্গবন্ধু বাংলাদেশও আছে!!!
এটা নিয়ে যদি এমন বলা হয়, ঠিক আছে ডিলিট করে দিলাম!!!
৪২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
আরণ্যক রাখাল বলেছেন: এতদিন লতাপাতা লিখতেন, আজ ইস্লামি ব্যাংক দিলেন। তারপর বলবেন, রাজাকারের বিচার হইতেছে না। কাহিনী এইতাই
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: আমি রাজনীতি নিয়ে কিছু বলি না, ধন্যবাদ!!
৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
একটাই ধূমকেতু বলেছেন: বঙ্গবন্ধু ও বাংলাদেশ এর পরেই ইসলামিক ব্যাংকের ছবি। কীভাবে পারেন ম্যান! আর অন্য ব্লগাররাও বা কেন কিছু বললো না? আপনার পোস্টে জুতা রেটিং দেয়া উচিত।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে!!
৪৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
ধমনী বলেছেন: জাতে ওঠা মানে অধঃপাতে যাওয়া!
হঠাৎ মোবাইলে ছবি তোলা শুরু করলেন?
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: এখন মোবাইল ছবি তোলার জন্যও যে!!!
৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
ইনকগনিটো বলেছেন: যাক ছবি সরাইছেন তাইলে একটা।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
কামরুন নাহার বীথি বলেছেন: হুমম--------------
৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
হাসান মাহবুব বলেছেন: আমি যা দেখেছি সেটারই ছবি তুলেছি। সাথে বঙ্গবন্ধু বাংলাদেশও আছে!!!
কিসের সাথে কিসের তুলনা করেন? ব্যালান্স করেন, না? অবশ্য ব্যালান্স বা দাঁড়িপাল্লা খুবই ভালো একটা বস্তু। ধরেন গিয়া এক পাল্লায় ছাগলের বিষ্ঠা আর এক পাল্লায় দেশের মানচিত্র, কী চমৎকার দেখা গেলো! হাহাহা!
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: না রে ভাই , আমি এটাই বলেছি যে যা চোখে পড়েছে সেটারই ছবি তুলেছিলাম।
আরো তো কত দোকানপাটের ছবি আছে, কোনটা যে কার তাতো আমিও জানি না!!!
এর বেশী তেমন কিছু না!!!
৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: সাথে বঙ্গবন্ধু বাংলাদেশও রাখছেন তাইলে? মাশাল্লাহ!
ব্যালেন্স করে পোস্ট! চরম উদাস একটা কথা বলেছিল, পোস্ট এমন হবে যাতে আম্লিগ/ বাম্লিগ/ জামাত/ হেফাজত সবাই খুশী থাকে। পোস্টে সবার উপস্থিতি কাম্য!
আপনার জন্য একটা লেখা, পড়ে ফেলুন-
নূড়া ডাক্তারের আয়না
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: আসলে লতা-পাতা নিয়ে লেখা ছাড়া আমার মাথায় আর কিছু নাই!!!
আমি ঘরকুনো একজন মানুষ।
কারো সাথে মিশতেও জানি না, কথাও বলতে জানি না।
৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: এইটাও পড়েন-
রাজার আজব বিচার- একটি ইরানি উপকথা
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: ওকে----------
৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
প্লাবন২০০৩ বলেছেন: যাক, এবার মেলায় যাইনি বলে মনে একটা আফসোস ছিল। আপুর কল্যানে তা কেটে গেল।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেকদিন পরে আমার ব্লগে এলেন। ভাল আছেন ভাই?
৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ একটি ছবি ব্লগ বীথি আপু!!
তবে বাকরুদ্ধ না হয়ে পারলাম না। ২ ১ জন ফেভারিট ব্লগার এর আচরণ দেখে।
ইসলামি ব্যাংকের ছবি থাকায় আগে আমি কিছু না বলে চলে গিয়েছিলাম। কারণ আমি যদি নিজেই এ বিষয়ে শুরু করে থাকি তবে অইটা নিয়া ত্যানা প্যাচান হবে। এখন ত আমি দেখছি যা হবার আশংকায় কমেন্ট করা বাদ দিয়েছিলাম সেটাই হলো।
প্রথমত আপু, আপনার এই পিক টা দেয়া ঠিক হয়নাই। কারন সবাই জানে এর কি কাহিনি।
দ্বিতীয়ত, আমি সহব্লগার হিসেবে নিকটতর ব্যাক্তি হিসেবেই দেখি। আমি হামা এবং রাখাল ভাইয়ের নিকট থেকে এতটা এক্সট্রিম আচরণ আশা করি নি। প্রটেস্ট অবশ্যি করতেন। তাই বলে, ব্লগ এ উনার এমন কোন আচরণ কি পেয়েছেন যা ছাগুবান্ধব ছিল??
