নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অদ্ভূদ এই মানুষ!!!

কানাই স্যার

আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G

কানাই স্যার › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া আরেকবার হেরে গেলেন

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

বেগম জিয়া আরেকবার হেরে গেলেন
বেগম জিয়ার ছোট সন্তানের মৃত্যুতে যখন মাননীয় প্রধানমন্ত্রী সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে তাকে দেখতে গেলেন। তখন তার সহযোগীরা যে নাটকের অবতারণা করলেন। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে গেটের বাইরে পাঁচ মিনিট দার করিয়ে রেখে ফিরে আসতে বাধ্য করলেন তাতে কি সত্যিই বেগম জিয়ার আদৌ সায় ছিল? তাদের কথা অনুযায়ীই বলা যায়, ছিল না। কেননা তাদের কথা অনুযায়ী বেগম জিয়া তখন ইনজেকশনের প্রভাবে ঘুমচ্ছিলেন। অথচ এর দায়টা বেগম জিয়াকেই নিতে হবে। পরবর্তীতে যখন বলা হল বেগম জিয়া ঘুম থেকে জেগে যখন জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন তখন তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এটাও তাদের কৃত কর্মের সাথে যায় না। তার কারণ হল; তর্কের খাতিরে যদি ধরেও নেই বেগম জিয়াকে সে সময় ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। তথাপিও মাননীয় প্রধানমন্ত্রী তার ঘর পর্যন্ত যেতেই পারতেন। মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থিত নেতারা এবং বেগম জিয়ার পরিবারের লোকজন এসে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে যেতে পারতেন। তারা তা করেননি। এর কারণ হয়ত একটিই। তার ছেলে বা বিএনপির ঘারে চেপে বসা সিন্দবাদের ভুতেরা চাননি মাননীয় প্রধানমন্ত্রী এবং বেগম জিয়ার মধ্যকার তিক্ততার অবসান হোক। যেমনটি তারা চাননি বেগম জিয়া নিয়মতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আরেকবার আপোষহীন নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হোক

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

নিলু বলেছেন: কথাগুলি ভেবে দেখা দরকার , লিখে যান

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

অ িনর্বাি চত বলেছেন: অ্াইনশৃঙ্খণা বাহিনী খালেদার ঘর পর্যন্ত যেতে পারলে খালেদার ঘরে কি কি জিনিষ আছে তা ভিডিও করে প্রচার করে দিত। কারন এর আগে টেলিফোন সংলাপ ফাস করে দিয়েছিলেন। খালেদা জিয়া তো কাউকে দাওয়াত দেননি যে, আমাকে দেখতে আস। নাটক তারাই করেছে যারা ওখানে গিয়ে সমাবেদনা প্রকাশের নামে নোংরা রাজনীতি করছেন। এখন তো আবার যেতে পারেন। খালেদার হারার কিছু না্ই।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

মাঘের নীল আকাশ বলেছেন: লেখাটা কপি-পেস্ট মনে হচ্ছে!

View this link

সামুতে জীবনের প্রথম পোস্টটা চুরি কইরা দিলেন....ব্লগারদের এত আবাল ভাবেন কেন?
B:-) B:-) B:-) B:-) =p~ =p~ =p~

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: প্রধানমন্ত্রীর প্রটোকল স্টাফ যে যোগাযোগ করেছিল তা নিশ্চিত করেছেন শিমুল বিশ্বাস। শিমুল খালেদা জিয়ার ঘুমানোর তথ্য জানানোর পরেও প্রেসে তা জানিয়ে টিভি ক্যামেরার মহাড়া দিয়ে প্রধানমন্ত্রীর যাওয়াটা কতটা নাটক, কতটা ভন্ডামি তা একজন বাকশালী বুঝবে না।

যে খালেদার নাম শুনলে হাসিনা সাপের মত হিসহিস করতে থাকেন, নানান ইতর বিশেষনে ডাকেন, তারেক জিয়াকে জানোয়ার বলে সংসদে বসে অভিহিত করেন, জিয়াকে দুবেলা পাকিস্তানের চর বলে বাঁকা হাসেন, তার পক্ষে সান্ত্বনা দেয়া নয়, স্রেফ নাটকই করার কথা ছিল, সেটাই করেছেন।

আর খালেদা জিয়াকে ইট-বালুর গাড়ি ও তালা মেরে অফিসে বন্দী রাখার নোংরা ও অমানবিক এপিসোডতো এখনও শেষ হয়নি!

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

দ্যা আহমেদ মামুন বলেছেন: কাল যদি খালেদা জিয়া নিলর্জ্জর মত দেখা করত?
তার ডাকে ঘর ছেড়ে গিয়ে যে মায়ের সন্তানেরা গুম বা খুন হয়েছে তাদের অভিসাপ থেকে কে মুক্তি দিত।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

খোচা বাবা বলেছেন: বিএনপি চলছে এখন পল্টিবাজদের নেতৃত্বে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.