নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

ধূমপান ছাড়ার ১৩ উপায়!

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষা করুন । নিম্ললিখিত ১৩টি উপায় অনুসরণ করলে অবশ্যই ধূমপান ছাড়া সম্ভব।

এই ১৩টি উপায় হচ্ছে-

০ প্রথমে সিদ্ধান্ত নিন কেন ধূমপান ছাড়া আপনার জন্য জরুরী। অর্থাৎ কি কারণে ধূমপান ছাড়তে চান। যেমন- ক্যান্সার ও হার্ট এ্যাটাকের ঝুঁকি কামাতে।

০ কোন ধরনের থেরাপি বা মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিক নয়। কারণ সিগারেটের নিকোটিনের ওপর ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই সিগারেটের বিকল্প থেরাপির কথা চিন্তা করতে হবে।

০ নিকোটিনের বিকল্প গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে।

০ নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে।

০ একা একা ধূমপান না ছেড়ে পরিবারের অন্যান্য সদস্য (যদি ধূমপায়ী থাকেন), বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উৎসাহিত করে একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন।

০ মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন।

০ অ্যালকোহল পরিহার করুন।

০ মনোযোগ অন্যদিকে নিতে ঘর পরিষ্কার করতে চেষ্টা করুন।

০ ধূমপান ত্যাগের জন্য বার বার চেষ্টা করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার আর ধূমপান করবেন না।

০ নিয়মিত ব্যায়াম করুন।

০ প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও রঙিন ফলমুল খান।

০ ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয় আপনার হবে তার একটা অংশ হালকা বিনোদনে ব্যয় করুন।

০ আর ধূমপান ছাড়ুন বন্ধু-বান্ধব বা প্রেমিককে খুশী করার জন্য নয়,বরং আপনার সুস্বাস্থ্যের জন্যই এটা করেছেন। এমন জোরালো অবস্থান নিন।

ধূমপান করলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি অনেক বৃদ্ধি পায়। তাই ধূমপান ছাড়ুন, অন্যরাও যাতে ধূমপান করতে না পারে, সে রকম পরিবেশ গড়ে তুলুন। পরোক্ষ ধূমপানের শিকারও হবেন না । যেসব জায়গায় সব সময় ধূমপান চলে, সেসব জায়গায় অবস্থান করবেন না।



মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

সািকল খান বলেছেন: ছাড়ুম না,,,,,,,,,,,,,, X(( X(( X(( X(( X(( X(( X((

২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

১১স্টার বলেছেন: সাবাস@সাকিল খান B-) আমি আর বারাক ওবামা সেই কবে ছাড়ছি!

৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

শের শায়রী বলেছেন: ছাড়ুম না। ছাড়লে বঊ কি লইয়া আমার লগে ঝগড়া করবে?

৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

রাইসুল নয়ন বলেছেন: এতো কিছুর দরকার হয়না,
খালি একবার কইলেই হয় খামুনা !!!!
কইছি খামুনা, খামুইনা :)

আমি এক টানা দশ বছর চেইন স্মকিং করছি, মাস ছয়েক আগে ছেড়ে দিছি, আমার কোন সমস্যা হচ্ছে না ।

৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

খান সাব বলেছেন: ক্লিক হেয়ার

৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

অপরাজিতা হিমু বলেছেন:
ওই একটা জিনিশ খাইলেই কি আর না খাইলেই বা কি? তাছাড়া এটা কি কোন খাবার মতো জিনিশ নাকি? এত খাবার সখ হলে ছাইটা ফেলে দাও কেন ওটাও খেয়ে ফেল।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

কাউসার আলম বলেছেন: ঠিক বলেছেন

৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এইটা কোনো ব্যাপার হইল....এখন পর্যন্ত তো মনে হয় ১০ বার ছাড়ছি.. /:)

৮| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

তোমোদাচি বলেছেন: এতদিনের বন্ধুরে ছাড়ার পরামর্শ দেন X( X( X(
যখন কেও থাকে না তখনও সে থাকে; ওর লগে বিশ্বাসঘাতকতা করতে পারুম না!


তই খুব বেশী খায় না; লিমিটেড!

যারা বেশী খায় ওদের অবশ্যই নিয়ন্ত্রন করা উচিৎ!!

৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

রমনা টেক বলেছেন: আগে সিগারেট ধরাই। তারপর চিন্তা করি ছাড়ব কি না?

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

কাউসার আলম বলেছেন: আপনি খুব বেয়ারা টাইপের-----তাই না...

১০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি তো প্রতিদিনই ছাড়ি -

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

কাউসার আলম বলেছেন: হায় হায় , মাথায় হাত---

১১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

কাউসার আলম বলেছেন: একজন ধূমপায়ী ও অধূমপায়ীর ফুসফুসের পার্থক্য দেখুন আর চিন্তা করুন যারা ধূমপান করছেন তারা কিভাবে নিজের ক্ষতি করছেন...

১২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ব্লগার রানা বলেছেন: ভাইরে ছবি টা এতোই বিচ্ছিরি (smoker) কি আর বলব,, তবে আর একটা উপায় আছে, বেশি কড়া যেমন গোল্ড লিফ থেকে আগে হালকা যেমন বেনসন লাইট এভাবে এই দু তিন ধাপে এটা করা যেতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.