![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
অবশেষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে। এই ব্যাপারে মুখ খুলেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, আজ সকালে ভারতের মেঘালয় থেকে ফোন করে আমাকে জানানো হয় সালাহউদ্দিন আহমেদ সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, তাকে চোখ বেধে নিমহ্যান্স (ন্যাশনাল এনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স) হাসপাতালেফেলে রেখে আসা হয়েছে বলে জানান তিনি। এদিকে ফোনে সালাহউদ্দিন আরও বলেন, আমি বেচেঁ আছি। সবার দোয়ায় ভাল আছি।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪
নবীউল করিম বলেছেন: এই ফোনালাপ যদি সত্যি হয় এবং ঐ পারে যদি সত্যিই সালাউদ্দিন কথা বলে থাকে ও যদি সে ঠিক ঠিক ভারতের কোনও রাজ্যে থাকে তবে আমি এটা মনে কোরতেই পারি যেঃ
১- এই পর্যন্ত যতগুলো গায়েব করার ঘটনা ঘটেছে,তার সব গুলার সাথে ভারত সরকারের সরাসরি যোগাযোগ আছে।
২- বাংলাদেশ সরকারের হাতে দেশ শাসনের কোনও ক্ষমতা নাই।
৩- বর্তমান সরকার শুধুমাত্র একটা অগনতান্ত্রিক এবং বেআইনি ও অসংভিধানিক সরকারই না,শ্রেফ একটা পুতুল সরকার!যেটা অনেক বেশী খারাপ ও ভয়ঙ্কর।
৪- আমরা কাগজে কলমে স্বাধীন কিন্তু বাস্তবে পরাধীন।