![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI
বাণিজ্য মেলার মানে আগে যেমনটা বুঝতাম,
বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিনিধিরা তাদের পণ্যকে এদেশে প্রচার প্রসারের লক্ষে একমাস ব্যাপী উন্নতমানের পণ্য সরবরাহ করতো। বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে কিংবা স্বল্প মুল্ল্যে পণ্য বিক্রি করে তাদের পণ্যের নাম/সুনাম মানুষের নিকট পৌঁছানোর চেষ্টা করতো। যেখান থেকে সাধারণ মানুষ কম মূল্যে ভালো পণ্য পেয়ে উপকৃত হতো, এবং ব্যাবসায়িরা মার্কেটিং পলিসির দিক দিয়া উপকৃত হতো। অতিতে এটাই সম্ভবত বাণিজ্য মেলার মুল উদ্দেশ্য ছিল।
বর্তমানে বাণিজ্য মেলার মানে যা বুঝি,
নিউ মার্কেটের ফুটের জুতার দোকানদারদের মতো দোকানদাররা রাজনৈতিক জোরে বাণিজ্য মেলায় দোকান নিয়ে ফেলে। দোকানের ডেকারেশন একটু সুন্দর কইরা ফুটের জুতাগুলিরেই পালিশ কইরা সুন্দর কইরা সাজায় রাখে। যেটার দাম নিউ মার্কেটের ফুটে ১৫০ টাকা থাকে, বাণিজ্য মেলায় এনে সেই জুতাটারে ৫০০ টাকার বেশী বেচে।
আর, পাবলিকও ভাবে ভাবে দাম দিয়া সেই জুতা কিন্না নিয়া ভাবে ভাবে ঘুইরা বেড়ায়। আর কইয়া বেড়ায়, দেখ, বাণিজ্য মেলা থিকা কিন্না আনছি। সিরাম জিনিস।।
এভাবেই একমাস ব্যাপী দোকানদাররা পাবলিকদের পেছন মেরে যায়। আর পাবলিকও ভাবের কারনে মজায় মজায় সানন্দে সেই মারাটা গ্রহন করে।
বর্তমানে এটাই সম্ভবত বাণিজ্য মেলার বনিকদের মূল উদ্দেশ্য।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
কাঠুরে বলেছেন: ভুঁড়ি ভুঁড়ি। আজও দেখলাম কতগুলাকে।
২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: রাজশাহিতে নগরভবনে বসেছিল ঈদ উপলক্ষে । গেটের সামনে একটা মাক্রো ওভেন ১৮৫০০/- কিনলে ১০টি আইটেম ফ্রি। বউ বলল নিয়ে নাও। আমি বললাম চল ভিতরে আরও কি আছে দেখি তারপর নিব। তারা বলে এটা সিমিৎ সময়ের জন্য। আমি তারপরও জোর করে চলে আসলাম ।
ভিতরে এসে দেখি হায় আল্লাহ সেম জিনিস তারা দিচ্ছে ১৬৫০০/- টাকায় সাথে সেম ১০টার সাথে আরও ১০টি ফ্রি।।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৯
কাঠুরে বলেছেন: এসব মেলা টেলা বর্তমানে মানুষকে বোকা বানিয়ে তাদের পকেট কাঁটার একটা ফন্দি। আর কিচ্ছু না।
এসব মেলা থেকে কিছু কেনার চেয়ে নরমাল দোকান থেকে কিছু কিনুন, তাও অনেক ভালো।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৪
স্প্লিকনট অয়ন বলেছেন: বেশীরভাগ পাবলিক এখন মেলায় কিছু কিনতে যায় না, ঘুরতে যায়। পোলাপাইন টাঙ্কি মারতে যায়(কলেজ লাইফে আমিও যাইতাম মনে হয়)।
তবে বউ লইয়া গেলে কিন্তু মামা, একদম তেল ছাড়া মারা খাইতে হইব।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
কাঠুরে বলেছেন: সহমত।
গার্লফ্রেন্ডের বেলায়ও সেইম কেস মামা :/
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৬
খেয়া ঘাট বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
কাঠুরে বলেছেন: এতো আনন্দ কেন ভাই?
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
হেডস্যার বলেছেন:
প্রতি লাইনের সাথে একমত।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩
কাঠুরে বলেছেন: ধন্যবাদ হেডস্যার।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
পথহারা নাবিক বলেছেন: আমার মনে হয় এই রকম ছাগল এখন আর নাই!!