নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ৮৪১

আমি একজন ছাএী।

কানিজ৮৪১ › বিস্তারিত পোস্টঃ

]]][ জোনাকিরা আলো জালায় ]][

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১




অলস দুপুরে ঘুমের চোখে
যখন খুঁজে ফিরো
এই আমাকে ,
থাকো হৃদয়ে গোপনে
খুব মায়ায় ।
প্রেমটা ঘুরে ফিরে
অভিমানে বিকেলে ,
হাওয়ায় ভেসে যায়
তোমাকে ছুঁয়ে ।
বিকেলটা ফুরায় ,
কথায় কথায় ।
হঠাৎ ঝড়ের আলো
তোমার ঘুম ভাঙালো ,
তখন তোমায় আমি
আগলে রাখি ।
ও… দুলে দুলে ওরা নেচে যায় ,
চুপি চুপি ওরা কি সাজায় ,
পাখিরা ডাকে ইশারায় ,
তুমি তো বোঝো না ।
থাকোনা হাতটা ধরে ,
কখনো ছেড়ে দিও না ।
দূরে মেঘের ভেলায়
যাবো চড়ে পাখির ডানায় ,
ভিজিয়ে ঠোঁট কুয়াশায়
জোনাকিরা আলো জ্বালায় । – [ ২ বার ]দুলে দুলে ওরা নেচে যায় ,
চুপি চুপি ওরা কি সাজায় ,
পাখিরা ডাকে ইশারায় ,
তুমি তো বোঝো না । – [ ২ বার ]কেউ জানে না । – [ ২ বার ]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.