| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* মহাকবি শেক্সপীয়র বলেছেন ‘‘খারাপ বলে কোনো জিনিস নেই। কোনো জিনিসকে খারাপ বলে মনে করলেই জিনিসটি খারাপ। তা না হলে খারাপ নয়। একটা জিনিস বা বিষয় খারাপ কি ভালো তা নির্ভর করে কে কোন দৃষ্টিতে জিনিস বা বিষয়টিকে দেখেছে তার উপর।’’
* আপনি কি অসুখি ? চান সূখী হতে? বেশতো, সূখী হবার সহজ উপায় হলো নিজের স্বার্থেই আপনি অসূখী কথাটা ভুলে যান। মনে প্রানে চেষ্ট করম্নন ভুলে থাকতে। নিজেকে সূখী ভাবুন, ভাবুন আপনার মনে দু:খ নেই। সূখের ভূমিকায় অভিনয় করম্নন। সূখী হবার ভান করম্নন। দেখবেনে সূখী হতে পেরেছে।
* জন ডিউট বলেছেন ‘‘মানুষের জীবনের গভীরতম ইচ্ছাটা কি? শ্রেষ্ঠ হবার ইচ্ছ। সে চায় শ্রেষ্ঠ হতে; সে চায় অন্যেরা তাকে শ্রেষ্ঠ ভাবুক।’’
* শতকরা নিরানববই জন মানুষ নিজেকে সমালোচনা বিরত থাকে। মানুষ এমন এক অন্ধ প্রাণী নিজের দোষটা যত বড়ই হোক না কেন, তা সে চোখে দেখতে পায় না। নিজের সমালোচনা করা এমন একটা আশ্চর্য ভাল গুন যার তুলনা পাওয়া মুসকিল।
* ব্রাউনিং বলেছেন- যদি কারো ভেতর যুদ্ধ আরম্ভ হয়, মনে করতে হবে তার দ্বারা কিছু একটা হওয়া সম্ভব।
* কনফুশিয়াস বলেছেন ‘‘প্রতিবেশীর ছাদে তুষার জমলেও তা নিয়ে মাথা ঘামিয়ো না ,আগে মনোযোগ দাও নিজের দরজার দিকে, ওখানে কাদা আছে কিনা।’’
* লর্ড চেষ্ঠারফিল বলেছেন- আর সকলের চাইতে যদি বেশি জ্ঞন অর্জন করতে চাও, বেশ তে কর। ও হ্যা ভালো কথা ,কথাটা কিন্তু তাদের জানিয়ো না।
* পাথরের উপর পাইন গাছ যদি নাও হতে পারে উপত্যকায় একটা ঝোপ হও -কথাটা বলেছিলেন একজন কবি। কথাটা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিৎ । পাইনগাছে দেখে পাইনগাছ হবার চেষ্টা করাটা বোকামী হবে। তার চেয়ে নিজের যোগ্যতা আনুযায়ী উপত্যাকায় একটা ভালো ঝোপঁ হওয়া হাজার হাজার গুন ভাল।
*অনুকরন করার মধ্যে সৃষ্টি করার আনন্দ নেই। কিছু করে যদি আনন্দ পেতে চান। সুনাম অর্জন করতে চান। তবে নিজেরে মতো হোন। 
©somewhere in net ltd.