![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে থাকলে অনেক সময় পাবো একসাথে থাকার। ভবিষ্যতের দিনগুলোতে একসাথে থাকার জন্য আর সেই সময়ের সুখের জন্য, একটু সচ্ছলতার আশায় হয়তো আরো কয়েক বছর দূরে থাকা। একদিন একসাথে ঘরবাঁধবো; কে জানে হয়তো তখন বলবে কতকাল ধরে একসাথে আছি!
অনেক ইচ্ছে করে কিন্তু আপাতত দেশে যাওয়া হচ্ছেনা। তুমি অপেক্ষা কর। জীবনটা তোমাকে নিয়েই কাটিয়ে দেব। তুমি পবিত্র থাকবে ইসলামের নিয়মে চলবে এই আসা করি। ইসলামে নারীর সকল পবিত্রতা তোমার মাঝে দেখতে চাই। বেঁচে থাকলে একদিন দেখা হবে, কথা হবে, তোমাকে বুকে নিয়ে অনেকক্ষণ কাঁদবো। জান, তোমাকে যে কত ভালবাসি আমি......
আর শুনো, বিয়ের পরে কখনো বলবো না 'আমি তোমাকে অনেক ভালবাসি'; তুমি নিজে আবিষ্কার করে নিবে।❣️
২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:১৮
Kazi Emran বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর।