নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
আজকের বিষয়, বই মেলা - আমাদের প্রাণের মেলা!
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না --------------
------------------------------------------------------আবুল বরকত চত্বর
-------------------------------------------------------ডঃ মোহাম্ম শহীদুল্লাহ্ চত্বর
বাংলা একাডেমী চত্বরের বাগানের ফুলের ছবি পোষ্ট করছিঃ
---------------------------------------------গোলাপ
---------------------------------------- ফ্লক্স বাগান
----------------------------------------------ডায়ান্থাস- এর বন যেন
----------------------------------------------ভার্বিনা বনে এলাম।
-------------------------------------------------ডালিয়া
-------------------------------------------------- আরেকটা গোলাপ
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
স্মৃতির এলবাম থেকে ----৬ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ---- ৫ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে -----৪ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ----- ৩ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে -----২ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ----- ১ (ফটোব্লগ)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আপু ...
আপনার সৌজন্যে বীনা ধূলায় দারুন করে বই মেলা ঘুরে এলাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপু, এটা কিন্তু আমার স্মৃতি থেকে নেয়া! ২০১২ সালের বইমেলার ছবি!!!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
শামছুল ইসলাম বলেছেন: আপনার ফিলসফিটা ভাল লেগেছেঃ
//ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার। //
একুশের বইমেলা নিয়ে ছবি ব্লগ - চমৎকার হয়েছে।
ভাল থাকুন। সবসময়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: এবার বইমেলায় এখনও যাওয়া হয় নাই!!
তাই স্মৃতি থেকে নেয়া ছবিগুলো পোষ্ট করলাম।
অনেক ধন্যবাদ ভাই!!
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
ধমনী বলেছেন: স্মৃতিতে নিয়ে গেলেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, এটাইতো আমার কাজ!!!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
ভালো লাগলো স্মৃতি রোমন্থনের ছবি সাথে ফুলের গন্ধও পেলুম ।
চলতি প্রানের মেলা ছবি দেখবো কবে ?
শুভেচ্ছান্তে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: চলতি প্রানের মেলার ছবি অচিরেই তুলব ভাবছি।
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
আমি তুমি আমরা বলেছেন: সবগুলো ছবি কি ২০১২ সালের?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, সবগুলোতেই তারিখ দেয়া আছে, একই দিনে তুলেছিলাম!!!
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
ধমনী বলেছেন: হুম, এটাইতো আমার কাজ!!!
-- এতদিন পরপর পোস্ট দিলে আগেরটাও স্মৃতি হয়ে যায়!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই। বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করছি।
তার ওপর মনটাও খুব একটা ভাল নেই!!!
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি! ২০১২ সালের ছবি অথচ দেখে মনে হয় কালকের তোলা। ধন্যবাদ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: ছবিতো সব সময় আনকোড়াই থাকে!!!
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
আরণ্যক রাখাল বলেছেন: আমিতো ভাবছিলাম মউদুদির ছবি দিবেন
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
সোহানী বলেছেন: আহ্ কি যে মিস করছি.... আগে বাবা যেতেন তারপর আমি সহ এরপর আমার ছেলে সহ ৩ বংশধর.... আহ্ এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করে....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু!!
দেশে থাকলে চলে আসুন একদিন বইমেলায়।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০
ধমনী বলেছেন: ব্যস্ত থাকলে তো মন খারাপ রাখার সুযোগ কম থাকে।
সুখ দুখ একান্ত নিজস্ব অনুভূতি। কারো কথা/ আচরণে প্রভাবিত হলে অন্তর্গত সুখ নষ্ট হয়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: কারো কথা/ আচরণে প্রভাবিত হলে অন্তর্গত সুখ নষ্ট হয়। ---
ভাল বলেছেন ভাই!! জীবনে সুখ থাকলে দুঃখ আসবেই, প্রকৃতির নিয়মেই।
এর মাঝেই ভাল থাকার চেষ্টা করি।
ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য!
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: ২০১২ সালের বই মেলার ছবি দেখে ভালো লেগেছে আপা।
এবারের বই মেলার ছবিও দেখতে চাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: দোয়া কোরো, সময় হলে , সুস্থ থাকলে অবশ্যই যাব!!!
ভাল থেক!
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২২
রক্তিম দিগন্ত বলেছেন: এইবার মেলায় যাওয়া হবে না। ছবিগুলো দেখে গতবারের কথা মনে পড়লো।
ছবিগুলোও এত জীবিত যে, চোখের সামনে ভাসছে সব কিছু।
আপনি খারাপ!!!
নিজে স্মৃতিকাতর হইবেন ভালা কথা - মানুষরেও করেন ক্যারে????
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি খারাপ!!! (
নিজে স্মৃতিকাতর হইবেন ভালা কথা - মানুষরেও করেন ক্যারে????
আমার ভাললাগা - খারাপ লাগা, সুখ - দুঃখ যদি আপনাদের সাথে শেয়ারই না করলাম, তাহলে কিসের ব্লগবন্ধু আমরা!!!
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১
জুন বলেছেন:
চমৎকার ছবি ব্লগ কামরুন্নাহার বিথী ।
এবার জাননি আপা ? এবার গেলে ছবি দিবেন অবশ্যই । অপেক্ষায় থাকলাম ।
+
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: না আপু, এবার এখনও যাওয়া হয়নি।
আর গেলেও , ছবি হয়তো পোষ্ট করব আরো তিন বছর পরে !
২০১২ -এর পরেও বই মেলায় গিয়েছি, কিন্তু ছবি পোষ্ট করা হয়নি!!
ভাল থাকবেন আপু!
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩
সুমন কর বলেছেন: আমাদের প্রাণের মেলার ছবিগুলো ভালো হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!!
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার সব ছবি তুলেছেন। আপনার ক্যামেরা সেন্স ভালো।
ধন্যবাদ কামরুন নাহার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!!
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
গেম চেঞ্জার বলেছেন: আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
আপনি তাই করুন। প্রফেশনালিজমের কাজ সবসময় দেখতেই হবে এইরকম বাধ্যবাধকতা আছে নাকি?
অনেক ভাল লেগেছে এই ছবিব্লগটিও। +
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: প্রফেশনালিজমের কাজ সবসময় দেখতেই হবে এইরকম বাধ্যবাধকতা আছে নাকি? -------
নেই? না থাকলেই আমার মত আনাড়ির তা' জন্য ভাল!!!
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বাংলা একাডেমী ছবি ব্লগ । ছবিগুলো সুন্দর এসেছে । বিশেষ করে ফুলের ছবি ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!! ফুলের ছবিতো সুন্দর হবেই!!
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই!!!!!
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ আপা। অপনার তোলা ছবি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার আন্তরিক মন্তব্যের জন্য!!!
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
বনমহুয়া বলেছেন: আপনার ক্যামেরায় বইমেলা অনেক ভালো লাগলো। বইমেলা থেকে অনেক দূরে আছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!!
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফুলের সাথে বইমেলার যুগল বন্দি ভালো লাগল।
+ আপু।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
বিজন রয় বলেছেন: ++
সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
জসিম বলেছেন: ছবিগুলো খুবই চমৎকার.
বইমেলার স্মৃতি ভালো লাগলো.
ধন্যবাদ.
ভালো থাকুন.