![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কানাই স্যার। বিড়াল ছানারা আমার ছাত্র/ছাত্রী। বিড়াল হলে আমার ক্লাসে থাকবেন। বিড়াল-বিড়ালীরা ছাড়া ক্লাসে থাকবেন না।G
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (ন্যাশনাল অ্যারেনোটিকস অ্যান্ড স্পেস এডমিনেস্ট্রশন) দাবি করেছেন মঙ্গলের মাটিতে পানি রয়েছে। মঙ্গলের বুকে অবস্থান করা নাসার রোবটযান কিউরিওসিটি সেখানকার মাটির নমুনা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছে বলে দাবি করেছে নাসা। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
নাসা জানিয়েছে, মঙ্গলে খনিজ আকারে পানির অস্তিত্ব রয়েছে। এতে রয়েছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও সালফারের যৌগ। মঙ্গলের স্বাভাবিক শীতের সময়ও এই পানির অস্তিত্ব থাকে না। এই পানি তখনই দেখা যায়, যখন মঙ্গলের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির বেশি থাকে। মঙ্গলের কিছু মাটি নিয়ে প্রায় ৮৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তপ্ত করলে তাতে মিশ্রিত অবস্থায় পানির অস্তিত্ব মেলে। তবে নাসা এও জানিয়েছে যে, মঙ্গলগ্রহ এখনও মানুষের বসবাসের জন্য যথেষ্ট উপযুক্ত নয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭
অশোক বলেছেন: চইল্লা যায়াম। দুনিয়া আর ভাল্লাগেনা।