নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেগে গেলেন তো হেরে গেলেন।

সমালোচক মন্তব্যকারী

পরে বলতে চাচ্ছি।

সমালোচক মন্তব্যকারী › বিস্তারিত পোস্টঃ

নৌকা মার্কায় ভোট দেন, বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হবে

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১


শেখ হাসিনা বলেছেন, পুনরায় ক্ষমতায় এলে তাঁর সরকার নগরের ঘিঞ্জি এলাকা সংস্কারের পাশাপাশি বস্তিবাসীদের বসবাসের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেবে।

‘কেবল বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে এবং বহুতল ভবনে থাকার সুবিধা পাবে, তা হবে না। মধ্য ও নিম্ন আয়ের মানুষেরাও যাতে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক মূল্য পরিশোধের মাধ্যমে ফ্ল্যাটে থাকতে পারে, আমরা সেই ব্যবস্থাই করে দিচ্ছি, যেখানে সকলে সুন্দরভাবে বাঁচার সুযোগ পাবে। এই লক্ষ্যে আমরা ফ্ল্যাট নির্মাণ করে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করে দেব।’

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

নজসু বলেছেন:




তাহলে তো বেশ হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ১৫৩ আসনে বিনা ভোটে জয়। আহা, কি দিনই ছিল! ভাইরে, যায় দিন ভালো আর আসে দিন খারাপ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দশ টাকা সের চাইল খাইয়া স্বগ্গে আছি দাদা!
স্বগ্গে ফেলাট লাগে না ;) :P

=p~ =p~ =p~ =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: বস্তিবাসী কি ফ্লাট চেয়েছে? :P

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মিরপুরের তৈরী ফ্ল্যাটে এখন যাদের থাকার কথা তারা কি আছে??

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

এম এস এ সোহাগ বলেছেন: ঘর হচ্ছে চাকরি হচ্ছে, আর কি চাই!!!

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

অর্ফিয়াসের বাঁশি বলেছেন: নতুন 'বিষতেহারঃ' কেউ থাকবে আর কেউ থাকবে না, তা হবে না, তা হবে না #:-S

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

সাইন বোর্ড বলেছেন: আগেরবার তো কওমী কন্যা উপাধি পাইল, এবার তাইলে কি দেয়া যায় ?

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

পক্ষবাদী বলেছেন: আমার বুঝার বয়স থেকে দেখে আসছি আমাদের দেশের নেতা নেত্রীদের নির্বাচন সামনে আসলেই এরকম বহু ঘোষনা কিন্তু
নির্বাচন শেষ আর সব ভুলে যান তারা জনগণকে দেয়া সব ওয়াদা । এই হল আমাদের দেশের রাজনীতির মূল চিত্র।
বস্তিবাসীকে এবার জিতলে ফ্লাট দিবেন তাহলে আগের দশ বছর কাদের ভোটে পাশ করে দেশ চালালেন ? তখন কি বস্তিবাসীরা
তাকে ভোট দেন নাই নাকি তখন তারা জাল ভোটে বিজয়ী সরকার গঠন করেছিলেন ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

বাংলার মেলা বলেছেন: মধ্যবিত্তের ফ্ল্যাটেরই এই অবস্থা, আবার বস্তিবাসী

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: মিথ্যা লোভ কেন দেখায় ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.