![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে
আমার জন্ম হয়েছিল মহাখালিতে একটা তিন তলা কোয়াটার এর
দুই তালার পশ্চিম পাশে। বাবা আমার চাকরি করতেন সরকারি
তাই; চাকুরির জন্য বাবাকে একটা ফ্ল্যাট দেওয়া হয় ।
আমরা ঐ ফ্ল্যাটে ১৮ বছর থেকেছি আমি থেকেছি ষোল বছর
তাই অনেক বন্ধু-বান্ধব ছিল আমাদের।
যতদূর মনে পরে - প্রায়-ই কারেন্ট চলে যেতো ।
আমার বয়স যখন ১৫-১৬ তখন আমরা বন্ধুরা ছাদে বসে থাক-
তাম । একদিন কারেন্ট চলে গেছে এবং আমরা দুই জন ছাদে
গিয়ে ছাদের এক অংশে বসে ছিলাম আকাশ এর দিকে তাকিয়ে
হঠাৎ দেখলাম দুইটা সাদা পাখি (শরীরে লাইট জ্বলছে ; টিউব লাইটের মতো শরীরটা ; কিন্তু বুঝা যাচ্ছে দুই টা পাখি ) উড়তে উড়তে চলে যাচ্ছে । আমি আর সে যতদূর দেখা যায় দেখতে থাকলাম তারপর আমরা চলে গেলাম ছাদ থেকে কিন্তু এখনও জানতে পাড়লাম না যে ঐ দুইটা পাখি কি পাখি বা কি ?
* আপনারা কেউ জানলে জানান যে ঐ দুইটা কি হতে পারে !!!
কাওসার সিদ্দিকী
ঢাকা, বাংলাদেশ
২২:০২, ৭/১৪/২০১৩
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫
Kawsar Siddiqui বলেছেন: এলিয়েন কি ?
২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: উড়ন্ত সসার নাকি?আমিএমনটি কখনো দেখিন্ জ্বীন হওয়ার চান্স আছে ।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮
Kawsar Siddiqui বলেছেন: উড়ন্ত সসার কি ?
৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২
পাকাচুল বলেছেন: এইগুলো কনফার্ম জ্বীন হবে।
বিস্তারিত জানার জন্য আপনি ব্লগার ইয়াজিদ সিকান্দারের সাথে যোগাযোগ করুন।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২০
Kawsar Siddiqui বলেছেন: অনেকরে ই জিজ্ঞাসা করছিলাম কেউ বলে মাতাল এর মত
কথাবার্তা আবার কেউ বলে জ্বীন ।
৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬
সোহরাব হোসাইন বলেছেন: এলিয়েন হরে ওরা গেল কোথায় ? আর কেউ দেখল না ?
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫
Kawsar Siddiqui বলেছেন: যতদূর দেখা গেছে দেখেছি তারপর আমার নেমে গেছি।
৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পাকাচুল বলেছেন: এইগুলো কনফার্ম জ্বীন হবে।
বিস্তারিত জানার জন্য আপনি ব্লগার ইয়াজিদ সিকান্দারের সাথে যোগাযোগ করুন ।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০
Kawsar Siddiqui বলেছেন: জ্বীন বা এলিয়ান বা ভূত ছাড়া অন্য কিছু হতে পারে বা
আধুনিক বিজ্ঞানের কোন ব্যাখ্যা আছে কি ?
৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২
শায়মা বলেছেন: ঐ দুইটা ভুত।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯
Kawsar Siddiqui বলেছেন: তুমি ত আরেক ভূত
৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
দি সুফি বলেছেন: ছাদে বইসা গাঞ্জিকা সেবন করেন নাই তো?
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪
Kawsar Siddiqui বলেছেন: নারে ভাই গাজা’র উপর হেবি ট্যাক্স বসানো আছে ।
৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: শায়মা বলেছেন: ঐ দুইটা ভুত
আসলে ওগুলো পরী ছিল !
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৮
Kawsar Siddiqui বলেছেন: কোন পাখি কি আছে ঐ রকম ?
৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
তানিয়া হাসান খান বলেছেন: আমি শিওর মেয়ে পরী.. ছেলে পরীর সাথে উরে বেড়াচ্ছিল।
দারুন ঘটনা তো।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯
Kawsar Siddiqui বলেছেন: আজও প্রশ্ন জাগে দুইটা কি ছিল ????
আমার মনে হয়েছিল যে পরী হতে পারে তবে আমি শিওর না ।
১০| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: দ্যাট ওয়াজ এ ফ্লাইং সসার
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮
Kawsar Siddiqui বলেছেন: ফ্লাইং সসার কি ?
১১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮
আল ইফরান বলেছেন: পাকাচুল বলেছেন: এইগুলো কনফার্ম জ্বীন হবে।
বিস্তারিত জানার জন্য আপনি ব্লগার ইয়াজিদ সিকান্দারের সাথে যোগাযোগ করুন।
১২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
আরজু পনি বলেছেন:
আহা ভিডিও করে রাখতেন !
১৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪
রাজু মাষ্টার বলেছেন: এরুপ্লেন দেকচেন মনে হয় ভাইজানে
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫
নৈঋত বলেছেন: এলিয়েন এলিয়েন