![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI
""ইমরান এইচ সরকার নাকি হেফাজতের কর্মীদের উদ্দেশ করে বলেছেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) তো কাফেরদের সঙ্গেও আলোচনা করেছেন। কিন্তু আপনাদের হুজুর আমাদেরকে ভুল বুঝে আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি হচ্ছেন না। আপনাদের হুজুরকে গিয়ে বলবেন। আমরাও মুসলমান। আমরা ওনার সঙ্গে আলোচনা করে ভুল ভাঙাতে চাই। উনি যাতে আমাদের সেই সুযোগ দেন।""
আমি বলি কি, তাহলে তো ভালোই হয়, ইমরান তাইলে ইসলামবিদ্বেষীদের শাস্তির দাবীতে ৬ তারিখ দলবল নিয়া লংমার্চে যোগ দিয়ে ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলুক... সাহাবাগের মতো গলা ফাটাইয়া অন্তত এমন একটা শ্লোগান দিক...
আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।।
তাহলেই তো হুজুরদের কাছে তাদের অবস্থান অনেকখানি পরিস্কার হয়ে যায়, তাদের প্রতি হুজুরদের আস্থাও অনেকখানি ফিরা আসে...।। আর আমার ধারনা তারপর যদি তারা জামাত নিষিদ্ধের দাবীতে হুজুরদের সাথে আলোচনায় বসতে চাইতো, হুজুররা তখন তাদেরকে নিরাশ করতো না।
কিন্তু এখন কথা হলো,, ইমরানের কি এই কাজগুলা করার মতো সৎ সাহস আছে??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
কাঠুরে বলেছেন: আমি তো বললামই, আগ্রহী হইলে এমন সৎ সাহস দেখাক।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আর কাজ পার না
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
কাঠুরে বলেছেন: আমি কি করলাম আবার?? :!>
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মঈনুল আহসান রাসেল বলেছেন: ওরা চিটাগাং এসে হেফাজতে ইসলামের নেতাদের সাথে বসতে চেয়েছিল তা কি আপনি জানেন না?
তখন হেফাজতে ইসলামের নেতারা কেন বসতে চাননি বলতে পারবেন?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
কাঠুরে বলেছেন: হেফাজতে ইসলাম ইসলামবিদ্বেষীদের দাবীতে আন্দোলনে নেমেছে, আপনি কি করে ভাব্লেন, তারা ইসলামবিদ্বেষীদের রক্ষাকারীদের সাথে আলোচনায় বসবে।
যদি ইম্রানরা ইসলামবিদ্বেষীদের ত্যাগ করে আলোচনায় আসতো, তাহলে একটা কথা ছিল।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মাহমুদুর রাহমান বলেছেন: কাছে আসলে, এক পক্ষের গা থেকে আতরের আরেক পক্ষের গা থেকে কিসের গন্ধ আসবে বলেন তো?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
কাঠুরে বলেছেন:
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
মনোজ কুমার বলেছেন: তাহলে আপনার কথা মত হেফাজতে ইসলামের কর্মীদেরও শাহাবাগের দাবীর সাথে একমত হয়ে জামাতের নিষিদ্ধের দাবী তোলা উচিত।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
কাঠুরে বলেছেন: হেফাজতে ইসলাম তো রাজাকারদের বিচার করতে মানা করে নাই একবারও কোথাও দেখাইতে পারবেন না।
কিন্তু ইম্রান তো ইসলামবিদ্বেষীদের শাস্তির দাবীতে বাধা দিচ্ছে সরাসরি।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১
অতিক্ষুদ্র বলেছেন: বিনোদনমূলক ও শিক্ষামূলক পোস্ট দিছেন ভাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
কাঠুরে বলেছেন: এখন শিক্ষাগ্রহণ করলেই হয়।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: আমি বলি কি, তাহলে তো ভালোই হয়, ইমরান তাইলে ইসলামবিদ্বেষীদের শাস্তির দাবীতে ৬ তারিখ দলবল নিয়া লংমার্চে যোগ দিয়ে ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলুক... সাহাবাগের মতো গলা ফাটাইয়া অন্তত এমন একটা শ্লোগান দিক...
আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
কাঠুরে বলেছেন: ধন্যবাদ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এম আর সুমন বলেছেন: হেফাজতে ইসলাম কখোনোই যুদ্ধাপরাধী নিয়ে কিছু বলেনি। এই ইস্যু তাদের গায়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে কিছু ধর্মদ্রোহী ও তাদের দালালরা। যাতে নিজেদের গা বাঁচাতে পারে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
কাঠুরে বলেছেন: সহমত ভাই,
কিন্তু এর পরিনাম বোধহয় খুব খারাপ হবে।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এম আর সুমন বলেছেন: হেফাজতে ইসলাম কখোনোই যুদ্ধাপরাধী নিয়ে কিছু বলেনি। এই ইস্যু তাদের গায়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে কিছু ধর্মদ্রোহী ও তাদের দালালরা। যাতে নিজেদের গা বাঁচাতে পারে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
কাঠুরে বলেছেন: সহমত।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
বাংলার হাসান বলেছেন: অতিক্ষুদ্র বলেছেন: বিনোদনমূলক ও শিক্ষামূলক পোস্ট দিছেন ভাই।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫
কাঠুরে বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মাইন রানা বলেছেন: শাহবাগ ঘোষণা দিন তারা ধর্মদ্রোহীদের বিপক্ষে তাহলে আমরা ধরে নিব তারা আলোচনায় আগ্রহী
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭
কাঠুরে বলেছেন: তাহাদের জান যাক, মান যাক, কখনো তাহারা ধর্মদ্রোহীদের বিপক্ষে যাওয়ার মতো এমন অপকর্ম করিবে না, ইহা তাহাদের সাহাবাগি চেতনা।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মেঘ বলেছে যাব যাব বলেছেন: আমরা তোমাদের ভুলব না বলেছেন: আমি বলি কি, তাহলে তো ভালোই হয়, ইমরান তাইলে ইসলামবিদ্বেষীদের শাস্তির দাবীতে ৬ তারিখ দলবল নিয়া লংমার্চে যোগ দিয়ে ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলুক... সাহাবাগের মতো গলা ফাটাইয়া অন্তত এমন একটা শ্লোগান দিক...
আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।
সহমত।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯
কাঠুরে বলেছেন: শত বাধা পার করে শান্তিপূর্ণ লংমার্চ করা সত্ত্বেও কি শ্লোগান দিতেছে দেখছেন?
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মেঘ বলেছে যাব যাব বলেছেন: আমরা তোমাদের ভুলব না বলেছেন: আমি বলি কি, তাহলে তো ভালোই হয়, ইমরান তাইলে ইসলামবিদ্বেষীদের শাস্তির দাবীতে ৬ তারিখ দলবল নিয়া লংমার্চে যোগ দিয়ে ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তুলুক... সাহাবাগের মতো গলা ফাটাইয়া অন্তত এমন একটা শ্লোগান দিক...
আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।
সহমত।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩
কাঠুরে বলেছেন: আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
ভাবী জিওলজিস্ট বলেছেন: ভাই জান একটা সত্য কথা কমু
জনাব শাহরিয়ার কবীর
একজন "মুক্তিযুদ্ধ" ব্যবসায়ী । তার একটা ছোট্ট প্রেস আছে ফার্মগেটে, ঐটাতে তিনি মুক্তিযুদ্ধ নিয়া বই লেখে আর ছাপায় ও আমাদের প্রেস থেকে কভার প্রিন্ট করে । তারপর সেইগুলা বিদেশ নিয়া বিদেশি দাতাদের থেকে ডলার নিয়া দেশে আসে ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
কাঠুরে বলেছেন:
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
আশিকুর রহমান ১ বলেছেন: এম আর সুমন বলেছেন: হেফাজতে ইসলাম কখোনোই যুদ্ধাপরাধী নিয়ে কিছু বলেনি। এই ইস্যু তাদের গায়ে জোর করে চাপিয়ে দিতে চাইছে কিছু ধর্মদ্রোহী ও তাদের দালালরা। যাতে নিজেদের গা বাঁচাতে পারে।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
কাঠুরে বলেছেন: একদম সহমত।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭
এই আমি সেই আমি বলেছেন: হেফাজতের ১৩ টা দাবী পড়ে দেখেছেন ? বুঝতে বাকী আছে ওরা কার হেফাজত করছে ? এই ১৩ দফা দাবীর কোথায় আছে ওরা রাজাকারের ফাসি চায়?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
কাঠুরে বলেছেন: আপনি নিজে ভালো করে পড়ে দেইখেন, কোথাও জামাত কিংবা রাজাকারের বিচার বন্ধ করার কোনও কথা বলেছে কি না,
খুজে পেলে জানাইয়া যাবেন। আর না খুজে পেলে আশা করবো আপনারা মিথ্যাচার বন্ধ করবেন।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
শয়ন কুমার বলেছেন: ঐ কুলাঙ্গারটার কাছে যুদ্ধপরাধ ইস্যুতে শাহবাগে সংহতি প্রকাশকারী লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের কোন দাম নাই । ঐ কুলাঙ্গারটার কাছে দামি হইলো হাতেগোনা কয়েকটা ধর্মবিদ্বেষী ব্লগার ।
একারনেই ঐ শালা কুলাঙ্গার মঞ্চ থেকে ধর্মবিদ্বেষীদের শাস্তি হোক , এই টাইপের বিবৃতি দেয় নি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
কাঠুরে বলেছেন: সহমত।
একারনেই ঐ শালা কুলাঙ্গার মঞ্চ থেকে ধর্মবিদ্বেষীদের শাস্তি হোক , এই টাইপের বিবৃতি দেয় নি।
আর কখনো দিবেও না। ওইরকম হ্যাডোমও নাই, কারণটা কি? সেইটাতো সবার কাছে পরিষ্কার।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২০
ফায়ারম্যান বলেছেন: যখন গোলাম আযম সহ জামায়াত নেতাদের বিচার শুরু হল ,
শিবিরের একটাই কথা ,এরা আমাদের নেতা ।এদের মুক্তি চাই । তারা একটি বারও বুঝতে চাইলো না ,এরা জামায়াত নেতা হলেও রাজাকাদের সর্দার ।
আবার যখন ,ইসলাম বিদ্বেষী ব্লগাররা গ্রেফতার হলো ,সুশীল সমাজ আর গনজাগরন তাদের মুক্তি চায় । তারা একবার ও বুঝতে চাইলো না এরা তাদের সহযোদ্ধা হলেও ইসলামের শত্রু ।
ব্রেইন ওয়াশে কেউ কারো চেয়ে কম না ...
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
কাঠুরে বলেছেন: সহমত।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
সমকালের গান বলেছেন: ইমরান ও গন জাগরন মন্চ একটি সুনির্দিষ্ট দাবী নিয়ে মাঠে নেমেছে। যারাই এই দাবীর সমর্থক তারা সবাই তার সহযোদ্ধা, তা তারা ধর্মদ্রোহী হোক বা অন্য ধর্মের হোক।
একজন ব্যক্তি যদি ধর্মদ্রোহী হয় এবং যদি রাস্ট্রের আইনো ধর্মদ্রোহ শাস্তিযোগ্য হয়, তাহলে তাকে অবশ্যই বিচার করা উচিত। কিন্তু শুধুমাত্র শাহবাগের সাপোর্টার ব্লগার পরিচয়ের জন্য কাউকে গ্রেফতার করা অন্যায়।
আসিফ মহিউদ্দিন যদি তার ব্লগে ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকে, তাহলে রাস্ট্রের আইন অনুযায়ী তার নামে মামলা করে তাকে গ্রেফতার করা অবশ্যই যেতে পারে। আমি যতটুকু জানি, এক্ষেত্রে তা করা হয়নি। বরং সে ও অন্য তিন জন শাহবাগের সমর্থক ব্লগার, এ কারনেই তাদের গ্রেফতার করা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের মুক্তি দাবী করা শাহবাগের পক্ষের সবার জন্য উপযুক্ত ও জরুরী।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪২
কাঠুরে বলেছেন: কিন্তু শুধুমাত্র শাহবাগের সাপোর্টার ব্লগার পরিচয়ের জন্য কাউকে গ্রেফতার করা অন্যায়
সহমত।
আসিফ মহিউদ্দিন যদি তার ব্লগে ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকে, তাহলে রাস্ট্রের আইন অনুযায়ী তার নামে মামলা করে তাকে গ্রেফতার করা অবশ্যই যেতে পারে। আমি যতটুকু জানি, এক্ষেত্রে তা করা হয়নি। বরং সে ও অন্য তিন জন শাহবাগের সমর্থক ব্লগার, এ কারনেই তাদের গ্রেফতার করা হয়েছে
এটা আপনার ভুল ধারনা। আল্লামা শয়তান, লালশালুর খবর কমবেশী জানা আছে আমার।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link
জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
কাঠুরে বলেছেন: আপ্নেরে আমার গালি দিতে মঞ্চাইতাছে, আপ্নে আমারে জামাত মনে করলেন কি বুইজ্জা??
জামাত পক্ষে কোথাও আমার একটা মন্তব্য বা লিখা দেখাতে পারবেন??
আন্দাজে ছাগু সাজাইতে যাইয়েন না আমারে,
মউদুদিরে আপনার চেয়ে বেশী আমি ঘৃণা করি।
কারো সম্পর্কে সিউর না হইয়া এমন ধারনা আর করবেন না আশা করি।
২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
নাজ_সাদাত বলেছেন: আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ভারতের দালাল তুই ভারতের দালাল।।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২
কাঠুরে বলেছেন: আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।।
২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
নাজ_সাদাত বলেছেন: আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ভারতের দালাল তুই ভারতের দালাল।।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫২
কাঠুরে বলেছেন: আ-তে আসিফ মহিউদ্দিন, তুই ধর্মদ্রোহী তুই ধর্মদ্রোহী।।
এবং আসিফ মহিউদ্দিনের মতো যারা আছোছ, তোরা সব ধর্মদ্রোহী।।
৯০% মুসলিমদের বাংলাদেশে ধর্মদ্রোহীদের ঠাই নাই।।
২৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১:১৭
শুভ জািহদ বলেছেন: সমকালের গান বলেছেন: আসিফ মহিউদ্দিন যদি তার ব্লগে ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকে (?), তাহলে রাস্ট্রের আইন অনুযায়ী তার নামে মামলা করে তাকে গ্রেফতার করা অবশ্যই যেতে পারে। আমি যতটুকু জানি, এক্ষেত্রে তা করা হয়নি। বরং সে ও অন্য তিন জন শাহবাগের সমর্থক ব্লগার(?), এ কারনেই তাদের গ্রেফতার করা হয়েছে।
আমার মন্তব্যঃ- সমকালের গান, আপনি ব্লগ লিখেন ৭ বছর ৫ মাস। জ্ঞানপাপী একটা শব্দ আছে যার বাস্তব রূপ স্বয়ং আপনি। আপনার অবস্থা বাংলাদেশের মানবাধিকার কর্মীদের মতো। আমি ব্লগীং করি ৪-৫ বছর যাবৎ। সেই হিসেবে আপনি আমার সিনিয়র।
আপনি বললেন, আসিফ মহিউদ্দিন যদি তার ব্লগে ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকে (?)। আসিফের আকাম কুকাম এই ব্লগের সবাই জানে। জানে নতুন ব্লগাররাও। আর আপনার মতো ৭ বছরের এক বুড়ো ব্লগার বলছেন যে "আসিফ যদি ধর্মের বিরুদ্ধে কিছু বলে থাকে(?)"। এতটা নির্লজ্জ মানুষ কেমনে হয়, আমি বুঝি না।
তারপর আবার লেখলেন, "বরং সে (আসিফ) ও অন্য তিন জন শাহবাগের সমর্থক ব্লগার, এ কারনেই তাদের গ্রেফতার করা হয়েছে।"
এই মহান তথ্য আপনে পাইলেন কই? যেখানে পুলিশ তাদের ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফ্তার করছে, সেখানে আপনি পাসপোর্ট অফিসের দালালের মতো শাহবাগীদের দালাল সেজে বলছেন যে আসিফকে ও তার ৩ কুলাঙ্গার ব্লগারকে গ্রেফতার করা হইছে সমর্থক (?) হওয়ার কারণে। শাহবাগীরা জঘন্য। কিন্তু এতটা জঘন্য, তা জানতাম না। আফসোস লাগে আপনাদের জন্য।
২৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১:২৪
শুভ জািহদ বলেছেন: সমকালের গান ব্লগারের বক্তব্যের উত্তরে লেখক বলেছেন, এটা আপনার ভুল ধারনা। আল্লামা শয়তান, লালশালুর খবর কমবেশী জানা আছে আমার।
লেখক ভাইজান, ভালই তো ভালো না! সমকালের গান ব্লগীং করে ৭ বছর ধরে। আসলে সমকালের গান গাইতে গাইতে পিছনের আকাম কুকাম ডিম থেরাপী দেওয়া নাস্তিকরা যেমন ভূলছে। ঠিক তেমনি বর্তমানের এই সমকালের নামধারীরাও ভূইলা গেছে।
আসিফ মহিউদ্দিন তো আদালতে বলেছে সে কখনো ইসলাম নিয়ে কিছু বলে নাই। সে নির্দোষ। সে অত্যন্ত ধার্মিক একজন ছেলে।
আসিফ যদি নিজের এত কুকাম থাকার পরেও নিজের কুকাম অস্বীকার করতে পারে, তবে আসিফের পুজারী এই সমস্ত সমকাল, মহাকাল মার্কা লোকজন কেন ভূলব না। হয়ত শাহবাগের বিরানীর সাপ্লাই কমে যাওয়ায় উনাদের স্মৃতিবিভ্রাট ঘটতে পারে। তবে এরা জাতে মাতাল, তালে ঠিক। আজকে আসিফ বাইর হোক। এই সমকালের গান নামক ব্লগাররাই পত পত করে "আসিফের আগমন, ামনে োগা পিছে ধন (সম্পদ)" মার্কা স্লোগান দিব।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নায়করাজ বলেছেন: গণজাগরণ মঞ্চ প্রথম থেকেই হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। হুজুররাই তো বসতে নারাজ।