হুট করে এভাবে চরমপন্থা গ্রহণ আমি মেনে নিতে পারছি না।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: থাক না ওসব, ভুল আমারই!!
তবে আপনি বুঝিয়ে বললে, ছবিটা প্রথমেই ডিলিট করে দিতাম!!
ভাল থাকবেন!!
৫১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
ধমনী বলেছেন: গেম ভাইয়ের সাথে সহমত।
একই সাথে বর্ষপূর্তির শুভেচ্ছা।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ!!
৫২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা আপা
ভাল থাকুন, আনন্দে থাকুন।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ফেরদৌসা!!!
৫৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ছবি ব্লগ।শুধু এখান হতেই (মেলায় না গিয়ে) মজা নিলাম
৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!
৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
চোখের কাঁটা বলেছেন: বীথিপু, খুবই চমৎকার একটা ছবি ব্লগ! তবে বেশ কয়েকটা মন্তব্য পড়ে খুবই অবাক হয়ে গেলাম। ভাবতেও অবাক লাগে এরাই আবার সার্টিফিকেট ধারী নামকরা ব্লগার। আমার মনে হয় যারা ভাল আর মন্দের তফাৎ বুঝতে পারে না তাদের ব্লগিং না করাই ভাল। একজন ব্যক্তি যদি তার নিজের শখ মিটানোর জন্য ছবি তোলে আর ভুল ক্রমে সেই ছবির মধ্যে একটা খারাপ ছবি এসেই যায় তাহলে সেটার বিরুদ্ধে এতটা রিএ্যাক্ট করার কি কারণ আছে তাতো বুঝতে পারছি না? সেটাতো খারাপ ভাবে না বলে ভাল ভাবেও বুঝানো যায়?
একজন ব্যক্তি ইসলামী ব্যাংক কিংবা এমন কোন বস্তুর ছবি উঠালো যেটা বর্তমান বাংলাদেশে অত্যন্ত বিতর্কিত বিষয়। তার মানে তো এই না যে সে জামাত সিবিরের সংশ্লিষ্ট ব্যক্তি? আর সেই বস্তুটা যদি এতই খারাপ হয় তাহলে তার অবস্থানটা এই দেশে আছে কেন? সরকারি ভাবে তার সকল কার্যক্রম তো বন্ধ করে দিলে হয়? তাছাড়া যারা সেই জিনিসটার বিরোধীতা করছে তারা কি উক্ত জিনিসটাকে নিজেদের চোখ দিয়ে কোন দিনই দেখেনি? কিংবা তার পাশ দিয়েকি তারা হাটে না?
বাথরুম একটা নোংরা জায়গা, কিন্তু তারপরেও সেখানে কিন্তু দৈনিক আমাদের যাওয়া পড়ে? এখন বাথরুম একটা নোংরা কিংবা খারাপ জায়গা বলে কি সেখানে যাওয়া আমরা বন্ধ করে দেবো? মানলাম এই পোস্টে ভুলক্রমে হোক কিংবা ইচ্ছাকৃত ভাবে হোক ইসলামী ব্যাংকের একটা ছবি এসে পড়েছে। কিন্তু তার মানে কি এটাই যে লেখক ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে গিয়েছিলেন? তাছাড়া আর একটা বিষয় হলো, আমি আমার পোস্টে আমার বাথরুমের কমোডের ছবি পোস্ট করে রাখবো। তাতে আপনাদের কি? ভাল লাগলে দেখবেন, না লাগলে চোখ বুজে থাকবেন! আর না হলে পারলে ভাল ভাবে বুঝাবেন! কিন্তু তাই বলে তো নোংরা ভাষা ব্যবহার করতে পারেন না?
