নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেগে গেলেন তো হেরে গেলেন।

সমালোচক মন্তব্যকারী

পরে বলতে চাচ্ছি।

সমালোচক মন্তব্যকারী › বিস্তারিত পোস্টঃ

নৌকা মার্কায় ভোট দেন, এটি একটি পারিবারিক আয়োজন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

নৌকা মার্কায় ভোট দেন, এটি একটি পারিবারিক আয়োজন। শাহিন আক্তার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নতুন, তবে সারা দেশেই তিনি আলোচিত। ইয়াবা-বাণিজ্যসহ নানা অভিযোগে বর্তমান সাংসদ আবদুর রহমান বদিকে মনোনয়ন না দিয়ে প্রার্থী করা হয় তাঁরই স্ত্রী শাহীন আক্তারকে। মুখে মুখে টেকনাফ-উখিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছিল। বদিই আওয়ামীলীগের পরিচয়! মুখে এক আর বাস্তবে আর এক এবং তারা মনে করে তারা যা বলে সেটাই সবাই বিশ্বাস করে ! তারা মানুষকে বোকা বানাতে বিশেষ পারদর্শ।

একাধিক ব্যানারে শাহীন আক্তারের পাশে লেখা এমপি বদির বউ। পোস্টার-ব্যানারে স্বামী আবদুর রহমান বদির বড় আকারের ছবিও রয়েছে। একটি পোস্টারে দেখা গেল ছেলে শাওন আরমানের ছবি। তাতে লেখা, ‘শাহীন আক্তার (আমার আম্মুকে) নৌকা মার্কায় ভোট দেন’। শাহীন আক্তার এখানে হয় বধূ, নয় মাতা অথবা কন্যা। পুরোটাই যেন একটা পারিবারিক আয়োজন।
তবে ব্যানার ও পোস্টারে এই প্রার্থী স্বামী, সন্তান ও পিতার নাম ব্যবহার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

পবিত্র হোসাইন বলেছেন: পোস্টারে বিশেষ কোনো সমস্যা চোখে পড়ছে না । চাইলে আপনিও প্রচারণা চালাতে পারেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চলতি বছরের জুন মাসেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ৭৩ প্রভাবশালী ইয়াবা কারবারির (গডফাদার) তালিকায় সাংসদ আবদুর রহমান বদির নাম ছিল। নির্বাচনের সময় তাঁর এই বক্তব্য এখনো এলাকাবাসীর মুখে মুখে।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

খাঁজা বাবা বলেছেন: সকল সফল পুরুষের পেছনেই নাকি একজন নারী প্রেরনা থাকে B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

সমালোচক মন্তব্যকারী বলেছেন: কথা সত্য। ;)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

খাঁজা বাবা বলেছেন: পবিত্র ভাই, পোষ্টারে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন হয়েছে। শুধু প্রার্থিও দলীয় প্রধানের ছবি থাকতে পারে। পারিবারিক এল্বাম না :)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: পবিত্র দাদারে বুঝায়া বলেন।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

পবিত্র হোসাইন বলেছেন: শাহীন আক্তারের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভক্তরা বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এ ধরনের পোস্টার-ব্যানার লাগাতে পারেন। আর আপনারা শুধু এগুলো দেখেন। আমরা নিজেরা যে পোস্টারগুলো লাগিয়েছি, সেগুলো নির্বাচন কমিশনের আইন মেনেই করা হয়েছে। ভক্তরা কিছু করলে তাতে আমাদের তো কিছু করার নেই।’
সূত্র - প্রথম আলো

https://www.jagonews24.com/politics/news/470596

-চাইলে এটি পড়তে পারেন।
প্রিয় খাঁজা বাবা ভাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: জগতে গুরুদের ইতিহাস সকলে অবগত হলেও গুরুদের স্বভাব চরিত্রের সঙ্গে ডালপালার মতো জড়িয়ে-জাপটে থাকে ভক্তরা। ভক্ত, চ্যালা, স্যাঙাত বা সাগরেদ হয় গুরুর আজ্ঞাবাহী।
অট-ওবায়দুল কাদের বলেছেন, এবার সরকার গঠন করলে প্রত্যেক পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে। হাহাপগে

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এগুলা সমস্যা না যদি আ'লীগ করে থাকেন যে কোন কাজ করা জায়েজ। এগুরো ছিল আমাদের জাতির পিতার সুস্বপ্ন। সব স্বপ্নই প্রতিফলিত হবে তা কোন কথা নয় কিছু কিছু দুস্বপ্নও প্রতিফলিত হয়!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

সমালোচক মন্তব্যকারী বলেছেন: জতিষি ওবায়দুল কাদের বলেছেন, এবার সরকার গঠন করলে প্রত্যেক পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

খাঁজা বাবা বলেছেন: পবিত্র ভাই
ভক্ত তো ঘরে, নিজ পুত্র, যে নিজের ছেলের জ্ঞানের উন্নয়ন ঘটাতে পারে না সে দেশের কি উন্নয়ন করবে? B:-/

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ;)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

ঢাবিয়ান বলেছেন: বদি ভাবী/ আন্টিরে ভোট দিন । ভক্তের পোস্টারের ক্যপশনতো এইরকম হবার কথা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: নড়াইলে মাশরাফির এলাকার সড়কেরও খুব খারাপ অবস্থা। ১৮ কিমি যেতে তার ৫ ঘন্টা সময় লেগেছে। পদ্মা সেতু প্রকল্পের গাড়ী নিয়ে আসা যায় না, নৌকা নিয়ে আসতে হবে।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: সকালে প্রথম আলোতে নিউজ টা পড়লা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি তাকিয়ে আছে মানুষ একটু ন্যায় বিচার পাওয়ার আশায়, একটু গনতান্ত্রিক পরিবেশের স্বাদ পাওয়ার আশায়। তারাও যদি মানুষকে হতাশ করে তবে সেটা হবে বাংলাদেশের জন্য শতাব্দীর সেরা ধাক্কা

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: আপনি তো আমার ছড়াকেও হার মানিয়েছেন........।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: শেখ মুজিবকে পেলে জিজ্ঞাসা করতাম আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তবে কেন স্বাধীন দেশের সমস্ত কৃতিত্ব আওয়ামীলীগের একার ?

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ;) ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ঢাবিয়ান বলেছেন: বদি ভাবী/ আন্টিরে ভোট দিন । ভক্তের পোস্টারের ক্যপশনতো এইরকম হবার কথা।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: দেশে হিটালারের চকলেট খাওয়ানোর নায়ক বদি/ভাবীকে ভোট না দিলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, না কী কন? ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সমালোচক মন্তব্যকারী বলেছেন: আপনি ইয়াবা সম্রাট হন অথবা হাজার হাজার কোটি টাকার ঋন খেলাপি কোন ব্যাপার না আপনি শুধু আওয়ামী লীগ করেন তাহলেই আপনার সাত খুন মাফ হয়ে যাবে।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

মুসাফির নামা বলেছেন: সৃজনশীল আইডিয়া।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

সমালোচক মন্তব্যকারী বলেছেন: বদির বদলে বৌদি, খাটি বাংলায় যাকে বলে যেই লাউ সেই কদু।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

পবিত্র হোসাইন বলেছেন: পবিত্র ভাই
ভক্ত তো ঘরে, নিজ পুত্র, যে নিজের ছেলের জ্ঞানের উন্নয়ন ঘটাতে পারে না সে দেশের কি উন্নয়ন করবে?


খাঁজা বাবা ভাই একদম সঠিক কথা বলেছেন-" যে নিজের ছেলেদের জ্ঞানের উন্নয়ন ঘটাতে পারে নাই সে দেশের কি উন্নয়ন করবে কিভাবে ? " বেগম জিয়ার ক্ষেত্রেও তাই !!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: এই সব ইয়াবা বদিরাই আওয়ামীলীগের মেরুদণ্ড । ইয়াবা বদিরা জিতে গেলে জিতে যাবে আওয়ামীলীগ, হেরে যাবে বাংলাদেশ

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

আবু তালেব শেখ বলেছেন: যারা ইয়াবা বিক্রির /আমদানির সাথে জড়িত তাদের নৌকায় ভোট দেয়ার দরকার নেই,,,,,,,,

বিশিষ্ট সমাজসেবক জনগনের বন্ধু, ইয়াবা আমদানি/বিক্রয়ের ঘোর বিরোধী,,,,,, স্যার বদি

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ইয়াবা বদির বউ যদি আওয়ামী লীগের প্রার্থী হয়, তাহলে মাদক বিরোধী অভিযান কার বিরুদ্ধে ?

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই বদি, শামীম উসমান, দরবেশ, শাহজাহানদের মতো মানুষদের জন্য আজ আওয়ামীলীগের এই অবস্থা। নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের সমর্থন নেই বললেই চলে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ‘কেবল বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে এবং বহুতল ভবনে থাকার সুবিধা পাবে, তা হবে না। মধ্য ও নিম্ন আয়ের মানুষেরাও যাতে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক মূল্য পরিশোধের মাধ্যমে ফ্ল্যাটে থাকতে পারে, আমরা সেই ব্যবস্থাই করে দিচ্ছি, যেখানে সকলে সুন্দরভাবে বাঁচার সুযোগ পাবে। এই লক্ষ্যে আমরা ফ্ল্যাট নির্মাণ করে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করে দেব।’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.