নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

ছিন্নপত্রাবলী

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২১

**** মানসিকতা***

খুব সহজেই নিজের ভুল মেনে নেওয়ার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। অধিকাংশ সময় আমরা নিজেদের কষ্টটাকে বড় করে দেখি, আমাদের কথায় যে অন্য কেউ কষ্ট পেতে পারে সেইকথা ভুলে যাই।



আমরা কখনই আগে সরি বলিনা, ওপাশের মানুষটি কখন সরি বলবে এই আশায় থাকি। আমরা খেয়াল করি না যে সেও আমার মতোই মানুষ, সেও সরি না বলে অপেক্ষায় আছে। এই দ্বন্দ্বের কারণেই দূরত্ব সৃষ্টি হয়। যে মানুষ একসময় হৃদয়ের অনেক কাছে ছিল সে অনেক দূরে সরে যায়।



এই ইটপাথরের জগত অনেক বেশি স্বার্থপর, আপনজন খুব কম মিলে এইখানে। নিজেদের ছোট ছোট কিছু ভুল, নিজেদের ইগোর কারণে সে মানুষগুলোকেও আমরা দূরে সরিয়ে দিই। একা হয়ে যাই আমরা। শুধু একটু প্রচেষ্টা, অন্যের দিকটা বুঝতে পারার মানসিকতাই কাছের মানুষগুলোকে হারিয়ে যেতে দিবে না কখনও।

##### ভালবাসা###

জানিনা কিভাবে ভালবাসতে হয়, তবে তোমাকে অনেক ভালোবাসি সেটা বুঝতে পারি।

এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় , তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন

এসেছে। ইচ্ছে হলেও বলতে পারিনা তোমাকে ছাড়া বাঁচবো না, কারন এতদিন তো বেঁচে ছিলাম।

তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের , প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ, তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে চাওনি, হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় আমি পরাজিত হতে পারি সবার কাছে ,

তবে তোমাকে ভালবাসায় হাজারও বার জিতবো ।

তোমাকে ভালবাসতাম ,

ভালোবাসি ,

ভালবাসবো চিরকাল ।

¿ লক্ষ্যভ্রষ্ট ?



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

কাউসার আলম বলেছেন: ✰✰ জীবনে এমন ভাবে বাঁচো যেন মৃত্যুভয় তোমার চলার পথে বাঁধা হতে না পারে।

✰✰ কাউকে তার জীবন-ধর্ম পালনে বাঁধা দিও না। অন্যকে সম্মান করো,অন্যের বিশ্বাসকে সম্মান করো এবং অন্যদের কাছেও একই দাবী করো।

✰✰ তোমার জীবনকে ভালবাসো,তোমার জীবনকে পূর্ণতা দান করো।তোমার জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর হতে সুন্দরতর করো।

✰✰ জীবনটা বড় হওয়ার প্রত্যাশা শুধু এই জন্যেই করো,যেন তুমি তা অন্যের সাহায্যে ব্যয় করতে পারো।

✰✰ যখন মৃত্যু এসে উপস্থিত হয়,তাদের মতো হইয়ো না,যাদের মন সবসময় মৃত্যুভয়ে ভীত থাকে।তোমার প্রয়ান সংগীত নিজে গাওয়ার সাহস রাখো, বীরের মত মৃত্যুকে আলিঙ্গন করো,যেন তোমার নিজের ঘরে ফিরছো।

২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

কাউসার আলম বলেছেন: মানুষের জীবনে ধারাবাহিকতা থাকাটা কি আবশ্যক? অথবা ধারাবাহিকতা কি স্বাভাবিক বিষয়?সিনেমায় দেখা নায়কের চরিত্রগুলোসম্পর্কে আমরা জানি ছেলেবেলা থেকেই যে ছেলেটা সুবোধ মানবিক দর্শনীয়, বড় হয়ে সেই ছেলেটিই সিনেমার মধ্যমনি। আর যে দুষ্ট ছেলেটি ছেলেবেলায় স্কুলের বন্ধুদের মেরে রক্তাক্ত করতো, বড়হয়ে সে ভিলেনই হয়। উপন্যাসেও একইজিনিস দেখি। নায়কের মধ্যে শুধুই সাধুতা, ভিলেনের মধ্যে কেবলই মন্দতা---ফর্মুলাতে সীমাবদ্ধ। জীবন কি তেমন ধারাবাহিক নিয়ম মানে? কিছু ব্যতিক্রম বাদ দিলে জীবনে ধারাবাহিকতার স্থান নেই। জীবন হলো একটা ওলট পালট সিনেমার স্ক্রিপ্ট। যেখানে একই মানুষের জীবনে অনেক মানুষের গল্প। যেখানে একই মানুষকে ঘিরে রচনা হতে পারে একাধিক উপন্যাস। একই মানুষ কখনো নায়ক, কখনো ভিলেন, কখনো চরম অকাল কুষ্মাণ্ড। যে মানুষটা অফিসে স্মার্ট, সে মানুষবাজারে চরম বেকুব। যে মানুষ বন্ধুদের সাথে ধূর্ত শেয়াল, সেই মানুষ বউয়ের কাছে ভিজা বেড়াল। এমনকি একই সময়েই একটা মানুষ কয়েক রকমের জীবন যাপন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.