আমি একটা জিনিস খুব ভাল ভাবে লক্ষ করেছি, আমরা ইন্টারনেট ওপেন করে আধুনিক বাংলা চটি পড়তে পরি কিন্তু যখনই এমন কোন বিষয় সামনে চলে আসে; তখন সেই চটি পড়া বন্ধ করে ভাল মানুষের বেশ ধরি। ভাবটা এমন যেন আমার মত ফেরেস্তা লেভেলের লোক আর এই জগতে নেই! আসলে এই ধরনের ব্যক্তিরাই হলো শয়তানের ভাইরাভাই! এরা এক একটা ভাল মানুষের মুখোশে আটকে থাকা জাদরেলি শয়তান।
বীথিপু, আপনার পোস্টের কিছু মন্তব্যের খাতিরে হয়তো অশ্লীল ভাষা ব্যবহার করেছি। দয়া করে কিছু মনে করবেন না? আসলে কিছু কিছু ক্ষেত্রে নিজের ব্যালেন্স ঠিক রাখা যায় না!
আপনি ভাল থাকবেন! আর বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন! লিখতে থাকুন মন খুলে! তবে আপাতত বিতর্কিত বিষয় গুলোকে এড়িয়ে যাওয়াই ভাল হবে। শুভ ব্লগিং!
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
কামরুন নাহার বীথি বলেছেন: ওটা ছিল শুধুই একটা ছবি, এটি যে বিতর্কের জন্ম দেবে, তা' আমি বুঝে উঠতে পারিনি!!!
৪০ জন বন্ধু মন্তব্য করে গেছেন, কেউ যদি একটুও ইংগিত করতেন আমাকে, আমি বুঝতাম!!
যা হোক,ভাল থাকবেন আপনারা সবাই!!!
৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
চোখের কাঁটা বলেছেন: বীথিপু যে ছবিটা নিয়ে মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা আমি আগেই দেখেছিলাম। কিন্তু সত্যি বলতে আমি একটুও ভাবিনি যে, ঐ সামান্য বিষয়টা নিয়ে এতটা বিতর্কের সৃষ্টিহতে পারে! তাও আবার এমন কারো কাছ থেকে যাদের কে আমরা ব্লগের আইকন ভাবি। দেখেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের পাক বাহিনীর অনেক কূকির্তির ছবি আমাদের অনেকের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপে পুষে রাখি! সেগুলো আবার আমাদের পরবর্তি প্রজন্মদেরকে দেখিয়ে দেখিয়ে বলি-
দেখ এই জায়গাতে মেলেটারিরা ঘাটি গড়ে ছিল। এই জায়গাতে তারা উমুক উমুক মেয়েকে ধর্ষণ করেছিল ইত্যাদী ইত্যাদী! এখন আপনি বলেন, উক্ত ছবি গুলো দেখা আমাদের জন্য কি ঠিক? কেন আমরা পাকিদের কূকির্তির ছবি দেখবো, আর অন্যকে দেখাবো?
ইংরেজ আমলে আমাদের দেশে অনেক নামকরা জমিদার ছিল যারা প্রজাদের উপর জুলুম নির্যাতন করতো। আজ তারা হয়তো আর বেঁচে নেই। আছে তাদেরই হাতে গড়া কিছু বাড়ির ধ্বংসাবশেষ। যেখানে তারা অনেক খারাপ কাজ করতো। অথচ দেখেন আমরাই কিন্তু আবার নিজেদের পকেটের টাকা খরচ করে সেগুলোকে দেখতে যাই! কেন যাই? নিশ্চই ভাল লাগে সেজন্যই তো যাই? উদাহরণ সরুপ-
জমিদার ভগবত সিং নামক একজন ব্যক্তি উক্ত কামরার মধ্যে সদ্য বিবাহিত মেয়ে কিংবা অবিবাহিত সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে উক্ত প্রাসাদে আটকে রেখে ধর্ষণ করতো! এখন বলেন, এই ছবিটা যে আমার কাছে আছে সেটা কি অন্যায়?
মূল বিষয়টা হলো আমাদের দৃষ্টি ভঙ্গিকে চেঞ্জ করতে হবে! দুধের মধ্যে কোন চেনা নেই, কিন্তু আমরা যদি চুলকিয়ে ঘা করার মত করে বলি যে এই দুধটা নষ্ট এর মধ্যে চেনা আছে। তাহলে আমার ধারনাটাই কি ঠিক হবে? একটা জিনিস কি জানেন, আমাদেরই চারপাশে ঘুরতে থাকা এমন কিছু মানুষ আছে যাদের চোখে সিল মোহর মারা। তারা ভালোর মধ্যেও খারাপ কিছু আবিষ্কার করতে পারে! এদের দৃষ্টিভঙ্গী কোনদিনই চেঞ্জ হবে না। সুতরাং আমার পরামর্শ হলো, আপনি তাদের দিকে না তাকিয়ে নিজের স্বভাব সুলভ ব্লগিং করুন! কথায় আছে না-
"নিজে ঠিক থাকলেই হলো! কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না!"
