![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
সৌদি আরবে রাইফ বাদওয়ানি নামের এক ব্লগারের এক হাজার বেত্রাঘাত ও ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই দণ্ড নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার পরও এ দণ্ডাদেশ অব্যাহত রাখা হল।
গত জানুয়ারিতে বাদওয়ানিকে জেদ্দার একটি মসজিদের বাইরে প্রকাশ্যে ৫০ বার বেত্রাঘাত করা হয়। বেত্রাঘাতের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে সৌদিআরব।
পরে অবশ্য তাকে আর বেত্রাঘাত করা হয়নি। প্রতি শুক্রবার বেত্রাঘাত করার কথা থাকলেও তিনি শারীরিকভাবে সুস্থ নন এমন কথা বলে তার শাস্তি স্থগিত করা হয়।
ইলেকট্রনিক মাধ্যমে ইসলামকে ‘অবমাননা’ করায় অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১২ সালে গ্রেফতার করা হয় বাদওয়ানিকে। তখন থেকেই সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মহল।
সৌদি আরবে কোনো রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে সহ্য করা হয় না। কঠোর ইসলামিক আইন দ্বারা তা দমন করা হয়। সূত্র: এএফপি
- See more at: Click This Link
২| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৪
কাল হিরা বলেছেন: মানবিকতার উদাহরণ আর কি ( একটা হাসির ইমো হপে)
৩| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩০
রাতুলবিডি৪ বলেছেন: ব্লগারের কপাল ভাল কল্লা কাটার রায় হয় নাই ..
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৭
যোগী বলেছেন: বেত্রাঘাতের ভিডিও দেখতে চাই কখনো দেখিনি।