নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় আছি মৃত্যুর জন্য।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

আমার অনেক টাকা, শুধ টাকার কারনে মানুষ আমার পা ধরে সালাম করে।

একদিন আমি অসুস্থ হয়ে যাব, পা ধরা মানুষ গুলো আমাকে দেখতে আসবে। করুনা দেখাবে, এক রাতে আমার মৃত্যু হবে, আপনজনরা মায়াকান্না করবে, পা ধরা মানুষ গুলো আপসুস করবে, ইসসসসসস খান সাহেব যদি কিছুদিন বাচতো তাহলে আরও টাকা খেতে পারতাম।
পরের দিন ভোরে আমার লাশ দাফন করা হবে, আমাকে একা রেখে চলে আসবে যার যার ঘরে। কিছুদিন পর আমার নামটাও ভুলে যাবে।
অতপর জীবন চলবে জীবনের নিয়মে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

উধাও ভাবুক বলেছেন: একদিন আমি অসুস্থ হয়ে যাব, পা ধরা মানুষ গুলো আমাকে দেখতে আসবে। সবাই নাও আসতে পারে।

আর যা নিশ্চিত, আসবেই, তার জন্যে অপেক্ষা না করাই ভাল।


শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.