নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

নেইমার বিক্রির জন্য নহে

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

নেইমার যখন সান্তোসে ছিলো তখন রিয়াল মাদ্রিদ ১৫০ মিলিয়ন ইউরো দিতে চাইছিলো, কিন্তু নেইমার মাদ্রিদে না গিয়ে তার স্বপ্নের ক্লাব বার্সেলোনাতে আসে মাত্র ৫৭ মিলিয়ন ইউরোতে।
আমি ছোটবেলা থেকেই মাদ্রিদ সাপোর্ট করি, আজীবন করবো। নেইমার বার্সেলোনাতে আসছে এই জন্য মনে মনে অনেক গালিগালাজ ও দিছি, কেন সে বার্সেলোনাতে গেল? তবে নেইমারের একটা জিনিস ভাল লাগলো, সে টাকার কাছে বিক্রি হয়নি।
নেইমার ইউরোপ আসার পর পি এস জি তার পিছনে লেগেই ছিলো। কয়েক মাস আগে তারা নেইমারের জন্য ১৯০ মিলিয়ন ইউরো বিড করছে, তাতেও কাজ হয়নি।
তিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে তার পিছনে লাগছে মনে হল টাকার গাছ নিয়ে নেইমারের পায়ের মধ্যে রোপণ করে দিছে। প্রথম বিড ১৩৬ মিলিয়ন ইউরো, দ্বিতীয় বিড ১৯০ মিলিয়ন, তৃতীয় বিড ২৪০ মিলিয়ন, সবশেষে ৩২৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশী টাকায় নেইমারের মুল্য ২৮৭০ কোটি টাকা।সময় আর ৫ দিন, টাকার অংক আরও বাড়তে পারে। তবে বার্সা সভাপতি হোসে মরিয়া ও ছাড়বে না, নেইমারকে নিয়ে তাদের পরিকল্পনা অনেক। তিনি চান নেইমার আরও দশ বছর বার্সেলোনায় থাকুক। ব্যাক্তিগত ভাবে আমি ও চাই নেইমার বার্সাতেই থাকুক।বার্সা নেইমারের জন্য পুরাপুরি পারফেক্ট, ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের জন্য তেমন সুবিধার না। আর বার্সেলোনা খেলোয়াড়দের সম্মান দিতে জানে, তার প্রমাণ পেদ্রো এবং জাভি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

হতভাগা রাজু বলেছেন: কয়েক মাস আগে পিএসজি নেইমারের জন্য ১৯০ মিলিয়ন ইউরো বিড করছে ।
.
.
.
কিছু খেয়েছেন দাদা ?

২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১

ফেরিওয়ালা দাদা বলেছেন: লেখার পরে খেয়েছি। কেন দাদা?

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

হতভাগা রাজু বলেছেন: ঐ বিড এর প্রমানটা আপনি আমাকে প্রমাণ দেখান

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫২

ফেরিওয়ালা দাদা বলেছেন:

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৮

হতভাগা রাজু বলেছেন: আপনি তো দেখছি তাহলে এদেশের অনলাইন নিউজ পোর্টালের চরম ফ্যান ।যেকোন উদ্ভট সংবাদও বিশ্বাস করেন ;)

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর বার্সেলোনা খেলোয়াড়দের সম্মান দিতে জানে, তার প্রমাণ পেদ্রো এবং জাভি।
১০০% খাঁটি কথা

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪

হতভাগা রাজু বলেছেন: জাভি কখনোই ইকারের মতো গুটিবাজি করেনি ।অফফর্মের কারনে প্রায়ই সাব হিসেবে নামতো শেষ মৌসুমে ।এরপরে আল সাদে চলে গেছে একদম সাধারন রূল মাফিক।
এখানে জাভিকে কিভাবে বার্সা সম্মান দেখাইলো ?
পেদ্রোকে কিভাবে সম্মান দেখালো একটু বলবেন কি ?

৮| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭

হতভাগা রাজু বলেছেন: জাভি কখনোই ইকারের মতো গুটিবাজি করেনি ।অফফর্মের কারনে প্রায়ই সাব হিসেবে নামতো শেষ মৌসুমে ।এরপরে আল সাদে চলে গেছে একদম সাধারন রূল মাফিক।
এখানে জাভিকে কিভাবে বার্সা সম্মান দেখাইলো ?
পেদ্রোকে কিভাবে সম্মান দেখালো একটু বলবেন কি ?

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১

হতভাগা রাজু বলেছেন: জাভি কখনোই ইকারের মতো গুটিবাজি করেনি ।অফফর্মের কারনে প্রায়ই সাব হিসেবে নামতো শেষ মৌসুমে ।এরপরে আল সাদে চলে গেছে একদম সাধারন রূল মাফিক।
এখানে জাভিকে কিভাবে বার্সা সম্মান দেখাইলো ?
পেদ্রোকে কিভাবে সম্মান দেখালো একটু বলবেন কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.