![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জাতীয় দৈনিক কতোটা দেউলিয়া হলে এ ধরনের প্রতিবেদন ছাপে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আজকের কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার একদম উপরে বড় বড় অক্ষরে যে নিউজটি ছাপিয়েছে সেটির শিরোনাম- 'হেফাজতের শক্তির পেছনে জামায়াত আর সরকারের নমনীয়তা'। বেশ, ভালো কথা। পড়তে শুরু করলাম... ওমা পরের পৃষ্ঠায় দেখি আজগুবি নাম ধাম।
আপনারাও দেখুন...
>>> 'এ ছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহী ও সংগঠনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফের ছেলে মাওলানা আনাছ মাদানী বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের নেতা।'
কী বুঝলেন? হেফাজতে ইসলামের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ নাকি আল্লামা শাহ আহমদ শফী? অথচ আগের পরিচ্ছেদেই কিন্তু বলেছে, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। আনাছ মাদানী ওনার ছেলে। সেইটা আরেকজনকে দিয়ে দেয়া হলো, এমন ছাগল কি গাছে ধরে?
পরের পরিচ্ছেদে আবার নাম ঠিক। দেখুন...
>>>'হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে শাহরিয়ার কবির গত ১৫ মার্চ মোমেনশাহী প্রেসক্লাবে যে বিষোদগারপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য করেছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
বলার কিছু নাই। এরাই নাকি জাতির বিবেক! কথা ঠিকই। জাতির বিবেকের অবস্থা এমন না হলে কি আজ জাতির এই অবস্থা হয়। সোবহানের মতো ভূমিদৈত্য যদি জাতির বিবেক হয় সেই জাতি তো একজনের ছেলেকে আরেকজনকে দেবেই।
নিউজের শেষ পরিচ্ছেদে দেখুন আবার সেই ভুল।
>>>'ওই সময় হেফাজতে ইসলামের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ গুলিবিদ্ধ হন। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল সংগঠনটির কার্যক্রম।'
এই পত্রিকায় কি কোনো সম্পাদক, কোনো প্রুফ রিডার নাই? থাকলে এমন ভুল কীভাবে হতে পারে মাথায় ধরছে না। আর কি অবাক কাণ্ড! এই রাত ১১টা পর্যন্ত তাদের ওয়েবসাইটে সেই ভুল লেখাই মানুষকে পড়াচ্ছে।
ইমদাদুল হক মিলন আর সোবহান সাহেব, দুইজনে মিলে আসলে চটি বইয়ের দোকান দেয়া উচিত।
Click This Link
Click This Link
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: এর চেয়ে ভদ্র আর কোনো গালি মনে ছিলো না।
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
তাকীব বলেছেন: পাগলের মাথা খারাপ
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: পুরাই..
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
আমার প্রকাশিত প্রতিবেদন সমূহ বলেছেন: ইমদাদুল হক মিলন আর সোবহান সাহেব, দুইজনে মিলে আসলে চটি বইয়ের দোকার দেয়া উচিত
সহমত।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: তাছাড়া আর কী করবে? ফাস্ট পেজের নিউজে কোনোদিন ভুল থাকে?
৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
আব্দুল্লাহ নাটোর বলেছেন: পাগলের মাথা খারাপ
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: :-< :-< :-<
৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
আয়রন ম্যান বলেছেন: তাইলে এবার বুঝেন, এদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে।
এরা কোন নিউজকে নেগেটিভ বা পজেটিভ যাই লিখুক না কেন তা বিশ্বাস করা কঠিন।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: পজেটিভ নেগেটিভ সংবাদ প্রকাশ করা তো টাকার ব্যাপার, কিন্তু তথ্য যদি এমন ভুল থাকে...???
৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
ফার্ুক পারভেজ বলেছেন: ভাই গান্জা খাইতেছিলো হেইসময় লিখ্খা ফালাইছে আরকি,,,,,,,,,, আপনারা বুইজ্জা লইবেন না...........
৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
ফার্ুক পারভেজ বলেছেন: ভাই গান্জা খাইতেছিলো হেইসময় লিখ্খা ফালাইছে আরকি,,,,,,,,,, আপনারা বুইজ্জা লইবেন না...........
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: গেরামের পোলাপান তো... এখন থিকা পত্রিকা পড়ার সময় দোয়া পইড়া লমু...
৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
ইমাম হাসান রনি বলেছেন: আয়রন ম্যান বলেছেন: তাইলে এবার বুঝেন, এদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে।
এরা কোন নিউজকে নেগেটিভ বা পজেটিভ যাই লিখুক না কেন তা বিশ্বাস করা কঠিন
সহমত।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন:
৯| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
আশিকুর রহমান ১ বলেছেন: দালালি করতে করতে আর কতক্ষন মাথা ঠিক থাকে? একসময় খেলার পাতার জন্য এই পত্রিকা নিতাম কিন্তু এদের হলুদ এবং মিথ্যা সাংবাদিকতা আর একটি বিশেষ দলের জন্য দালালি দেইখা থু দিয়া বাদ দিছি!
১০| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: দালালি করতেও জ্ঞান লাগে। গোলাম আজমের যেমন ছিলো। এই হালাগো তা-ও নাই...
১১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: ভেতরে খবর হলো, শাহবাগের পক্ষে নির্জলা মিথ্যাচার করার কারণে প্রথম সারির পত্রিকাগুলোর সার্কুলেশন অকল্পনীয়ভাবে কমে যায়, এখন সার্কুলেশন বাড়ানোর জন্য উল্টো সুর তুলেছে।
১২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
হাতির পা বলেছেন: ছি!!! তাই বলে কি আমাদের লজ্জা সরম নাই? :-& :-&
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: কি জানি!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
বাকাট্টা বলেছেন: ইমদাদুল হক মিলন আর সোবহান সাহেব, দুইজনে মিলে আসলে চটি বইয়ের দোকান দেয়া উচিত।