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল থাকবেন, দোয়া করবেন আজকের ঘটনা যেন চিরদিন মনে থাকে আমার!!!
৫৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
ধমনী বলেছেন: ওটা ছিল শুধুই একটা ছবি, এটি যে বিতর্কের জন্ম দেবে, তা' আমি বুঝে উঠতে পারিনি!!!
--- বোঝার দরকার ছিল কী!! ছবি তো ছবিই।
যা হোক, সবাই এক রকম মানসিকতার হবে না। ঐ ব্যাংকের বিজ্ঞাপন এখনও বহু পত্রিকার পাতায়। আপনার একটি নির্দোষ ছবিতে যদি দু'চার জনের সমস্যা হয়, সেটাকে অনাকাঙ্ক্ষিত হিসেবেই ধরে নিন। মনোকষ্ট নিবেন না।
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন!!
৫৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফাকিস্তানরে আমিও মনেপ্রাণে আন্তরিকতার সাথে ঘৃণা করি। শুধু তাই না, অন্যকেও উৎসাহিত করি।
কিন্তু সবসময় তো ঘৃণা করার কথা আমিও ভুলে যাই.... তবে কি আমি চাগু?
ব্লগে ক্যাচাল নাই... কৃত্রিম উপায়ে ক্যাচাল বানানো... হাসলাম।
যারা এসব করছেন, তারা অহেতুক নিজেদেরকে হাস্যকর করে তুলছেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: মইনুল ভাই,আপনিতো এখানে পুরোনো আর প্রতিষ্ঠিত ব্লগার।
আপনি জানেন ক্যাচাল কিসে হয়।
আমাকে একটু আভাস দিতে পারতেন!!
৫৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোস্টে কয়েকজন ব্লগারের মন্তব্যে দৃষ্টি আকর্ষিত হয়েছে। ইসলামী ব্যাংক কাদের প্রতিষ্ঠান এই বিষয়ে আমরা সকলেই জানি। সেই দল বা প্রতিষ্ঠানটির প্রতি সাধারন মানুষের যে বিরুপ মনোভাব তাও অপ্রকাশ্য নয়। কেউ যদি সেই প্রতিষ্ঠানের ব্যাপারে বাড়তি কোন প্রতিবেদন করেন তখন আমি আমার নিজের আদর্শগত অবস্থান থেকে আপত্তি জানাবো।
তবে একজন ভ্রমন ব্লগার বা ছবি ব্লগার হিসেবে আমরা যখন কোথাও বেড়াতে যাবো বা কোন জায়গার ছবি তুলে সকলের সাথে শেয়ার করব, তখন আমাদের চেষ্টা থাকতে হবে সম্ভাব্য বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে গিয়ে একটি সার্বজনীন ধারা বজায় রাখতে।
সহব্লগার হিসেবে আমি মনে করি, আপনি ইসলামি ব্যাংকের ছবি দিলে সেটার তাৎপর্য কি হতে পারে, সেই সম্পর্কে পুরো অবগত ছিলেন না নন। আপনি শুধু মাত্র ভ্রমনের প্রেক্ষাপট থেকেই ছবি দিয়েছেন। ব্লগে মোটামুটি বিচরন করলেই এই বিষয়গুলো পরিষ্কার হবার কথা। তথাপি, এই প্রেক্ষাপট থেকেই যদি কেউ কাউকে কোন অযাচিত মতাদর্শের অনুসারী হিসেবে ট্যাগ দেয় তাহলে সেটা দুঃখজনক।
আমরা সহব্লগারদের কাছ থেকে পারষ্পরিক সৌহাদ্যবোধ আরো আশা করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যত্রতত্র অযাচিত ট্যাগ মুল ট্যাগের পেছনে যে গভীর ক্ষোভ লুকিয়ে আছে তা নষ্ট করে।
যারা দায়িত্ববান ব্লগার হিসেবে পরিচিত, তাদের কাছে আমরা দায়িত্বশীল ভুমিকাই আশা করি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, বিতর্কের জন্ম দেবে বুঝতে পারিনি!!
