![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সে দিন থেকে বদলে গেছে,
কিন্তু মনে হয় বহুকাল তোমাকে দেখি না।
বহুকাল তোমার কন্ঠে শুনি না ’ হ্যালো’
তোমাকে বহুকাল দেখিনা মধ্যাহ্ন সময়ে ।
ইচ্ছে করে ঘাসফড়িঙের খোজে যাই
তোমার হাতে এনে দেই রাতের জোনাক।
ইচ্ছে করে অন্ধকার পৃথিবীর বুকে সপ্নের আলো জ্বালাই।
তোমাকে বলে দেই আবার- দুরে থাকো, তবে তোমায় ভালোবাসি আমি।
তুমি সে দিন মাত্র বদলে গেছ।
মনে হয় বহুকাল তোমাকে দেখি না।
বহুকাল আমি একা, নশ্বর পৃথিবীতে আমার ভিতর আমি একা।
©somewhere in net ltd.