![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেক না কাটার অনুরোধ জানিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় জোট বিএনএফ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। খালেদা জিয়াকে অনুরোধ করে তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আপনি কেক কাটবেন না। এদিন ছাড়া যেকোনও দিন কেক কেটে আপনার জন্মদিন পালন করুন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সমাবেশ ও র্যালিতে তিনি এই অনুরোধ জানান।
খালেদা জিয়ার উদ্দেশে সাবেক এই বিএনপি নেতা আরও বলেন, আপনি ১৫ আগস্ট জন্মগ্রহণ করতে পারেন তাতে আমাদের কোনও সন্দেহ নেই। কিন্তু দয়া করে জাতীয় শোক দিবসের এই দিনটিতে আপনি কেক কাটতে পারেন না। অন্য যেকোনও দিন কেক কাটার ব্যবস্থা করুন।
জাতীয় স্বার্থে এই শোক দিবসে খালেদা জিয়াকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটির ঘোষণা দিন। আমার মনে হয়, এই দুটি ঘোষণা জাতির মধ্যকার বিভেদ অনেকটই দূর হয়ে যাবে। ফলে বাঙালি জাতির মধ্যে ঐক্যের সুর আসবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই বিএনপির নেতা আরও বলেন, ১৫ আগস্টের দিনে বাংলাদেশের মানুষকে দলমত নির্বিশেষে শোক দিবস পালন করতে হবে। কারণ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি এম এ জলিল, সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুস,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ন্যাপ ভাসানীর সভাপতি মোসতাক ভাসানী প্রমুখ।
আরও পড়ুন
http://www.banglatribune.com/à§§à§«-à¦à¦à¦¸à§à¦à§-à¦à¦¾à¦²à§à¦¦à¦¾à¦à§-à¦à§à¦-না
২| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: সরদার হারুন মিছা কথা বলা লোকের সাথে এক সারীতে!!
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:২০
সরদার হারুন বলেছেন: আপনার কথা বুঝলাম না । কোনটা মিছা কথা হলো ? আমি আমার মতামত দিয়েছি । কারো সারিতে পথ চলিনি ।
মানুষের জন্ম তারিখ থাকে তার মাথ্যমিক পরীক্ষার পাশের সনদ পত্রে । তা যখন খালেদার নেই তখন তিনি প্রাথমিক
স্কুলে ভর্তি পরীক্ষা বা বিবাহের কাবিন দেখায়ে বলতে পারেন যে" দেখ ১৫ই আগস্ট আমার জন্ম দিন । কাজেই আমি ভুল করিনি । করিনি । তা যদি তিনি না পারেন তা হলে এরূপ বিতর্ক
আমি কি ভুল করেছি ?আমি কারো সারিতে যাইনি । মতামত দিয়েছি মাত্র ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০
সরদার হারুন বলেছেন: আপনার বলার কিছু আছে ?
তারা যা ইচ্ছা তা বলতে পারে । খালেদা যদি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির খাতা দেখান তাহলেওতো
সবাই বুঝবেন যে ১৫ আগস্ট সে জন্ম গ্রহন করেছেন । তাহলেওতো ঝামেলা থাকেনা ।