কিন্ত তবুও আমি ভুল স্বীকার করে সাথে সাথে ছবিটা মুছে দিয়ছি!!
আপনার উপস্থিতিই আমার কাম্য ছিল!!
৫৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: ব্লগিং করার সময় অনেক কিছু এড়িয়ে যেতে হয়। তারপরেও মনের অজান্তেই হয়তো কিছু পোষ্ট হয়ে যায়। বীথি আপা এটা ইচ্ছা করে করেন নাই অনেক ছবি তুলেছেন সেখান থেকেই হয় তো ছাবি ধারাবাহিকভাবে পোষ্ট করেছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, আপনি বুঝেছেন, সবাই কি তাই বোঝে!!
দেখতে সুন্দর দেখাচ্ছিল, তাই ছবি তোলা!!
যা হোক, মনে থাকবে আমার!!
৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
সুন্দর সব ছবিতে না-দেখা বানিজ্যমেলা দেখা হয়ে গেলো ।
আপনার বছর পূর্ত্তির শুভেচ্ছা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, আমার কষ্টগুলো মুছে দিলেন আপনি!!
সহব্লগারদের কাছ থেকে এটাইতো চাওয়া!!!
ভাল থাকবেন!!!
৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
-দীপু বলেছেন: ছবিটা মুছে দেয়ায় আপনাকে সাধুবাদ জানাই । ছাগু সমাজ, ছাগু ব্যাংক, ছাগু কালচার সর্বত্রই পরিত্যাজ্য ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!!
৬২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
রোমেল রহমান বলেছেন: অনেক মোবারকবাদ আপনাকে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ!
৬৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
মাটিরময়না বলেছেন: চমৎকার হইছে আপা। ছবিগুলো বেশ। আমার তো সুযোগ নেই তাই ছবি দেখেই মন ভরাই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ময়না! যেখানেই থাক ভাল থেক!!
৬৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
মেজদা বলেছেন: আজ একই ঝামেলায় আমার মেয়েও পরেছিল। যাম আর যাম। কি যে করি। ঢাকা ছেড়ে চলে যেতে হবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, এ ছাড়া আর উপায় নেই!! অনেক শুভেচ্ছা মেজদা!!
৬৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৭
ভ্রমরের ডানা বলেছেন: মেলায় গিয়েছিলাম। সবকিছুই ভাল ছিল। খালি ওই হাজি না পাজী বিরানির দোকানটি ছাড়া। একভদ্রলোক কে আমার সামনে ফকির করে দিয়েছে। এক প্লেট বিরানি নাকি ৫০০ টাকা। হা হা হা।। পোষ্টে ভাল লাগা রইল আপু। ছবি তোলার মুন্সিয়ানা অসাধারণ ছিল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: এমন অভিজ্ঞতা আমাদেরও হয়েছিল, তাই কান ধরেছি চিপস আর আইসক্রিম ছাড়া আর কিছুই মেলাতে খাব না!!
৬৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
গেম চেঞ্জার বলেছেন: কেমন আছেন আপু? আপনার পোস্টের খোঁজে ঢুঁ মেরে গেলাম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: আছি ভাই আলহামদুলিল্লাহ্, বেশ ব্যস্ত আছি!!!
দেখি একটা ফুলের ছবি হয়তো পোষ্ট করব! আপনি ভাল?
৬৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
গেম চেঞ্জার বলেছেন: হুঁ। ভালই.. ব্যস্ততাও উপভোগ্য। সো.. কিপ ইট আপ। (অলসো)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, ব্যস্ততাও উপভোগ্য!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো (ভির, হৈ হট্টগোল ) সবাইকে ফাঁকি দীয়ে আরামসে মেলা দেখে আসলেন!
আপনার সাথৈ সাথৈ আমাদেরও দেখা হয়ে গেল!
যদিও প্রতিদিন এই মহা জ্যাম যজ্ঞ পার হয়েই ঘরে ফিরতে হয়! রাত ১১: ৪০ ৫০ বেজে যায়!!! তখন যে কি রাগ হয়
অব্যবস্থাপনার জন্যই জ্যাম বেশি হয়! কি আর করা!!! আম ভুক্তভূগি কেবলই ভুগে যাই!!!