![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
মানুষের অতি পরিচিত একটা আবেগ হলো লজ্জা। তিরস্কারে যেমন লজ্জা পায় মানুষ তেমনি প্রশংসাতেও। পছন্দের মানুষ প্রশংসা করলো আর কেউ লজ্জা পেলো। এতই লজ্জা পেলো যে লজ্জায় লাল হয়ে গেলো। কিন্তু কখনো কি ভেবেছেন লজ্জার রঙ লাল কেন? মানে, লজ্জা পেলে মানুষ অন্য কোনো রঙের না হয়ে কেবল লালই হয় কেন? এর পেছনে রয়েছে বিজ্ঞান।
মানুষের শরীরে নানা ধরনের গ্রন্থি রয়েছে, যা থেকে পরিমাণ মতো হরমোন বা গ্রন্থিরস বেরোনোর ফলে শরীরের বিভিন্ন অংশগুলো ঠিকমত কাজ করে। এমনই এক হরমোনের নাম অ্যাড্রিনালিন। লজ্জা বা রাগের সময় শরীরে অ্যাডরিনালিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়। অ্যাড্রিনালিন হৃদপিণ্ডের গতি, রক্তপ্রবাহের গতি এবং রক্তচাপ বাড়িয়ে দেয়।
মজার ব্যাপার হলো, অ্যাড্রিনালিন শরীরের সব জায়গার রক্তনালীকে সংকুচিত করে, কিন্তু কেবল মুখের চামড়ার নীচে থাকা রক্তজালিকাগুলোর উপর এর কোনো প্রভাব নেই। অন্য রক্তনালীগুলো সংকুচিত হবার সঙ্গে সঙ্গে মুখে রক্তজালিকাগুলোর রক্তপ্রবাহ ও রক্তচাপ বেড়ে যায়। অর্থাৎ মুখের রক্তজালিকাগুলো গাল, কপাল, থুতনি, ঘাড় এবং কানের কাছে ছড়িয়ে থাকায় এসব জায়গায় রক্ত চলাচল একটু বেশীই বেড়ে যায়। রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে রক্তের চাপও বেড়ে যায়। আর এ কারণেই মুখের রঙ লাল বা গোলাপি দেখায়।
বড়দের তুলনায় ছোটদের এবং ছেলেদের তুলনায় মেয়েদের তুলনামূলক আবেগ বেশী থাকে। তুলনামূলকভাবে ছোটরা এবং মেয়েরা লজ্জা বা রাগে বেশী লাল হয়। লজ্জায় লাল হয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষ নয়, বরং আমাদের রক্ত আর রক্তের হরমোন দায়ী। অনেকে আবার ভয় পেলেও লাল হয়ে যায়। এরও কারণ সেই একই হরমোন।
২| ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: লজ্জায় লাল হয় ঠিকাছে!
কিন্তু ভয় পেলেতো জানি ফ্যাকাসে হয়ে যায়! বা সাহিত্য রস মিশলে কুকড়ে নীল হয়ে যায় টাইপ পেয়েছি!
লালতো পাই নি ভায়া! বরং রেগে গেলে লাল বরং ঠিকাছে!
এ বিষয়ে আলোকপাত করবেন কি?
৩| ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৫২
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: লজ্জাতে লাল... :!>
রাগে লাল
ভয়ে লাল (লাল ভয়ের ইমো হপে)
বিদ্রোহী ভৃগু ভাই এর প্রশ্নের উত্তর আশা করছি
৪| ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৩
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: লজ্জাতে লাল :!>
রাগে লাল
ভয়ে লাল (লাল ভয়ের ইমো হপে)
বিদ্রোহী ভৃগু ভাই এর প্রশ্নের উত্তর আশা করছি
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৫ বিকাল ৪:০৯
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: যাক একটা নতুন তথ্য পেলাম