নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মানুষের, মানবতার আর দরিদ্র শিশুটির যে জন্মে দেখছে লোভ আর লালসার পৃথিবী।

পূনেন্দু পাহাড়ি

পূনেন্দু পাহাড়ি › বিস্তারিত পোস্টঃ

তুমি এবং একটা পিয়াঁজ

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

তুমি কেমন আছ এইটা বলার প্রয়োজন বোধ করছি না। প্রয়োজন নেই জানার, জানানোর। আমি ভালো আছি এবং ভালো থাকাটা নিয়ম হয়ে দাড়িয়েছে। আজ প্রশ্ন, কেমন চলছে বাজার সদাই? তোমার অমুক যার কারনে আমাকে মাঠ আউট করে তুমি ঘর বাধলে সে কেমন আছে। ভালো তো?? আমি ব্যচেলর, যেখানে রাত সেখানেই কাত। তোমার নায়কের কাছে গুনে গুনে আমি কয়েকটা গোল খেয়েছি, তোমাকে হারিয়েছি তোমারই হাতের লাল কার্ড দেখে। অবাক হইনা এখন। তখন শুধুই ভাবতাম কারনটা কি? আজ জানি। তুমি এবং একটা পিয়াঁজ। দুটোর মিল অনেক, দুটোই কষ্টদেয়, কাদাঁয় এবং প্রয়োজনে নিজেকে নিয়ে যায় ২০০ টাকা দরে। অবাক তাই না। আমিও ভাবি অবাক। মাত্র ৩৪ টাকার জিনিস কি ভাবে হু হু করে বেড়ে ২০০ টাকা হয়ে যায় এবং দোকানদার তেড়ে আসে। তুমি কি জানো তোমার নায়কেও একই দামে কিনতে হবে তাকে, আমি যে দামে কিনি। কোন ছাড় নেই, আজ, কোন মাফ নেই । সবাই একসারিতে আসতে হবে বুজলে। তোমার দুন্বরি করার কেনা চান্স নেই। হিসাবটা বরাবর। এমনি আমি ভালো আছি। তোমার এবং পিয়াঁজের পাথর্ক্যটি বেশি হলে ৫ টাকা, কম হলে ২০০ টাকা।

আমি এই শিল্পনগরীতেই আছি। ধুলো আর বালি মাখা মুখে হাটি । হাটি িএকটু একটু করে আর বয়স একটু একটু করে বেড়ে চলে পথে সাথে। সময় এগিয়ে যায়। আর আমি শুধু তোমাকে ক্ষমা করে দেই একটা পিয়াজ ভেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.