নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি অদ্ভূদ এই মানুষ!!!

কানাই স্যার

আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G

কানাই স্যার › বিস্তারিত পোস্টঃ

বই পড়ুন বই পান করুন

১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪০

বই পড়ার পর বই খাওয়া যায়
এতদিন শুনেছি বই পাঠ করা বা বই পড়ার কথা। এমন বই যা পড়াও যায় আবার বইয়ের পাতা খাওয়া যায়। মানে বইয়ের পৃষ্ঠা পাতা ছিঁডা পানিতে ফেললে পানি বিশুদ্ধ হয়। বাংলাদেশে এমন একটি বইয়ের প্রথম মাঠ পরীক্ষণ সফল বলে প্রমাণিত হয়েছে।
বইটি পাঠও করা যাবে, আবার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে পানি হবে ব্যাকটেরিয়া মুক্ত। বইটির পৃষ্ঠাতেই ইংরেজি ও স্থানীয় ভাষায় লেখা রয়েছে এর ব্যাবহার বিধি। এই 'পানযোগ্য বই'য়ের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে কেন পানি বিশুদ্ধ করা প্রয়োজন এবং সেটা কিভাবে করা যায়। আর পৃষ্ঠাগুলোতে রয়েছে রূপা ও তামার ক্ষুদে কণার আস্তরণ যা মূলত পানিতে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলে।
পরীক্ষণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ঘানার ২৫টি দুষিত উৎস থেকে পানি সংগ্রহ করে এই পানযোগ্য বইয়ের পৃষ্ঠা ব্যাবহার করবার পর দেখা গেছে পানি তেকে শতকরা ৯৯ ভাগেরও বেশী ব্যাকটেরিয়া দূরীভূত হয়েছে। এর ফলে যে পানি পাওয়া যাচ্ছে তা যুক্তরাষ্ট্রের ট্যাপে সরবরাহ করা পানির মতোই বলে উল্লেখ করছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আড়াইশোতম জাতীয় বৈঠকে এই ফলাফল উপস্থাপন করা হয়। -বিবিসি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭

রক্ত পলাশী বলেছেন: drinkable book!! B:-)

২| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

রক্ত পলাশী বলেছেন: drinkable book!! B:-)

৩| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

রক্ত পলাশী বলেছেন: drinkable book!! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.