নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেগে গেলেন তো হেরে গেলেন।

সমালোচক মন্তব্যকারী

পরে বলতে চাচ্ছি।

সমালোচক মন্তব্যকারী › বিস্তারিত পোস্টঃ

১০ বছরে আওয়ামীলীগ নেতার সম্পদের পাহাড়

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের সাংসদ হাবিবর রহমান ১০ বছর আগে নির্ভরশীলদের কাছ থেকে ধারের টাকায় নির্বাচন করেছেন। তখন তাঁর কাছে নগদ টাকা ছিল ২ লাখ ৭৭ হাজার ৪৭৫। এখন জমা টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৬১১। হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, সাংসদ হাবিবুরের নিজের নামে ১০ বছর আগে স্থাবর-অস্থাবর সম্পদ ছিল ৩৫ লাখ ৭২ হাজার টাকার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৬ লাখ ৪৫ হাজর ৯৪৮ টাকা। ১০ বছর আগে তাঁর কাছে নগদ ছিল ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ টাকা, ব্যাংকে দেড় লাখ এবং বন্ড ও শেয়ারবাজারে ২৫ লাখ টাকা। এখন নগদ টাকার পরিমাণ ৫৪ গুণ বেড়েছে। ব্যাংকে জমা রয়েছে আরও ৬০ লাখ ২৯ হাজার ৭০৪ টাকা। বন্ড ও শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে আরও ৪০ লাখ টাকা।

১০ বছর আগে তাঁর নিজের কোনো গাড়ি ছিল না, চড়তেন স্ত্রীর গাড়িতে। এখন ৬৬ লাখ ২৩ হাজার টাকার দামি গাড়িতে চড়েন। আগে হাবিবরের লাইসেন্স করা কোনো অস্ত্র ছিল না। এখন একটি বন্দুক ও পিস্তল সঙ্গে রাখেন তিনি। ১০ বছর আগে একটি ফ্ল্যাটে থাকতেন। এখন ঢাকার অদূরে সাভারে আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি। তাঁর স্ত্রী খাদিজা বেগমের অস্থাবর সম্পদ ৬৯ লাখ ৬২ হাজার ৯২৫ টাকা। হাবিবরের স্থাবর সম্পদের মধ্যে ৫০ হাজার টাকা মূল্যের ১০ বিঘা কৃষিজমি, ৯৩ লাখ ৩৫ হাজার ৬৩৩ টাকা মূল্যের ঢাকার নিকুঞ্জে একটি ফ্ল্যাট এবং সাভারে বিসিএস পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেনের আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট। তাঁর স্ত্রীর রয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের সাড়ে ৩ বিঘা কৃষিজমি। তবে ২০০৮ সালের হলফনামায় স্ত্রীর কোনো কৃষিজমি ছিল না।
তথ্যসূত্র-প্রথম আলো

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

হাবিব বলেছেন: এ আর তেমন কি.......!!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চাদগাজীর মতে লীগের নেতারা ফেরেসতা।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হলফনামায় মিথ্যের বেসাতি
আর কত ভুগবে জাতি?
মিথ্যাবাদী ধ্বংস হোক
জাতি জনতা মুক্তি পাক।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: তাদের বউ কিছু না করেও কোটি কোটি টাকার মালিক

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লুটপাটের যত কাহিনী
কেউ ভোলেনা কেউ বলেনা!

চোখ বুজিলে আঁধার হয়
আলোকি সত্যি হারায়?

হলফনামায় মিথ্যা বলার
সাংবিধানিক শাস্তি কি?
আদালতে জবাবদিহীর
সত্যি উপায় আছে কি???

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: এটি হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত থাকা!!!

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

ফেনা বলেছেন: বাংলাদেশের সকল নেতাদের খোজঁ খবর নিলে এমনটাই দেখা যাবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চাদগাজী বলেন লীগের নেতারা ফেরেশতা।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: |-)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: দিনে দুপুরে আওয়ামিলিগ নোংড়া খেলা গুলো খেলছে, আর পত্রিকা গুলো নিরব।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

নয়া পাঠক বলেছেন: আরে এটা এমন আর নতুন কি বিষয়। দেশে যে সত্যিই উন্নয়ন হচ্ছে এগুলোই তো তার অকাট্য প্রমাণ। এ তো আর নতুন কিছু নয় দেখছি প্রায় বোধশক্তি অর্জনের পর থেকেই, চলবে অহর্নিশ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

সমালোচক মন্তব্যকারী বলেছেন: দিনে দুপুরে মানুষ খুন করবে আর বলবে ছাত্র রাজনীতি করি, ধিক এ রাজনীতি।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: শুধু বগুড়ার কথা বললেন?
দেশে কি আর কোনো অঞ্চল নেই?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: আওয়ামীলীগ যদি সত্তিই গণতন্ত্রে বিশ্বাসী হতো তাহলে বিশ্বজিতকে প্রাণ দিতে হলো কেন?

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: শুধু বগুড়ার কথা বললেন?
দেশে কি আর কোনো অঞ্চল নেই?

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

মা.হাসান বলেছেন: জি, বি. এন. পি. কিছুই করতে পারলো না, ১০ বছর ক্ষমতায় থেকে জনগণের উন্নয়নে সব দান খয়রাত করে শেষ। খালেদা জিয়ার কাছে এখন হজে যাবার টাকাও নাই। দিন চলে না। মান্নার দিন চলে বউ আর শালির টাকায়। এরা ক্ষমতায় আসলে জনগণের উন্নয়নের জন্য এবার নিজের জামা কাপড় পর্যন্ত বেচে দিবে। জনগণ এদের খুব ভালোবাসে, জনগন চায়না তাদের প্রিয় নেতা-নেত্রীরা সর্বহারা হয়ে যাক, এই জন্য আর তাদের ভোট দিবেনা।
জনগনের প্রেম, সুধু কাছেই টানে না , দূরেও সরায়।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: যে দেশের রাষ্ট্রপতি কলম হাতে বসে আছেন দলীয় খুনীদের ক্ষমা করার জন্য, সে দেশে এমন ঘটনা একেবারেই মামুলী।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ফেনা বলেছেন: "চাদগাজী বলেন লীগের নেতারা ফেরেশতা"

হ ঠিক, তবে মাঝে মাঝে একটু গাজাঁ খায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.